ভোকাব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ১টা পার্ট । যত বেশী শব্দ শিখবেন তত ইংরেজী ভাষার উপর আপনার দখল বৃদ্ধি পাবে ।
ভোকাবের জন্য অনেকে দেশ-বিদেশের ভালো ভালো রাইটারের বই সাজেস্ট করে । বাট শব্দ শেখার ভালো উপায় কখনও বই ধরে মুখস্ত করা না ।
নিচে ভোকাব শেখার ভালো কিছু ওয়ে সাজেস্ট করছি ।
১। পড়ুন, পড়ুন এবং পড়ুন
এটা অনেক অনেক বেশী শব্দ শেখার প্রথম স্টেপ । অধিকাংশ ভোকাবুলারী কনটেক্সট থেকেই ভালো শেখা যায় । আপনি যত বেশী শব্দ পড়বেন, দেখবেন তত বেশী শব্দ শেখার আপনার ষ্টকে জমা হবে ।
সো যখন পড়বেন, তখন শব্দগুলো কনটেক্সট থেকে বোঝার চেষ্টা করুন । আই মিন আগেই ডিকশনারী না ঘেটে কি বোঝাতে চেয়েছে সেটি বোঝার চেষ্টা করুন ।
এজন্য চ্যালেঞ্জিং স্টাডি ম্যাটেরিয়াল বেশী বেশী পড়ুন । এমন সোর্স থেকে পড়ুন যেন অনেক আননোন ওয়ার্ড আপনি পান ।
২। ওয়ার্ডের কনটেক্সট বোঝার চেষ্টা করুন
পড়ার সময় ফোকাসড থাকার চেষ্টা করুন এবং আননোন ওয়ার্ডগুলো ভালোভাবে নোট করার চেষ্টা করুন । গুগলে একেকটা ওয়ার্ডের মাল্টিপল ব্যাবহার দেখুন । এতে করে আপনার বোঝার ক্ষমতা বাড়বে ।
৩। প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস
আপনি ওয়ার্ড যতই মুখস্ত করার চেষ্টা করুন না কেন খুব দ্রুতই অধিকাংশ ওয়ার্ড ভুলে যাবেন ।
কারণ ১টি রিসার্চে দেখা গেছে, ১টি ওয়ার্ড পারমানেন্টলী মনে রাখার জন্য কমপক্ষে ১০-২০ বার সে ওয়ার্ডটি নানাভবে বিভিন্ন সোর্স থেকে আপনাকে শুনতে হবে বা পড়তে হবে ।
তাই যখন দেখবেন কোন ওয়্যার্ড মুখস্ত হতে চাচ্ছে না, তখন সে অয়ার্ডটি দিয়ে কয়েকটি সেন্টেন্স তৈরী করার চেষ্টা করুন । এতে করে সে অয়ার্ডটি আপনার মাথায় ঢুকে যাবে ।
৪। ওয়ার্ডগুলো আপনার চারপাশের সাথে জয়েন্ট করার চেষ্টা করুন
ওয়ার্ডগুলো শব্দ করে পড়ুন এবং আপনার পরিচিত পরিবেশের সাথে মেলানোর চেষ্টা করুন । যেমনঃ Impeccable । এ ওয়ার্ডটাকে মনে রাখার জন্য আমি যে প্রসেসটা নেই
Umar Ibn Khattab(ra) was an impeccable ruler.
এখানে উমার(রা) এর কথা বলা হচ্ছে । যার সম্পর্কে আমরা সবাই ভালো কথাই জানি । সো তার মানে এখানে ওয়ার্ডটা পসিটিভ কনটেক্সটে ব্যাবহার হচ্ছে ।
এবার তাহলে গেস করার চেষ্টা করি । Ruler এর সাথে যে Adjective-গুলো হতে পারে তা হল খুব ভালো, অসাধারণ, নিখুঁত, ন্যায়বিচারক ইত্যাদি ।
এবার ডিকশনারি ঘাঁটুন । দেখবেন যে, আপনার গেস করা ওয়ার্ডের মধ্যেই ১টা কমন পেয়ে যাবেন ।
৫। ওয়ার্ডগুলোকে ইমাজিন করার চেষ্টা করুন
ওয়ার্ডগুলোকে ভিজুয়ালাইজ করা ওয়ার্ড মনে রাখার আরেকটি উপায় । যেমনঃ ১টা সেন্টেন্স পেলেন,
GARGANTUAN– এর মানে অনেক বিশাল কিছু ।
এটাকে মনে রাখার জন্য আপনার চারপাশের বিশাল কোন স্থাপনাকে কল্পনা করে ১টা সেন্টেন্স তৈরী করুন ।
যেমনঃ Baitul Mukaram Mosque is GARGANTUAN.
আবার ধরেন আপনার কোন বন্ধু খুবই আমুদে ক্যারেক্টারের । আর Jovial মানে হচ্ছে আমুদে ।
সো আপনি বলতে পারেন, Khalid is a Jovial perosn.
৬। ভোকাব শেখাকে শখে পরিণত করুন
যে কোন বিরক্তিকর কাজ খুবই মজার কাজে পরিণত হতে পারে, যদি আপনি সে কাজটিকে আপনার শখে কনভার্ট করতে পারেন ।
ভোকাব শেখার সময় যদি এটা ভাবতে পারেন যে, আপনি খুব মজার ১টা কাজ করছেন, নতুন কিছু শিখেছেন তাহলে দেখবেন যে, সে কাজটি অনেক আনন্দদায়ক ১টা কাজে পরিণত হয়েছে ।
এতে করে করে ভোকাব শেখার পেইন অনেকাংশে কমে যাবে ।
৭। ভোকাবুলারি বেসড গেইম খেলুন
এন্ড্রোয়েড বা iOS এই দুই অপারেটিং সিস্টেমেই ভোকাব বেসড অনেক গেইম যেমন ক্রস ওয়ার্ড পাজল, স্ক্রাবল, Boggle এরকম অনেক গেইম পাওয়া যায় ।
এগুলো প্রতিনিয়ত খেলতে থাকলে অনেক নতুন ওয়ার্ড শেখা যায় ।
আজ এই পর্যন্তই । ইনশাআল্লাহ, সামনে আরো কিছু টিপস থাকবে !
আপনি কি আইবিএর ডিসেম্বর ‘ ২০১৮ এর পরীক্ষার জন্য ১টা প্রোপার প্রিপারেশন নিতে চাচ্ছেন ?
ভালো গাইডলাইন চাচ্ছেন ? আইবিএর পাশাপাশি জব প্রিপারেশনও কভার করতে চাচ্ছেন ?
তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে Capstone Education।!
আলহামদুলিল্লাহ্ ! Capstone Education গত ৫ ইনটেক ধরে IBA MBA-তে সাফল্যের শীর্ষে ।
২০১৭ এর ডিসেম্বর এবং ২০১৮ এর জুন সেশনে আমাদের প্রতিষ্ঠান থেকে আইবিএর রিটেনে কোয়ালিফাই করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬৫.
এর মত, যার মধ্যে প্রায় ৫৫ জন আইবিএতে ফাইনালী কোয়ালিফাই করেছে ।
সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে আমরা স্পেশাল ব্যাচ অফার করে আসছি যেগুলোতে লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি দেয়া হয় ।
অর্থাৎ, একবার ভর্তি হলে পরেরবার কোর্সটি ফ্রি রিপিট করতে পারছেন ।
এছাড়াও দুর্বল ব্যাসিকের শিক্ষার্থীদের জন্য আছে রেগুলার ক্লাসে বাইরে এডিশনাল ফ্রি ব্যাসিক ডেভেলপমেন্ট ক্লাসের ।
IBA MBA এর ডিসেম্বর সেশনের স্পেশাল ব্যাচে চিটাগাং, মৌচাক আর পান্থপথ ব্রাঞ্চে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
যারা জব সেক্টর, ইন্টারভিউ এবং প্রোফেশনাল লাইফে আরো ভালো করার জন্য প্রোফেশনাল লেভেলের ইংলিশ স্পোকেন ডেভেলোপ করতে চান তাদের জন্য আমাদের নতুন কোর্স প্রফেশনাল ইংলিশ স্পোকেন ।
পান্থপথ, মৌচাক এবং চিটাগাং ব্রাঞ্চে ক্লাস করার জন্য রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
এছাড়া সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম রোড# ২, হাউস # ২৭, জিইসি, চিটাগাং
Recent Comments