আমার প্রস্তুতির সময়কালের ছোট ১টা ঘটনা আজকে শেয়ার করছি । ঘটনাটা ২০১২ এর । আইবিএর প্রিপারেশন রিলেটেড ১টা ফেসবুক গ্রুপে আমি অনেক প্রবলেম পোস্ট করতাম এবং অন্যের প্রবলেমও শলভ করে দিতাম ।
বিশেষ করে ম্যাথস । কারণ এতে করে আমার নিজেরও ভালো প্রস্তুতি হচ্ছিল ।
একদিন ১টা ট্রিকি ম্যাথ পোস্ট করেছিলাম । যথারীতি অনেকেই সলিউশন দিচ্ছিলেন । একটু পর আমিও ১টা সলিউশন দিলাম ।
তার কয়েক মিনিট পর আমার সলিউশনের ঠিক অপসিট ১টা সলিউশন দিয়ে এক ভাইয়া কমেন্ট করলেন এবং বললেন যে, আমার সলিউশনে ভুল আছে, চেক করতে ।
ব্যাপারটা বেশ ইগোতে লাগলো । কি ? আমি ভুল ??? কয়েকবার চেক করলাম । মনে হল ঠিক আছে । ভাইয়ার প্রোফাইল চেক না করেই তার সাথে কমেন্টে আর্গু করতে লাগলাম ।
অবশ্যই ভদ্রভাবে । জাস্ট আমার লজিকগুলো দিচ্ছিলাম । কিছুক্ষণ পর সেই ভাইয়া রেসপন্স করা বন্ধ করে দিলেন ।
দশ মিনিটের মাথায় গ্রুপের একজন বেশ সিনিয়ার এডমিন ভাইয়া যার সাথে আবার আমার ব্যাক্তিগত সখ্য ছিল, উনি ইনবক্স করলেন ।
ভাইয়া বললেন, আমার প্রসেসটা ভুল, ঐ ভাইয়ারটাই ঠিক আছে । এবং সেই ভাইয়া আইবিএতে পড়ছেন আর ম্যাথসে জিনিয়াস লেভেলের এফিসিয়েন্সী উনার ।
আমি সাথে সাথে সেই ভাইয়াকে ইনবক্সে সরি বললাম এবং আমার ভুল স্বীকার করে নিলাম । কমেন্টগুলোও মুছে দিলাম ।
এর ঠিক ছয় মাস পরের ঘটনা । আমি তখন আইবিএতে মাত্র ঢুকেছি । একদিন দেখলাম করিডর দিয়ে সেই ভাইয়া হেটে যাচ্ছেন । ভাইয়াকে সালাম দিলাম ।
পরিচয় দেয়ার আগেই ভাইয়া হাসতে হাসতে ঠাট্টার ছলে বললেন, হ্যাঁ তো ম্যাথ জিনিয়াস ! কি খবর তোমার ।
হায় , হায় ! এই ছোট ঘটনাও উনি মনে রেখেছেন ! বেশ লজ্জাই পেয়ে গেলাম । যাই হোক কুশলাদি বিনিময়ের পর জিজ্ঞাসা করলাম ভাইয়া আইবিএতে কেন এসছেন । কারণ উনি তো পাশ করে গেছেন ।
ভাইয়া বললেন, উনি আইবিএতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছেন । আজ উনার তৃতীয় দিন ! কিছুক্ষণ আক্কেল গুড়ুম হয়ে রইলাম ।
সেই ভাইয়া এখনও আমার ফ্রেন্ড লিস্টে আছেন । এখনও উনার সাথে মাঝেই মাঝেই বিভিন্ন পোস্টে ইন্টারেকশন হয় । এটা হয়েছে জাস্ট সেইদিন আমি ভালোয় ভালোয় সব কিছু মিটিয়ে নিয়েছিলাম বলে !
ফেসবুক গ্রুপগুলোতে ঢুকলে প্রায়ই দেখা যায় কোন কোন মেম্বার অন্য মেম্বারদের সাথে বা কখনও কখনও কোন আইবিএর স্টুডেন্ট এমনকি গ্রুপ এডমিনদের সাথেও অপ্রয়োজনীয় তর্কে জড়াচ্ছেন ।
এর ফলাফল যে, সুদূরপ্রসারী হতে পারে এটা হয়ত কেউ উপলব্ধিই করতে পারছেন না । এটা শুধু ফেসবুক গ্রুপ না, অন্য যে কোন সোশ্যাল মিডিয়া ইন্টারেকশনের ক্ষেত্রে প্রযোজ্য ।
হয়ত দেখা গেল যে, যার সাথে তর্কে জরিয়েছিলেন, আইবিএতে গিয়ে তার ভাইভা বোর্ডেই আপনি পড়লেন । অথবা আইবিএতে ঢুকে কোর্স টিচার হিসেবে তাকেই পেলেন !!
অথবা দেখা গেল কোন ১টা ফোরামে যার পোস্টে বাজে কমেন্ট করেছিলেন, চাকরীর ইন্টারভিউ বোর্ডে তাকেই দেখতে পেলেন । এরকম হর-হামেশাই হচ্ছে ।
সেদিন এক প্রখ্যাত আইটি ফার্মে ১টা কাজে গিয়েছিলাম । কোম্পানির চেয়ারম্যানের সাথে যখন দেখা করতে গেলাম, তখন উনি বললেন, এইচবিআর থেকে যে আর্টিকেলটা তুমি ২-৩ দিন আগে শেয়ার করেছো, সেটার কিছু আর্গুমেন্ট রাইটার ফ্লডলি রিপ্রেসেন্ট করেছেন ।
আমি অবাক হয়ে বললাম, স্যার আপনি তো ফেসবুকে এক্টিভই না ! কোন এক্টিভিটিই তো নেই আপনার একাউন্টে !
স্যার ১টা মুচকি হাসি দিয়ে বললেন, আই জাস্ট অবসার্ভ !
সো সবার প্রতি সাজেশন থাকবে, প্রতিটি কমেন্ট হিসেব করে দিন । অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন । এটা সব ধরনের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য !
সোশ্যাল মিডিয়া আর ভার্চুয়াল জগতের মাঝে সীমাবদ্ধ নেই । এটা অনেক বড় কিছু হয়ে গেছে । সব কিছু এখানে নোট করা হয় । ১টা লাইক, কমেন্টের কারণে চাকরী চলে যেতে পারে বা আরো বড় কিছু হতে পারে ।
আজকাল অনেক কোম্পানিতে চাকরী দেয়ার আগে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল চেক করে নেয়া হয় ।
সো যা করুন বুঝে শুনেই করুন ।
Remember, you are being observed !
——————————
0 Comments
Leave a comment