IBA এর প্রিপারেশানের ব্যাপারে যে সমস্যাটা সবাই প্রথমে ফেইস করে তা হল অসংখ্য বইয়ের সাজেশান।
একচুয়ালি প্রিপারেশানে একেকজন একেক ধরনের স্ট্র্যাটেজি ফলো করে based on their basic command over all the sections.
বাট সবার প্রথমে যেটা প্রয়োজন তা হল, কোয়েশ্চান প্যাটার্ন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নেয়া। তাহলেই খুব সহজেই নিজস্ব একটা প্ল্যান সেট করা যায়।
IBA এর এডমিশান টেস্ট মূলত হল প্রোপার প্ল্যানিং আর সেই প্ল্যানকে প্রোপারলি এক্সিকিউট করার একটা টেস্ট।
যেসকল প্রশ্ন দেয়া হয় তা সীমিত সময়ে উত্তর দিয়ে কাট অফ রেঞ্জে পৌঁছানোটাই হল মেইন চ্যালেঞ্জ। এজন্য শুধুমাত্র কনসেপচুয়াল নলেজ যথেষ্ট নয়।
আপনি কত দ্রুত আপনার নলেজকে কোয়েশ্চানের সাথে রিলেট করতে পারছেন তা হল জরুরি।
এর জন্য দরকার প্রোপার রিসোর্স থেকে প্র্যাক্টিস করা। নিচে কিছু জেনারালাইজড রিসোর্স দেয়া হল।
মিনিমাম মেটেরিয়াল দিয়ে মোটামুটি ভালো প্রিপারেশানের কথা মাথায় রেখে এটা দেয়া হল।
English:
* Cliffs TOEFL, GMAT Club Grammar book.
For practice:
* GRE Big book (Sentence completion, Comprehension) * Official GMAT (Sentence Correction) * All previous year questions
Math:
* Mentors’ math q-bank * All previous year questions Analytical: * GRE Big Book (puzzles) Data Sufficiency: * Official GMAT Math
Analytical এর প্রশ্ন মোটামুটি প্রেডিক্টেবল। একই ধরনের প্রশ্নই আসে অলমোস্ট। তাই এটাতে ভালো করা সম্ভব যদি বুঝে বুঝে প্র্যাক্টিস করা হয়।
এনালাইটিক্যাল সেকশানটা বেশিরভাগ ক্ষেত্রেই big book থেকে কমন চলে আসে।
বাট কমন না আসলেও মোটামুটি ১৫দিন big book এর পাজল গুলো প্র্যাকটিস করলেই এই সেকশানে ৮০%+ মার্কস তোলা কোন সমস্যাই নয়।
English সেকশানটা একটু আনপ্রেডিক্টেবল। বেস্ট ওয়ে হল গ্রামাটিক্যাল কম্পিটেন্স বাড়ানো।
তাহলে sentence correction, error detection সলভ করা অনেক সহজ হয়।
বিগত কয়েকটা ইনটেকে ভোকাব বেসড কোয়েশ্চানগুলো কন্টেক্সচুয়াল দেয়া হচ্ছে। যাদের রিডিং হেবিট ভালো তাদের জন্য এগুলো খুবই সহজ।
English এর ওভারঅল পারফেকশানের জন্যও রিডিং হেবিট বাড়ানোটা মাস্ট।
এটা ছাড়া গ্রামাটিক্যাল স্টাডি যতই ভালো হোক সেটা ফিজিবল হবে না।
কারণ রিডিং হেবিট আপনাকে সাহায্য করবে গ্রামাটিক্যাল রুলস গুলোর এপ্লিকেশন বুঝতে আর প্রতিটা রুলস এর একটা মিরর ইমেজ ক্রিয়েট করতে।
আর এভাবে প্রস্তুতি নেয়ার আরো বড় সুবিধা হচ্ছে জবের জন্য ভিন্ন কিছু করার দরকার হয় না । এতেই প্রায় সবকিছু
হয়ে যায় ।
আমি বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনী হিসেবে আছি, সো অভিজ্ঞতা থেকেই বলছি ।
যাই হোক, আজকে এই পর্যন্তই ! নেক্সট টাইম আরো কিছু সাজেশন নিয়ে আসবো ইনশা-আল্লাহ !
Happy Preparing !
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৬১ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
কয়েকটা ব্যাচ ইতিমধ্যে ফিল-আপ হয়ে গেছে । যারা আগ্রহী তাদের দ্রুত ভর্তি কনফার্ম করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ।
কোর্সে রেজিস্ট্রেশনের লিংক
Sweden মাস্টার্সের করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য Capstone Education একটি বিশেষ সেবা শুরু করছে ইনশা-আল্লাহ ।
ভার্সিটি ও সাবজেক্ট নির্ধারন, এপ্লিকেশন, স্কলারশীপ এপ্লিকেশন ও ভিসা প্রসেসিং সহ যাবতীয় সার্ভিসগুলো আমরাই দিব ইনশা-আল্লাহ ।
আমাদের এই সার্ভিসের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে ভিসা না হওয়া পর্যন্ত আপনাকে কোন সার্ভিস চার্জ দিতে হবে না ।
সুইডেনে আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারী । তাই দ্রুত আবেদনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে ।
পান্থপথ ব্রাঞ্চে সেবা গ্রহন করতে আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
https://goo.gl/forms/R44t5cycMRvG8sLZ2
মৌচাক ব্রাঞ্চে সেবা গ্রহন করতে আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
https://goo.gl/forms/JH0zwXmBIda6VVKq1
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫। ‘
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
0 Comments
Leave a comment