বহুক্ষণ প্রতীক্ষার পর আমার ডাক পড়লো। বোর্ডে সিরিয়াল ছিল চতুর্থ। দরজা দিয়ে ঢুকতেই দেখি ৪ জন মানুষ চোখ নাক সব কুচকে আমাকে দেখছে।
বিয়ের ইন্টারভিউতেও এমনভাবে দেখে কিনা আমার জানা নাই। ততক্ষণে আমার আয়াতুল কুরসি পড়া শুরু হয়ে গেছে।
এ যাত্রা বেচে গেলে সদগায় কি দিব সেই চিন্তা করছি, সেই মুহূর্তে আদেশ এলো বসে পড়ার।
আমিও ভাল ছেলের মত সোজা হয়ে বসলাম। একজন স্যার দেখলাম পাশের সোফায় আধা শুয়ে আছেন। টেবিলের ওপাশে চেয়ারম্যান সহ ৩ জন।
মনে মনে আল্লাহকে ডাকছিলাম, কে জানে কি অপেক্ষা করছে! প্রথম তীর আসলো বোর্ড চেয়ারম্যানের কাছ থেকে।
– You wrote that you do MUN. what is it? (আমি তো মহাখুশি! পাইছি ভাল টপিক। এটা দিয়ে টাইম কাটাতে হবে)
– answered
– what is the difference between MUN and debate?
– bla bla blaa (answered) –
there was a MUN last month at Adamjee college. did you attend it?
– yes sir I did (সবগুলা দাত বের হয়ে গেছিল) –
who was the chief guest in the closing ceremony?
-এইবার পড়লাম মহাবিপদে। এক বুড়া লোক ছিল সাদা গোফ। নাম তো জানি না। গোফের বর্ণণাও দেয়া যাচ্ছে না।
আবার উওর না দিলে ‘শালা চাপাবাজ’ গালি খাওার চান্স আছে।
উপায় না পেয়ে বললাম উনি UGC এর চেয়ারম্যান। নাম মনে নাই (কথা সত্য)। –
so you are from mechanical engineering?
– yes sir (আবার ভয়ের শুরু। আমি একটা পচা ইঞ্জিনিয়ার) – দেখি কি এমন ইঞ্জিনিয়ার হয়েছো।
tell us how an aeroplane flies.
-answered –
are you sure that it has to fly towards the opposite direction of wind? why is that so?
– answered –
have you seen a golf ball?
– yes sir, I’ve –
ওটার এমন অদ্ভুত ডিজাইন কেন?
( প্রশ্নটা বুঝি নাই প্রথমে। বললাম জানি না স্যার। স্যার বললেন এটা ইজি। চিন্তা কর, পারবা) – পারছি না স্যার ।
এবার শুয়ে থাকা স্যার প্রথম প্রশ্ন করলেন- -being an engineer, why do you intend to pursuit MBA?
– answered (উত্তর আগে থেকেই সাজানো ছিল)
– so you have come here to learn how to sell?
(as I told about one of my unsuccessful ventures)
– mostly yes sir! –
But I suggest you to work in a company for at least 5 years to learn first. –
Sir, I will take your suggestion into consideration.
Ok, you may go now. your result will be published on… (I forgot the date)
thank you sir বলে উঠে এসে দরজা দিয়ে বের হওয়ার সময় একটা গাধামি করে ফেলসিলাম।
হঠাত গলফ বলের সাইজের প্রশ্নটার উত্তর মাথায় চলে আসে
। জাস্ট ঘুরে দাঁড়িয়ে বলে ফেলি- – sir, the shape of a golf ball is like this for having some drag while rolls on the ground. –
You just get out (এক্সপ্রেশন বুঝি নাই। রাগ করেন নাই মনে হল) –
Thank you sir!
I was satisfied with my interview. Got selected in 56D and currently serving BRTA as Assistant Director.
————————————————————–
Capstone Education টানা ৭ ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । শুধুমাত্র ডিসেম্বর ২০১৯ এক্সামে Capstone থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৬২ জনের মত ।
শিক্ষার্থীদের সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য আমরা শুরু থেকে দিয়ে আসছি লাইফ-টাইম স্টুডেন্টশীপ । অর্থাৎ, আপনি একবার ভর্তি হয়ে যতবার ইচ্ছা কোর্সটি ফ্রি রিপিট করতে পারবেন ।
এছাড়া ব্যাসিককে শক্তিশালী করার জন্য আমরা ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস দিয়ে থাকি, ফলে আইবিএর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, জব ও অন্যান্য এক্সামের প্রস্তুতিও হয়ে যাবে ।
ক্লাসের বাইরে সমস্যা সমাধানের জন্য আইবিএর একজন ভাইয়া সার্বক্ষনিকভাবে অফিসে থাকেন ।
এছাড়াও রয়েছে ফ্রি কোর্স বুক ।
এই মুহুর্তে Capstone বিভিন্ন অনলাইন কোর্সে ৫৫% পর্যন্ত ছাড় চলছে ।
এই মুহুর্তে ভর্তি চলছে
এর বাইরেও ফ্রি, টিপস এবং সাজেশনের জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন ।
https://www.facebook.com/groups/685465674956004/
বিভিন্ন লেসন ও টিপসের ফ্রি ভিডিও দেখতে আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন
যেকোন প্রয়োজনে কল করুন 01972-277866
ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করুন এখান থেকে
0 Comments
Leave a comment