তো, সার্কুলার মহাশয় শেষ পর্যন্ত আসি আসি বলে এসেই গেল, নাকি…
এক দিক থেকে ভালই হয়েছে, যে ঈদের আগেই পরীক্ষা হয়ে যাচ্ছে, যদিও অনেকে আশা করেছিল ঈদের পরে হবে।
আমি যখন ৫৬ ইনটেকের সার্কুলার পাই, তখন মনে হয়েছিল যেন ঈদের চাঁদ উঠেছে। সার্কুলার পাবার পর আসলেই মনে হয়েছিল আমি খুব শীঘ্রই আইবিএ তে ক্লাস শুরু করতে যাচ্ছি।
৫৮ তম এর সার্কুলার পাবার পর যাদের এরূপ অনুভূতি হয়েছে, তাদের জন্য অগ্রীম আংশিক হালকা অভিনন্দন! কারণ এই ধরণের বিশ্বাসের দরকার আছে।
যাই হক, আপনারা আগে থেকেই প্রস্তুতি শুরু করেছেন, অনেকে হয়তোবা সার্কুলারের পর প্রস্তুতি শুরু করবেন। নিজের প্রতি আস্তা রেখে একটি লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি নিতে থাকুন। এই এক মাস প্রস্তুতি একটু বাড়িয়ে দিন।
একদম গৎবাঁধা প্রিপারেশনের গাইডলাইন দিচ্ছিনা, কারণ আপনাদের প্রিপারেশন আপনারাই সবচেয়ে ভাল বুঝবেন। শুধু খেয়াল রাখবেন আপনাদের উন্নতি হচ্ছে কিনা। আপনাদের নিজের পারফর্মেন্সের উপর সেটিসফেকশনের লেভেলটা বাড়ছে কিনা।
তবে এই একমাসের জন্য কিছু Recommendations দিতেই হচ্ছে-
১) বেশি বেশি করে আগের পরীক্ষার প্রশ্নপত্র A to Z অর্থাৎ ইংলিশ থেকে এনালাইটিকাল, ম্যাথ সল্ভ করতে থাকুন। জানি আপনাদের অনেকেই আগেই সেগুলা সল্ভ করেছেন বা অতি সম্প্রতিও সল্ভ করেছেন। আবারও সল্ভ করুন।
২) Model test দিন। এটির দ্বারা আপনাদের এক ধরণের পরীক্ষার আগেই, পরীক্ষা হয়ে যাবে। ক্রিকেটে মুল ম্যাচের আগে যেমন প্র্যাকটিস ম্যাচের গুরুত্ব আছে, যেকোনো পরীক্ষার ক্ষেত্রে মুল পরীক্ষার পূর্বে প্র্যাকটিস পরীক্ষার দরকার আছে।
এ দিয়ে আপনি আপনার exam hall strategy এর develop করতে পারবেন। নিজেই ঘড়ি দেখে Model test দিতে পারেন কিংবা কনো প্রতিষ্ঠানের অধীনেও দিতে পারেন, তবে অবশ্যই model test দিবেন, যাতে আসল পরীক্ষায় কোন সমস্যায় পরতে না হয়।
৩) অনেক IBA aspirants যেই অংশটিকে বলতে গেলে একদমই গুরুত্ব দিবে না সেটা হল written part যেখানে কিনা ২৫ মার্ক্স আছে, এবং অন্য অংশে ভাল করলেও সেই অংশে খারাপ করলে ভাইভার জন্য ডাক পাওয়া যাবেনা।
যারা writing নিয়ে কিছুই করছেন না, তারা এই এক মাসের মধ্যেই এটির জন্য প্র্যাকটিস ডেভেলপ করে ফেলুন। সময় করে আগের পরীক্ষায় আসা essay, argumentative writing, note, letter, thematic writing, paragraph নিজে নিজে লিখুন।
৪) আগের পরীক্ষার math গুলো সল্ভ করতে থাকুন। গ্রামারের জন্য সময় হলে, চাইলে majortests.com থেকে sentence correction, identify sentence errors প্র্যাকটিস করতে পারেন।
যাক, সবাই প্রিপারেশন নিতে থাকুন। সবার প্রতি শুভকামনা রইলো, Happy Prep…:) 🙂
যাদের পড়ায় মন বসে না (এ রকম হতেই পারে!) কিন্তু আইবিএ তে ভর্তি হতে চান তাদের জন্য একটি ছোট্ট টিপস- visualize yourself in IBA 🙂
0 Comments
Leave a comment