আইবিএ/জব সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে বার বার ব্যার্থতা ১টা কমন ঘটনা হয়ে দাঁড়িয়েছে । এই আর্টিকেলে এরকম ৩টি সমস্যার কথা নিয়ে আলোচনা করা হয়েছে
১। গতানুগতিক প্রিপারেশন স্টাইল
ছোটবেলা থেকেই আমাদের প্রিপারেশন নেবার স্টাইল হচ্ছে গাঁদা গাঁদা টেক্সট বই পড়া, ধরে ধরে গ্রামারের রুল বা ভোকাব মুখস্ত করা, ম্যাথসের রুল মুখস্ত করে লিখাঁ এবং সে অনুযায়ী প্র্যাকটিস করা ।
এই স্টাইলে পড়াশোনা করে মানুষ মাত্র ২০-২৫% শিখতে পারে । অর্থাৎ, আপনি দিনে ১২ ঘণ্টা পড়াশোনা করেও আউটপুট পাবেন মাত্র ২.৫ ঘণ্টার মত ।
সো এ কারণে অনেকে রিটেনেই কোয়ালিফাই করতে পারছে না ।
২। নিজের শক্তির জায়গাকে আরো শক্তিশালী না করা
আইবিএর একজন এক্স-ডিরেক্টর স্যার আমাদেরকে ১টা কোর্সে বলেছিলেন । সবার কিছু শক্তির জায়গা আছে এবং কিছু দুর্বল জায়গা আছে । এই দুর্বল জায়গাগুলোর মধ্যে কিছু দুর্বলতা থাকবে যেগুলো সহজে দূর করা যায় ।
আর কিছু আছে যা দূর করতে গেলে তোমার পুরো জীবন চলে যাবে । তাই সেগুলোকে সেগুলোর মত ছেড়ে দাও । তোমাকে অলরাউন্ডার হতে হবে না ।
অনেকেই এই ভুলটি করে থাকে । আপনি ম্যাথসের ১০টা টপিক ভালো পারেন । ১১ নম্বর টপিক কেন বুঝেন না এটা নিয়ে আপনার রাতে আর ঘুম হয় না ।
অথচ এই ১১ নম্বর টপিক থেকে হয়ত হার্ডলী ১-২টা থেকে প্রশ্ন আসবে । সো যে সময়টা এই ১১ নম্বর টপিকে পেছনে ব্যায় করবেন সে সময়টা অন্য ১০ টা টপিককে আরো শক্তিশালী করার দিকে ব্যায় করলে নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পাড়তেন ।
৩। প্রিপারেশনে বার বার পজ দেয়া
Capstone Education আইবিএর এমবিএ এবং জব সলিউশন কোর্সে লাইফ-টাইম স্টুডেন্টশীপ অফার করে । মানে আপনি কোর্সে একবার এনরোল করলে নেক্সট টাইম ফ্রি রিপিট করতে পারবেন । সো আমাদের এখানে অনেক স্টুডেন্টই কোর্স রিপিট করে থাকেন ।
অনেক সময়ই আমরা দেখতে পাই, কেউ কেউ প্রায় এক থেকে দেড় বছর পড় আসেন আবার কোর্স রিপিট করার জন্য ।
কারণ জিজ্ঞাসা করলে অনেক ক্ষেত্রেই পাওয়া যায়, আইবিএর/জবের প্রিপারেশন শুরু করে কেউ কেউ জবে জয়েন করেছে, কেউ বা হায়ার স্টাডির জন্য একটু বাইরে যাবার এটেম্পট নিয়েছিল, কেউবা অন্য কোন এক্সামের প্রিপারেশন নিচ্ছিল ইত্যাদি ।
এর ফলে দেখা যায়, কোনটাই ঠিক মত হয় না । না জব, না আইবিএ, না হায়ার স্টাডি । আপনি মাল্টি-টাস্কার না হলে, ১টা সময়ে ১টা ব্যাপার নিয়ে আগানো বেটার ।
Capstone Education টানা তিন বছর ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৫৮ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে এখন পর্যন্ত কোয়ালিফাই করেছে ১২ জনের মত । ২০১৬-তে দুই ইনটেকে করেছিল ৩৫ জনের মত ।
সেই স্পেশাল ব্যাচগুলোতে বিবিএ, এমবিএ এবং জব ব্যাচগুলোতে আবারো ভর্তি চলছে ।
আইবিএর এমবিএর স্পেশাল ব্যাচের জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন
IBA BBA স্পেশাল কেয়ার ব্যাচে 25% ডিস্কাউন্টে ভর্তির জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন
Capstone প্রিমিয়াম জব সল্যুশন কোর্সে ৩,০০০ টাকা ডিস্কাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
আইবিএ বিবিএ / প্রাইভেট ভার্সিটির ফ্রি ভর্তি টিপসের জন্য এই গ্রুপে জয়েন করুন
যোগাযোগঃ 01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
0 Comments
Leave a comment