আমরা পত্রিকাতে হার না মানা, অদম্য মেধাবীদের গল্প শুনেছি । আজ এমন একজনের কথা আপনাদের সামনে তুলে ধরছি যিনি হয়ত অদম্য মেধা নিয়ে জন্মাননি । কিত্নু প্রচন্ড ইচ্ছাশক্তি আর পরিশ্রম দিয়ে যাবতীয় প্রতিকূলতাকে জয় করেছেন ।
তার নাম সারোয়ার জাহান । বাড়ি নেত্রকোনা জেলায় । ময়মনসিংহ আনন্দমোহন কলেজের থেকে ম্যানেজমেন্টে অনার্স করেছেন ।
সারোয়ার Capstone Education এর আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ-161203 এর ছাত্র ছিলেন এবং আল্লাহ্র অশেষ রহমতে এবার আইবিএর ৫৭ ইনটেকে চান্স পেয়েছেন ।
তার নিজের ভাষাতেই আইবিএতে চান্স পাবার গল্প শোনা যাক ।
” আমার স্কুল ছিল নেত্রকোনা জেলার এক প্রত্যন্ত গ্রামে । সেখান থেকেই SSC এবং HSC পাশ করি। আমার SSC এর জিপিএ ছিল ৩.৩৮ ।
HSC-তে প্রথমবার আমি ৪ সাবজেক্টে (ইংলিশ, ম্যাথ, কেমিস্ট্রি,বায়োলজি) ফেইল করি । দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে HSC তে ৪.৪০ পাই ।
এরপর ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ভর্তি হই । ভবিষ্যৎ নিয়ে বেশ শঙ্কায় ছিলাম । সেসময় আমাদের ডিপার্ট্মেন্টের এক স্যার আমাকে জানালেন আইবিএর কথা ।
উনি বললেন, সারোয়ার এখন পর্যন্ত যা হবার তাতো হয়েছেই । তোমার হাতে তো বেশ সময় আছে । তুমি আইবিএর জন্য তৈরী হও ।
যদি একবার চান্স পেয়ে যাও তাহলে লাইফে যা যা ভুল করেছ সব কভার হয়ে যাবে ইনশাআল্লাহ্ ।
সে থেকেই আমার লক্ষ্য আইবিএতে পড়া ।
২০১৬-তে ঢাকায় এসে আইবিএর জন্য বেশ পরিচিত ১টা কোচিংয়ে ভর্তি হই । কিন্তু সেবার আমার হল না ।
সেই কোচিংয়েরই এক ভাইয়ার কাছ থেকে প্রথমবার Capstone- এর কথা শুনি এবং আমার উইকনেস কাঁটাতে এখানে চলে আসি ।
আল্লাহ্র রহমত আর ভাইয়াদের গাইডলাইনে Capstone থেকে প্রথমবারের চেষ্টাতেই আমার হয়ে গেল । আমি কৃতজ্ঞ Capstone এর কাছে । ”
আমাদের কথাঃ
সারোয়ারকে আমরা বলেছিলাম যে, আইবিএর প্রিপারেশন নিয়ে ১টা আর্টিকেল লিখতে । ও খানিকটা লজ্জা পেয়ে বলল, ভাইয়া আমার বাবা কৃষক । কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না । তাই কেনা হয়নি ।
এমনকি ১টা ভালো ফোন পর্যন্ত নেই ওর কাছে । বাট এসব নিয়ে কখনই ওর মধ্যে কোন ধরনের হীনমন্যতা বা আফসোস দেখিনি ।
সদা হাস্যজ্জল সারোয়ারকে পুরোটা সময় দেখেছি, আইবিএ নিয়ে ফোকাসড থাকতে ।
অরিয়েন্টেশনে আমরা সব সময় বলই, স্পোকেনের উপর জোর দিতে । ভুল হোক শুদ্ধ হোক ইংলিশে কথা বলার অভ্যাস তৈরী করতে ।
কারণ ইংরেজীতে ভালো হতে হলে, লিসেনিং আর স্পিকিংয়ের কোন বিকল্প নেই । আমাদের এই ইন্সট্রাকশন ভালোভাবে অনুসরণ করতে দেখেছি একমাত্র সারোয়ারকে ।
এমনকি সাধারণ কোন দরকারে ফোন দিলেও, ও আমাদের সাথে ইংরেজীতে কথা বলত। ক্লাসে যা টাস্ক দেয়া হত তার চেয়ে বেশী হোম ওয়ার্ক করে আনত এবং কোর্স ইন্সট্রাক্টরদেডর সাথে এ ব্যাপারে ডিসকাস করতো ।
এক কথায় পরিশ্রম যে, ট্যালন্টকে খুব সহজেই পরাজিত করতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এই সারোয়ার ।
আমরা আনন্দিত এবং গর্বিত যে, এরকম একজন ফাইটারকে আমাদের মাঝে পেয়েছি ।
যারা নিজেদের দুর্বল ব্যাকগ্রাউন্ড বা বাজে রেসাল্টের কারণে হাল ছেড়ে দিচ্ছেন বা বড় কোন স্বপ্ন দেখতেই ভয় পাচ্ছেন, তাদের জন্য এক অনুসরনীয় আদর্শ এই সারোয়ার ।
যে স্পেশাল ব্যাচগুলো থেকে এবার আইবিএর এমবিএতে ১৭ জন রিটেনে কোয়ালিফাই করেছে সে স্পেশাল ব্যাচগুলোতে আইবিএ এমবিএর জুন’ ১৭ ইনটেকের জন্য সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
Capstone প্রিমিয়াম জব প্রিপারেশন কোর্সে ৩,০০০ টাকা ডিস্কাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যোগাযোগঃ 01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ৭৫ গ্রীন রোড, হুসেন টাওয়ার (লিফটের-৮), এশিয়া প্যাসিফিক ইয়ুনিভার্সিটির ঠিক পাশের বিল্ডিং, ফার্মগেট, ঢাকা-১২০৫।
0 Comments
Leave a comment