কিছুদিন আগে ১টা ছবি শেয়ার করেছিলাম যার বাংলা তরজমা দাঁড়ায়, “আপনি যদি জীবনে এমন কিছু অর্জন করতে চান যা আগে কখনও পারেননি, তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যা আগে কখনও করেননি।”
এ কথাটার ব্যাপ্তি আসলে কতটুক ? কয়জন ভেবে দেখেছিলেন ? আপনাদের সুবিধার জন্য আমি এ ব্যাপারে সংক্ষেপে কিছু কথা বলছি
১। ডেইলি হেবিট বদলাতে হবে ।
ধরুন, আপনি টার্গেট করলেন, নেক্সট ইনটেকে আইবিএতে ক্লাস করবেন, তার মানে অবশ্যই এই মুহূর্ত থেকে আপনার লাইফ স্টাইল বদলে ফেলতে হবে ।
আপনি চাইলেই আর ১০টায় ঘুম থেকে উঠতে পারবেন না । আপনি চাইলেই বন্ধুদের সাথে ২ ঘণ্টা আজাইরা আড্ডা মারতে পারবেন না ।
ইচ্ছার সাথে যদি ডিটারমিনেশন, পরিশ্রম আর ফোকাস যোগ না হয় তাহলে সেটই শুধুমাত্র ইচ্ছাতেই সীমাবদ্ধ থেকে যায়, বাস্তবে কখনও রূপ নেয় না ।
২। দৃস্টিভঙ্গি বদলাতে হবে ।
আমরা অন্যের ইস্যুতে নাক গলাতে অনেক বেশী পছন্দ করি এবং অন্যের উপর নিজের মত চাপিয়ে দিতে অনেক ভালোবাসি ।
বিপত্তিটা দেখা যায়, যখন দেখি আমি যা ভাবছি দুনিয়া ঠিক তার উল্টোটা ভাবছে । এর ফলে নিজের উপর আনওয়ান্টেড প্রেসার দেকে আনি । সো যে ইস্যুতে আপনার ভুমিকা জিরো বা আপনি কোন প্রভাবই এর উপর খাটাতে পারবেন না সে ইস্যুতে টাইম পাস বাদ দিয়ে দেন ।
৩। ব্যার্থতা মেনে নেয়া শিখতে হবে ।
সব কিছু বাদ দিয়ে লেখাপড়ায় মন দিলাম বাট আমার বেসিক উইক ছিল সো টপিকগুলো বেশ কঠিন লাগছে । বারবার ভুল হচ্ছে । এটা মেনে নিতে হবে ।
অত্যাধিক দ্রুত ইম্পুরভমেন্ট আশা করা ফেটাল রেসাল্ট নিয়ে আসতে পারে । আপনি হতাশ হতে থাকবেন ।
অথচ আপনার এই ভুলগুলোকে স্বাভাবিকভাবে নিলে এই প্রেসারটা থেকে বের হয়ে আসতে পারতেন ।
৪। ফোকাস ধরে রাখতে হবে ।
আপনি কতটুক সময় লেখাপড়া করলেন এতা মোটেও কোন ইস্যু না । আপনি যখন লেখাপড়া করছেন না তখন কি আপনার টার্গেটের কথা মাথায় থাকছে নাকি এটা খেয়াল রাখতে হবে ।
আপনি যখন ব্রেক নিচ্ছেন তখন কি কি পড়েছেন সেগুলো রিকল করার চেস্টা করুন । বাসে বসে আছেন, কিছু ম্যাথ ফর্মুলা পড়ে ফেলুন !
কোন অবস্থাতেই ভুলে যাওয়া চলবে না যে, আপনি ১টা টার্গেটের দিকে আগাচ্ছেন ।
৫। টার্গেট এচিভ করা শিখতে হবে ।
নিজেকে খুব ছোট ছোট টার্গেট দিন । যেমনঃ সকালে বসেই ১০টা টু-ডু লিস্ট করলেন।
এর মধ্যে থাকলো ৩০ টা নতুন ওয়ার্ড শেখা, ১৫টা গ্রামার প্র্যাকটিস করা, ৩০টা ম্যাথ করা ইত্যাদি । দিন শেষে হিসেব করে দেখুন ১০টার মধ্যে কয়টা পেরেছেন কয়টা বাদ গেছে ।
ঠিক এমনিভাবে ১টা উইকলি টার্গেট সেট করুন । এরপর মান্থলী !
৬। “কাল” শব্দটা বাদ দিতে হবে ।
যা করার আজকেই করতে হবে । নিজেকে বোঝাতে হবে কাল ১টা মিথ । এটা আসতেও পারে নাও পারে ।
সো যা করার আজই করতে হবে । আজ থেকেই শুরু হতে হবে । কাল থেকে শুরু করবো পরশু থেকে শুরু করবো এমন মাইন্ডসেট নিয়ে আগালে দিন দিন পেছাতে থাকেবন ।
৭। এনভায়রনমেন্ট বদলাতে হবে ।
আপনার টার্গেট আইবিতে পড়া বাট আপনি সারাদিন টাইম দেন এমন মানুষদের সাথে যারা মিউজিশিয়ান হতে চায় ।
আপনি ধরে রাখতে পারেন আপনি অলরেডি ৫০% পিছায় গেছেন । সো এমন মানুষদের সাথে টাইম স্পেন্ট করুন যারা আপনারই মত কিছু এচিভ করতে চাচ্ছে ।
আজ এইগুলাই মাথায় আসছে । নেক্সট টাইম আবার হবে ইনশাআল্লাহ্ !
হ্যাপি প্রিপেয়ারিং !
0 Comments
Leave a comment