আইবিএর ৬০ ইনটেকের আর খুব বেশী বাকি নেই । তার আর খুব বেশী সময় নষ্ট করা উচিত হবে না । আজকের আর্টিকেলে আমরা ম্যাথ প্রস্তুতি নিয়ে কথা বলেছি ।
প্রথমেই যে স্টেপ গুলো ফলো করবেন
১। প্রথমে আগে বছরের প্রশ্নগুলো ভালোভাবে শেষ করে ফেলুন । বিবিএ, এমবিএ ২টাই ।
যে ম্যাথসগুলো ভুল করছেন সেগুলো নোট করে ফেলুন ।
২। কিছু কমন টপিক বাছাই করুন যেগুলো এক্সামগুলোতে ফ্রিকোয়েন্টলী আসে । যেমনঃ পার্সেন্ট, নাম্বার থিউরী, ইন ইকুয়ালিটি, প্রফিট-লস ইত্যাদি ।
বইয়ের লিস্টের জন্য এই আর্টিকেলটা দেখতে পারেন IBA preparation: Necessary Books
৩। এরপর দেখুন আপনার স্ট্রেংথ আর উইকনেসের জায়গা কোনগুলো । ২টা চার্ট করে ফেলুন । এক পাশে স্ট্রেংথ আরেক পাশে উইকনেসের টপিকগুলো রাখুন ।
৪। এবার প্রতিটি টপিকের জন্য ১টা নির্দিষ্ট ঘণ্টা সেট করুন ।
ধরে নেন, এক মাসে ম্যাথ করার জন্য আপনি টাইম পাবেন ১৫০ ঘণ্টা ।সো সে অনুযায়ী টপিক ওয়াইজ সময়কে ডিস্ট্রিবিউট করে নিন।
যেমনঃ প্রফিট-লস ২০ ঘণ্টা, নাম্বার প্রোপার্টিস ১৫ ঘণ্টা এভাবে ।
খুব বেশী করতে যাওয়ার দরকার নেই । নেট এবং বই ঘেটে টপিক ওয়াইজ ২০০ করে ম্যাথ বাছাই করুন ।
৫। এবার আপনার স্ট্রেংথের পার্টগুলো আগে শুরু করুন । কারন এতে কনফিডেন্স পাবেন ।
উইকনেসের পার্টগুলো করার সময় খেয়াল রাখবেন যে প্রতিটা টপিক আপনি বুঝে বুঝে আগাচ্ছেন ।
৬। যে ম্যাথগুলো আপনার কাছে খুব বেশী কঠিন মনে হয় সেগুলো বাদ দিয়ে দিন । কারন এখন আর অট সময় নেই।
৭। থিউরি পড়ার সময় চ্যাপ্টার-ওয়াইজ জাস্ট ১টি সাদা কাগজে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো লিখে রাখুন ।
৮। ক্যালকুলেশন দ্রুত করার জন্য অবসর সময়ে মনে মনে ছোট ছোট গুণ প্র্যাকটিস করুন । ম্যাথকে ভয় না পেয়ে ভালোবাসুন ।
মজা খোজার চেষ্টা করুন । এতে করে কাজ খুব সহজ হয়ে যাবে ।
৯। ম্যাথ ক্যালকুলেশন দ্রুত করার অনেক অ্যাপস প্লে স্টোরে পাবেন । ভালো রেটিং দেখে কিছু অ্যাপস নামিয়ে নিন । আপনার অপ্রয়োজনীয় সময় যেমন রাস্তায়, রিকশাতে এগুলো প্র্যাকটিস করুন ।
১০ । চ্যাপ্টার-ওয়াইজ শলভ করার সময় যে ম্যাথগুলো ভুল করছেন সেগুলো মার্ক করে রাখুন ।
এবং ৭ দিনের মধ্যে অবশ্যই আবার করুন ।
মনে রাখবেন ৫০০ টা নতুন ম্যাথ ১ বার করার চেয়ে ২০০ ম্যাথ ৩ বার করে করা অনেক বেশী ইফেক্টিভ ।
যে ব্যাপারগুলোতে সতর্ক থাকবেন
১। দ্রুত উন্নতি আশা করবেন না । ৮-১০ দিনের ভেতর পণ্ডিত হয়ে যাবো এরকম আশা করা বোকামি ।
২। শর্ট-কাটের পেছনে খুব বেশী সময় দিবেন না । কনসেপ্ট ডেভেলপ করুন । দেখবেন আপনি নিজেই শর্ট-কাট বের করে ফেলতে পারবেন ।
৩। প্রস্তুতির সময়ে রিল্যাক্সড হয়ে যাবেন না । ৭ দিন প্রিপারেশন নেয়ার পর যদি ২-৩ দিনের ব্রেক নিয়ে ফেলছেন তো গেছেন ।
৪। প্যানিকড হবে না । অনেক সময় দেখা যায় কিছু কিছু কনসেপ্ট বুঝতে বা আয়ত্ব হতে দেরী হয় । এটা স্বাভাবিক । আতঙ্কিত হবার কিছু নেই ।
৫। সব উইকনেস ওভারকাম করতে যাবেন না । যেমনঃ আপনি প্রোবাবিলিটিতে উইক কিছুতেই বুঝেন না । অথবা বিন্যাস, সমাবেশ আপনার মাথায় ঢোকে না ।
ওকে ফাইন । লিভ দেম ইফ দে আর নট ভেরী ফ্রিকোয়েন্ট ইন দ্যা এক্সাম ।
হ্যাপি প্রিপেয়ারিং
IBA MBA এর ৬০ ইনটেকের এক্সাম শুরু হতে আর খুব বেশী সময় বাকী নেই। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ মে সকাল ১০টায় এক্সাম হয়ে যাবার জোরালো সম্ভাবনা রয়েছে।
তাই IBA MBA এর ৬০ ইনটেককে সামনে রেখে স্পেশাল মক টেস্টে আবারো ভর্তি শুরু হল ! হুবুহু আইবিএর আদলে সম্পুর্ন নতুন প্রশ্নে ১০টি ফুল লেংথ(রাইটিং সহ) মডেল টেস্ট অনুষ্ঠিত হবে । এর পাশাপাশি ৩টি সলভ ক্লাস, ১টি স্পেশাল রাইটিং ক্লাসও অনুষ্ঠিত হবে । ফি; ২,০০০ টাকা । মক টেস্ট শুরু হবে আইবিএর সার্কুলার দেয়ার পর থেকে ইনশা-আল্লাহ !
আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে !
এছাড়াও এখন অন্যান্য যেসব কোর্সে ভর্তি চলছে
** আইবিএ এমবিএ স্পেশাল রেগুলার ব্যাচ
**এমবিএ প্লাস অল জব সল্যুশন
** প্রফেশনাল ইংলিশ স্পোকেন
পান্থপথ, মৌচাক এবং চিটাগাং ব্রাঞ্চে আইবিএর ডিসেম্বর’২০১৮ এক্সামের প্রস্তুতিতে স্পেশাল রেগুলার ব্যাচে ১,০০০ টাকা বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে। আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
যারা JOB এবং এমবিএ দুটোর প্রস্তুতি এক সাথে নিতে চান তাদের জন্য রয়েছে Capstone এর সময়োপযোগী কোর্স MBA + All JOB Solution.
পান্থপথ, মৌচাক এবং চিটাগাং ব্রাঞ্চে MBA+JOB ব্যাচে ক্লাস করার জন্য রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
যারা জব সেক্টর, ইন্টারভিউ এবং প্রোফেশনাল লাইফে আরো ভালো করার জন্য প্রোফেশনাল লেভেলের ইংলিশ স্পোকেন ডেভেলোপ করতে চান তাদের জন্য আমাদের নতুন কোর্স প্রফেশনাল ইংলিশ স্পোকেন ।
পান্থপথ, মৌচাক এবং চিটাগাং ব্রাঞ্চে ক্লাস করার জন্য রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
এছাড়া সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম রোড# ২, হাউস # ২৭, জিইসি, চিটাগাং
0 Comments
Leave a comment