অনেকেই প্রথমবারের মত আইবিএর প্রস্তুতি শুরু করছেন । অনেকেই একবার দুইবার ব্যার্থ্য হয়েছেন । এই লেখাটা আপনাদের দুই দলের জন্যই !
যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিক হচ্ছে মাইন্ডসেট এবং সঠিক পরিকল্পনা । দুইটা নিয়েই আমরা আলোচনা করব ইনশা-আল্লাহ ।
প্রথমেই আসি মাইন্ডসেটঃ
আইবিএর মত কম্পিটিটিভ এক্সামগুলো একেটা জার্নি । জার্নিটা মজার হবে নাকি বোরিং হবে পুরোপুরি নির্ভর করছে আপনার মাইন্ডসেটের উপর !
কিভাবে জার্নিটাকে বোরিং বানানো যায় ?
যদি আপনি প্রতিনিয়ত এটা মাথায় নিয়ে বসে থাকেন যে, আইবিএতে আপনাকে টিকতেই হবে বা ১টা ভালো চাকরী আপনাকে পেতেই হবে !
আপনার ভবিষ্যৎ নির্ভর করছে এই এক্সামের ফলাফলের উপর । যদি এবার না টিকি তাহলে তো আরো ছয় মাস পিছায় যাবো ! ব্লা ব্লা ব্লা
এই ধরনের মাইন্ডসেটকে বলে রেসাল্ট ফোকাসড মাইন্ডসেট যা আপনার প্রিপারেশনের ১২টা বাজায় দিতে যথেষ্ট !
কিভাবে জার্নিটাকে মজার বানানো যায় ?
২০০৪ সালে ভারতের সাথে দ্বিতীয় ওয়ানডে জেতার পর বাংলাদেশের তদকালীন কোচ ডেভ হোয়াটমোরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, সামনের ওয়নাডেটা জিতলেই তো ইন্ডিয়ার সাথে সিরিজ জিতে যাবে বাংলাদেশ । তো বাংলাদেশের গেম প্ল্যান কি ?
হোয়াটমোর বললেন, প্ল্যানটা খুব সিম্পল ! আমরা ভালো ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং করতে চাই ! এই ম্যাচে যে ভুলগুলো করেছি সে ভুলগুলো এভোয়েড করতে চাই ।
ভুলে যেতে চাই এই ম্যাচটা জিতলে কি হবে ? হেরে গেলেই বা কি হবে ? এগুলো ঠিকঠাক মত করতে পারলে যে রেসাল্ট আসবে তাতেই আমি খুশী ।
সো প্রথমেই ভুলে যান, কিছু ১ টার প্রস্তুতি আপনি নিচ্ছেন ! জাস্ট ম্যাথ, ইংলিশ, এনালিটিক্যাল, রাইটিং শিখতে ফোকাস করুন ।
দেখবেন বাই-প্রোডাক্ট হিসেবে প্রিপারেশন হয়ে গেছে ।
প্ল্যানিং যেভাবে করবোঃ
যেকোন কাজ শুরুর আগে রোডম্যাপ সম্পর্কে ক্লিয়ার হতে হয় । আপনি যদি নিজে নাই জানেন কাল কি ঘটতে যাচ্ছে তাহলে বারবার হোঁচট খাবেন ।
সো প্রিপারেশনের আগে নিজের স্ট্রেংথ আর উইকনেস খুব ভালোভাবে যাচাই করে নিন ।
যেভাবে এই সেলফ এভালিউশনটা করতে পারেনঃ
১। প্রথমেই সিদ্ধান্ত নিন আপনি কবে IBA-এর exam এ বসতে চাচ্ছেন।
২।এরপর চান্স পেতে ন্যূনতম কত মার্কস দরকার তা হিসেব করে দেখুন ।
৩।এখন আপনাকে বের করতে হবে বর্তমানে আপনার অবস্থান কোথায় ।
৪। এর জন্য বাসায় বসে আগের বছরের প্রশ্ন থেকে নিজে নিজে কমপক্ষে ৩টি টেস্ট দিন ।
৫। এরপর নিজে নিজে Correction করুন ।
৬। এরপর প্লান করুন।
ধরুন BBA/MBA তে আপনি Verbal Section এ 30%, Quantitative Section এ 50%, Analytical Ability এ পেলেন
25% ।
এখন ধরে নিলাম, তিন মাসের ভিতর আপনি exam এ বসতে চাচ্ছেন। তাই সময়টাকে আপনার শক্তি ও দুর্বলতার জায়গা অনুযায়ী ভাগ করে নিন ।
৯০ দিন Daily ৪ ঘণ্টা করে মোট ৩৬০ ঘণ্টা (আরো বেশি সময় দিতে পারলে আরো ভালো )।
যেহেতু আপনি Quantitative এ ভালো তাই এখানে দিন ৭০ ঘণ্টা, Verbal এ একটু weak তাই এখানে ৯০ ঘণ্টা, Analytical আরেকটু weak তাই এখানে ১০০ ঘণ্টা।
আপনার হাতে এখনও সময় থাকবে ১০০ ঘণ্টার মত । এ সময়ে বেশি বেশি করে revise করুন ।
পুরো preparation সময়টায় সবচেয়ে জরুরী বিষয় হল আপনি যে ভুল গুলো করছেন সেটি খুব ভালো করে ঠিক করে নেয়া যেন দ্বিতীয়বার same ভুল না হয়।
আর কনসেপ্টটা এমনভাবে develop করা যেন একটি ভুল থেকে আরো ৫টি ভুল আপনি ঠিক করে নিতে পারেন অর্থাৎ ভুলটা খুব ভালোভাবে বিশ্লেষণ করা।
IBA এর পরীক্ষায় আপনি Math, Verbal, Analytical কত ভালো পারেন সেটি মুখ্য না, আপনি ৯০ মিনিটে প্রতিটি সেকশনে কমপক্ষে ৬০% মার্কস পাচ্ছেন কিনা সেটি গুরুত্বপূর্ণ।
exam এ বসার আগে খুঁটিনাটি জিনিসগুলো জেনে নেয়াটাও খুব জরুরী। আপনি কষ্ট করে Preparation নিয়েও ছোট-খাট জিনিসের জন্য ধরা খেতে পারেন।
আশা করা যায় এই way তে আগালে নিজের অবস্থান সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা পাওয়ার পাশাপাশি খুব অল্প সময়ে একটি sound preparation নেয়া সম্ভব ইনশা-আল্লাহ ।
যে বইগুলো আপনি পড়তে পারেনঃ
1. Official GMAT review
2. CLiff’s Toefl
3. GRE Big Book
4. Barron’s SAT
5. BBA/MBA previous Questions
ইংরেজীর প্রস্তুতি
———-
নিঃসন্দেহে আইবিএ প্রস্তুতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইংলিশ । কারন, প্রথমতঃ ইংরেজী আমাদের মাতৃভাষা না । দ্বিতীয়ত, ছোটবেলা থেকে আমাদের ইংরেজী শেখার প্রসেসটাই ভুল ।
ইংরেজীতে ভালো করতে প্রথমেই আমাদের প্রচুর পরিমানে ইংরেজী শোনা দরকার। এরপর বলা দরকার, এরপর বেশী বেশী পড়া দরকার, এরপর লেখা দরকার । আমরা প্রথম ২টা করিনা বললেই চলে ।
ইংরেজীতে ভালো করতে আসলে অনেক বেশী বেশী অংরেজী শোনা এবং বলার কোন বিকল্প নেই ।
এবার আসি বইগুলো কিভাবে পড়তে হবে
আপনার গ্রামারের বেস ভালো থাকলে সরাসরি অফিসিয়াল জিম্যাট রিভিউতে চলে যান । সেখানকার Sentence Correction থেকে ১০০ টা প্রবলেম করে ফেলুন । এই Sentence Correction গুলো এডভান্সড লেভেলের । সো ভুল করলে মন খারাপ করার কিছু নেই ।
এই ১০০ টা Sentence Correction এর মধ্যে যদি আপনি ৭০% এর মত কারেক্ট করে ফেলতে পারেন তাহলে বুঝতে হবে আপনি আইবিএর ইংলিশ সেকশনের জন্য ৮০% প্রিপেয়ারড। আপনার জাস্ট হালকা ফাইন টিউনিং করা লাগবে ।
যদি এর ৭০% এর নিচে পান তাহলে কি করবেন ?
তাহলে Cliff’s Toefl দিয়ে শুরু করুন । এর প্রতিটি চ্যাপ্টার আর এক্সারসাইজগুলো ভালোভাবে শেষ করুন । এরপর Barron’s SAT থেকে Error Finding দেখতে পারেন । Error Finding এর আরেকটা ভালো সোর্স হচ্ছে, majortest.com.
CLiff’s Toefl আর Barron’s SAT এর পর Majortest থেকে গ্রামার দেখতে পারেন ।
আইবিএতে খুব আহামরি ভোকাবুলারি আসে না । তাই Word শেখার পেছনে অনেক সময় নষ্ট করতে যাওয়া বোকামি ।
এর চেয়ে বরং রিডিং হ্যাবিট বাড়ান, ইংরেজী আর্টিকেল, নিউজ পেপার বেশী বেশী করে পড়ুন এবং সেখান থেকেই আনকমন ওয়ার্ডগুলো বাছাই করে নিন ।
খুব বেশী দরকার হলে Barron’s GRE এর হাই ফ্রিকোয়েন্সী ওয়ার্ডগুলো দেখতে পারেন ।
রিডিং কমপ্রিহেনশন এর জন্য অফিসিয়াল জিম্যাট রিভিঊ এবং আইবিএর বিবিএ, এমবিএর আগের বছরের প্রশ্ন শলভ করাই যথেষ্ট ।
ইদানিং আইবিএতে ওয়ার্ড ইউসেজ নামে ১টা নতুন ধরনের প্রশ্ন আসে, যেখানে ১টা ওয়ার্ড দেয়া থাকে এবং এর একাধিক ফর্ম দেয়া থাকে ।
আপনাকে কারেক্ট ফর্ম অফ ইউসেজ বের করতে হবে । এই ধরনের প্রশ্ন ইন্ডিয়ার CAT এক্সামের ১টা পার্টের কিছুটা মডিফাইড ভার্সন ।
এই ধরনের প্রশ্ন শলভ করার জন্য ওয়ার্ডের ইউসেজ খুব ভালোভাবে শিখতে হয় । Parts of Speech এর উপর খুব ভালো দখল থাকতে হয় ।
ইংলিশের ফারদার প্র্যাকটিসের জন্য Indiabix, Magoosh এই সাইটগুলো দেখতে পারেন । এছড়াও অনেক মোবাইল অ্যাপস আছে ।
প্লে স্টরে একটু সময় নিয়ে ঘাঁটাঘাঁটি করলেও অনেক কিছু পেয়ে যাবেন ইনশা-আল্লাহ্ ।
ম্যাথসের প্রস্তুতিঃ
আইবিএর ম্যাথসের প্রশ্নের ধরনে গত কয়েক বছরে বেশ কিছু চেঞ্জ এসেছে । বিশেষ করে ম্যাথগুলো এখন একটু লেংথী আর ক্রিটিকাল হচ্ছে ।
তাই ম্যাথসে শুরু থেকেই একটু বেশী জোর দেয়া দরকার ।
প্রথমেই যেটা করতে পারেন সেটা হল, যে টপিকগুলো আইবিএতে ফ্রিকোয়েন্টলী আসে সে টপিকগুলো বাছাই করে ফেলুন ।
এবার দেখুন আপনি কয়টা টপিক ভালোভাবে পারেন । যেগুলো ভালো পারেন সেগুলোই আগে শুরু করুন ।
ম্যাথের বেসিক যদি মোটামুটি ভালো থাকে তাহলে অফিসিয়াল জিম্যাট রিভিউতে সরাসরি চলে যান ।
একটানে এখান থেকে ২৫০টা ম্যাথ করে ফেলুন । এরপর Barrons SAT টা ধরুন ।
ফারদার প্র্যাকটিসের জন্য অভিজিৎ গুহের Quantitative Aptitude এবং Princeton এর GRE 1014 Questions বইটা দেখতে পারেন ।
আসলে বাজারে রিসোর্সের অভাব নেই । দেখবেন অনেকেই অন্যান্য বইও রেফার করবে । তবে মাথায় রাখবেন যে, এসব বইগুলো কিন্তু প্রায় কাছাকাছি মানের ।
সো যেটাই করবেন খুব ভালোভাবে করবেন ।
আর যদি ম্যাথে দুর্বল থাকেন তাহলে, সবার আগে ক্লাস ৮,৯,১০ এর ইংলিশ ভার্সনের ম্যাথ বইগুলো থেকে ব্যাসিক ডেভোলাপ করে নিতে পারেন ।
যে টপিকগুলো বুঝতে সমস্যা মনে হবে সগুলো ইউটিউবে সার্চ করে নিবেন ।
অনলাইন রিসোর্সের মধ্যে Indiabix এবং Majortest খুব ভালো অপশন ।
এনালাইটিক্যাল এবিলিটিঃ
এনালিটিক্যাল পাজলের জন্য GRE Big book এখনও অপ্রতিদ্বন্দ্বী । তবে এর বড় সমস্যা হচ্ছে বিগ বুকে কোন প্রবলেমের এক্সপ্লেনেশন দেয়া নেই ।
সো এর জন্য ১টা চমৎকার রিসোর্স হচ্ছে 200 Puzzle নামের ১টা PDF ফাইল । এর মধ্যে বিগ বুকের সবগুলো প্রবলেমের শলভ দেয়া আছে ।
সাথে খুব চমৎকার ব্যাখ্যাও আছে । ফাইলটি আমাদের গ্রুপের ফাইল সেকশন থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন ।
আর ক্রিটিক্যাল রিসোনিং এর জন্য অফিসিয়াল জি ম্যাট রিভিউ দেখেতে পারেন ।
রাইটিং এর প্রস্তুতিঃ
রাইটিং এর জন্য আমাদের ইউটিউব চ্যনেলে অনেকগুলো ভিডিও দেয়া আছে । আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনেক কিছু জানতে পারবেন ।
চ্যানেলটি দেখুন এখান থেকে
শেষ কথাঃ
যারা আইবিএতে চান্স পাচ্ছে তাদের সাথে কথা বললে বা তাদের বিভিন্ন পোস্ট পড়লে দেখতে পাবেনঃ
১। তাদের রিডিং হ্যাবিট অনেক বেশী ছিল । তারা নিয়মিত ইংলিশ পড়ার চর্চা রাখতেন ।
২। ইংলিশে লেখালেখি করার অভ্যাস ছিল ।
৩। ইংলিশ শোনা এবং বলার অভ্যাস ছিল ।
শুভ কামনা সবার জন্য 🙂
————————————————————–
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । এবারের ৬২ ইনটেকে Capstone থেকে আইবিএতে ফাইনালী কোয়ালিফাই করেছে ৬১ জন।
৬১ ইনটেকে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।
এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৫০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
এই মুহুর্তে আমাদের DU EMBA Premium ব্যাচেও ভর্তি চলছে ।
এছাড়াও আইবিএর এক্সেকিউটিভ এক্সামকে সামনে রেখেও খোলা হয়েছে স্পেশাল কোর্স । যাদের স্বপ্ন আইবিএ থেকে এক্সেকিউটিভ এমবিএ করা কিন্তু বেশ কয়েক বছর ধরে লেখাপড়ার বাইরে আছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি বেশ কাজে আসবে ইনশা-আল্লাহ ।
বর্তমানে আমাদের যে ব্যাচগুলোতে ভর্তি চলছে…………
- আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
- ঢাবি ইভিনিং এমবিএ প্রিমিয়াম ব্যাচ
- এক্সেকিউটিভ এমবিএ ব্যাচ
কোর্সে সরাসরি রেজিস্ট্রেশন করতে এই ফর্মটি পূরণ করুন
Sweden মাস্টার্সের করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য Capstone Education একটি বিশেষ সেবা শুরু করছে ইনশা-আল্লাহ ।
ভার্সিটি ও সাবজেক্ট নির্ধারন, এপ্লিকেশন, স্কলারশীপ এপ্লিকেশন ও ভিসা প্রসেসিং সহ যাবতীয় সার্ভিসগুলো আমরাই দিব ইনশা-আল্লাহ ।
আমাদের এই সার্ভিসের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে ভিসা না হওয়া পর্যন্ত আপনাকে কোন সার্ভিস চার্জ দিতে হবে না ।
যারা সুইডেনে উচ্চ শিক্ষার জন্য আগ্রহী তারা এই ডক ফাইলটি ফিল-আপ করুন । আমাদের প্রতিনিধিদল আপনার সাথে যোগাযোগ করবে ইনশা-আল্লাহ
https://forms.gle/1kym54RqGer9wZqm6
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
গ্রুপগুলোতে জয়েন করে আপনি নিজে যেমন উপকৃত হতে পারেন । তেমনি আপনার প্রিয় বন্ধুদের গ্রুপগুলোতে এড করে তাদেরও অনেক উপকার করতে পারেন ।
IBA, DU EMBA, BIBM এর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
BCS-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরীর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
Recent Comments