যারা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কিংবা অনার্সে কোন সাইন্সের সাবজেক্টে পড়েছেন, ম্যাথ টিউশন করাতে করাতে একদম পেকে গেছেন, ৫/৬ সেকেন্ডে ম্যাথ সলভ করে ফেলেন, ২০ মিনিটে মোটামুটি ৩০ টার মত যেকোন ধরনের ম্যাথ সলভ্ করে ফেলেন, কিন্তু যত ঝামেলা শুরু হয় ইংরেজিতে গিয়ে- তাদের জন্য আমার আজকের এই পোস্ট।
উল্লেখ্য, পুরো পোস্টটি আমার নিজের অভিজ্ঞতার আলোকে লেখা। অনেকে তাদের মত করে অন্য কোন স্ট্রাটেজি এপ্লাই করেও হয়তো চান্স পেয়েছেন, তবে আমি আমারটাই লিখলাম।
ইংরেজির জন্য প্রিপারেশনের শুরুতেই আমাদের বুঝতে হবে, আমাদের সমস্যাগুলো আসলে কোথায়।
The first attempt to solve any problem is to admit there is a problem. তাই সমস্যা খুঁজে বের করা মানেই সমাধান অর্ধেক করে ফেলা। এজন্যে আইবিএ প্রিপারেশনের শুরুতে আমরা কি কি প্রব্লেম ফেস করি সেগুলো নিয়ে আলোচনা করা যাকঃ
১. ইংরেজি দেখলেই গায়ে এলার্জি ধরে যায়। ফেসবুক কিংবা যেকোন ওয়েবসাইটে বড় কোন ইংরেজি আর্টিকেল দেখলেই আর পড়া হয় না।
২. সাহস করে পড়তে বসলেও প্রথম ২/৩ লাইনে এতগুলো অজানা ওয়ার্ড চলে আসে যে সামান্য যে আগ্রহটা এসেছিলো, সেটাও চলে যায়।
৩. ওয়ার্ড মিনিং কোনভাবে জানা সম্ভব হলেও কোন ২/৩ লাইনের সেনটেন্সের ৩য় লাইনে এসে ১ম লাইনে কি লেখা ছিলো, ভুলে যাই। সোজা বাংলায়, খেই হারিয়ে ফেলি।
মজার ব্যাপার হলো, এই তিনটা সমস্যা যে আপনি শুধু ইংরাজিতেই ফেস করবেন ব্যাপারটা তেমন না। আপনি ম্যাথে কিংবা এনালিটিকালে যতই ভাল হন ইংলিশ রিডিং হ্যাবিট না থাকলে আপনি প্রশ্ন ধরতেই পারবেন।
তাই আইবিএ প্রিপারেশনের তিনটা সেকশনের জন্যেই আপনার উপর্যুক্ত ৩টি দূর্বলতা অবশ্যই দূর করতে হবে। আর এক একমাত্র সমাধানঃ
Reading
Reading
Reading &
Reading
অর্থাৎ আইবিএতে চান্স পেতে চাইলে রিডিংয়ের কোন বিকল্প নাই। রিডিনংয়ের জন্য সবচেয়ে এভেইলেবল এবং পপুলার মাধ্যম The Daily Star।
এর পাশাপাশি, The Guardian, The New York Times, The Economist এগুলো দেখতে পারেন, সাথে কিছু বিখ্যাত রাইটারদের ফিকশন (নীলক্ষেতে প্রচুর বই পাবেন)।
এখন পরীক্ষায় সাধারণত কি ধরনের প্রশ্ন আসে, সেদিকে আলোকপাত করা যাকঃ
*** Sentence Completion (fill in the blanks)
*** Error Detection
*** Sentence Correction
** Synonyms/Antonyms (Not in like traditional competitive exams. Follow IBA BBA/MBA Q Bank)
*** Right use of word in a sentence
*** Reading Comprehension
* Analogy
* Group Words
* Phrase & Idioms
এবার আসি কিছু বেসিক বই, আইবিএ প্রিপারেশনের জন্য যে বইগুলো মোটামুটি হট কেক।
১. IBA BBA MBA Q Bank: বিগত বছরের প্রশ্নের ধরন এবং আপনি নিজে কোন লেভেলে আছেন, শুরুতেই সে সম্পর্কে ধারনা নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। Randomly দুইটা প্রশ্ন ধরে solve করুন। যত খারাপই করুন, ভেঙে পড়বেন না। না পারটাই স্বাভাবিক। বরং নিজের দূর্বলতা খুঁজে বের করুন।
২. Cliff’s/Barron’s TOEFL: গ্রামারের জন্য মোটামুটি বাইবেল বলা চলে এবং বইটা এতটাই সুন্দর করে লেখা যে, বইটা নিজেই আপনার Teacher. আপনি খুব সহজেই বুঝতে পারবেন। সাথে ৬ টা প্র্যাকটিস টেস্ট আর ৫/৬ টা মিনি টেস্ট অবশ্যই সলভ্ করবেন।
৩. Wordsmart 1&2: বিগত কয়েক বছরে GRE, GMAT, TOEFL সহ যেকোন ধরনের কম্পেটিটিভ এক্সামে ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন বেশি আসতেছে। IBA-ও এর বাইরে নয়। সবশেষ 62 Intake এ 20 questions out of 30 পুরোটাই ভোকাবস্ রিলেটেড ছিলো। তাই ভোকাবসের জন্য ভাল একটা প্রিপারেশন খুবই জরুরি। কন্টেক্সট অনুযায়ী ওয়ার্ড মিনিং বুঝার জন্য এই বইটা বেস্ট।
৪. Barron’s SAT (23rd Edition): ইংলিশ প্রিপারেশনের জন্য আমাদের পছন্দের সবচেয়ে সেরা বই এইটা। কি নাই এই বইতে? ১০০ টা Sentence Completion, Sentence Correction, Error Finding, Crucial Grammars, Vocabs with Suffix-Root-Prefix, Hit Parade Words আরো কত কি (যারা ইংলিশ নিয়ে কনফিডেন্ট, আপনারা এই বইটা সবার আগে শেষ করবেন)।
৫. Official GMAT Review (14th Edition): বেসিকালি এই বইটা ম্যাথের জন্যে হলেও, ইংলিশ পার্টে কিছু স্টান্ডার্ড ২০০+ Sentence Correction আছে। সাথে সুবিধামত কিছু Reading Comprehension-ও করে নিতে পারেন।
৬. Barron’s GRE: ৫ সেটে ২০ টা করে মোট ১০০ টা Sentence Completion (Fill in the blanks) আছে। কন্টেক্সট বুঝে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়ুন। দেখবেন অলরেডি ৩০০+ ওয়ার্ড আয়ত্তে চলে আসছে।
৭. GRE Big Book: সবাই Analytical Part এ Puzzle এর জন্য এই বইটাকে সাজেস্ট করলেও এর Sentence Completion গুলোও বেশ স্টান্ডার্ড।
৮. Mentors’ English Q Bank: উপরে যা যা পড়লেন, সবকিছুর জন্য পারফেক্ট একটা প্রাক্টিস বুক। ওয়ার্ড নিয়ে মোটামুটি ৪০০+ প্রশ্ন আছে, বিশাল একটা পার্ট গ্রামার আছে, ২০/২২ টা Reading Comprehension আছে।
উপরের সবকিছু পড়া হয়ে গেলে ঐগুলো রিভিশন দেয়াসহ অনলাইন থেকে এবার এডভান্স লেভেলের কিছু প্রিপারেশন নিতে হবে। যেমনঃ
http://www.majortests.com/gmat/sentence_correction.php
http://www.majortests.com/sat/grammar.php
এই দুইটা লিংকে যত ধরনের ইংলিশ টেস্ট আছে, অবশ্যই সলভ করবেন। এছাড়া Correctly use of words এর জন্য নিচের লিংকটিও দেখতে পারেনঃ
https://affairscloud.com/english-questions/word-usage/
সবকথার শেষকথা, প্র্যাকটিসের উপর কিছু নাই। ভোকাবস্ কিংবা গ্রামার, সময় নিয়ে করেন আর ভুল গুলো মনে রাখেন।
আর খেয়াল রাখেন, একই ভুল দ্বিতীয়বার যেন না হয়। বেস্ট অব লাক! ?
————————————————————–
Capstone Education টানা আট ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । এবারের ৬৪ ইনটেকে Capstone থেকে আইবিএতে ফাইনালী কোয়ালিফাই করেছে ৫৬ জন।
৬৩ ইনটেকে কোয়ালিফাই করেছে ৬৩ জন।
২০১৯-২০-৩ আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ৯০ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।
এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৫০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
এই মুহুর্তে আমাদের DU EMBA Premium ব্যাচেও ভর্তি চলছে ।
এছাড়াও আইবিএর এক্সেকিউটিভ এক্সামকে সামনে রেখেও খোলা হয়েছে স্পেশাল কোর্স । যাদের স্বপ্ন আইবিএ থেকে এক্সেকিউটিভ এমবিএ করা কিন্তু বেশ কয়েক বছর ধরে লেখাপড়ার বাইরে আছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি বেশ কাজে আসবে ইনশা-আল্লাহ ।
বর্তমানে আমাদের যে ব্যাচগুলোতে ভর্তি চলছে…………
- আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
- আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ব্যাচ
- জব প্রিমিয়াম ব্যাচ
- এক্সেকিউটিভ এমবিএ ব্যাচ
আসন্ন ইদ-উল-ফিতরকে সামনে রেখে Capstone তাঁর শুভাকাঙ্ক্ষীদের দিচ্ছে ঈদ উপহার । আগামী ১৫-২৭ এপ্রিল পর্যন্ত আমাদের বিভিন্ন অফলাইন কোর্সে থাকছে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় ।
ঈদের পর আমাদের যে ব্যাচগুলোর জন্য এই ডিসকাউন্ট অফার থাকছেঃ
👉 আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ব্যাচ ( ফ্ল্যাট ৩,০০০ টাকা ছাড়)
👉 আইবিএ এমবিএ স্পেশাল রেগুলার ব্যাচ ( ফ্ল্যাট ১,৫০০ টাকা ছাড়)
যে দুইটি টাইমিং-এ এই এই কোর্সের জন্য এখন ভর্তি চলছেঃ
➡️ শুক্র, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা
➡️ রবি, মঙ্গল, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৬টা
👉জব প্রিমিয়াম কোর্স ( ফ্ল্যাট ২,০০০ টাকা ছাড়)
➡️রবি, মঙ্গল, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৬টা
👉IELTS প্রিমিয়াম কোর্স ( ফ্ল্যাট ২,০০০ টাকা ছাড়)
➡️রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ৮:৩০
পান্থপথ, মৌচাক, মিরপুর, চিটাগাং এই সবগুলো ব্রাঞ্চের অফলাইন ব্যাচে এই ডিসকাউন্ট চলবে । উপরোক্ত ব্যাচগুলোর ক্লাস মে মাসের ২য় সপ্তাহের পর থেকে পর্যায়ক্রমে শুরু হবে ।
ঈদ পরবর্তী ব্যাচে অনেকেই ভর্তি হবেন বলে নাম লিখিয়ে রেখেছিলেন । এদিকে আবার ইভিনিং এমবিএসহ বিভিন্ন জব এক্সামের সার্কুলারও সামনে আসবে । জুনেও আইবিএর ইনটকে হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে । সো ঈদ পরবর্তী ব্যাচের অনেক কল আসছে । তাই তাই দ্রুত আপনার আসন কনফার্ম করে ফেলুন ।
বর্তমানে আমাদের অনলাইন এবং ফিজিক্যাল যে কোর্সগুলোতে ভর্তি চলছে…………
➡️জব প্রিমিয়াম ব্যাচ ( দুদক, এনএসআই, বাংলাদেশ ব্যাংক, শিক্ষক নিবন্ধনসহ সকল জব এক্সামের প্রস্তুতি)
➡️আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (IBA DU, BUP, JU IBA, BIBM, DU EMBA যাদের লক্ষ্য)
➡️আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ব্যাচ (IBA DU, দুদক, এনএসআই, বাংলাদেশ ব্যাংকসহ সকল জব এক্সামের প্রস্তুতি)
➡️আইবিএ বিবিএ স্পেশাল ব্যাচ
➡️IELTS প্রিমিয়াম ব্যাচ
আমরা কোর্সগুলোতে লাইফটাইম স্টুডেন্টশীপ দিচ্ছি । ফলে একজন শিক্ষার্থী চাইলেই কোর্সটি পুনরায় কোন পেমেন্ট ছাড়াই রিপিট করতে পারবেন । থাকছে 1 to 1 কেয়ার ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস ছাড়াও আরো অনেক সুবিধা ।
আমাদের বিভিন্ন কোর্সে সরাসরি এনরোলমেন্টের লিংক
✔️আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
https://tinyurl.com/4wn2u43f
✔️আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)
https://tinyurl.com/53eezy48
✔️জব প্রিমিয়াম (অফলাইন)
https://tinyurl.com/2s486cc6
✔️IELTS প্রিমিয়াম ব্যাচ (অফলাইন)
https://tinyurl.com/2j8e256v
✔️আইবিএ বিবিএ স্পেসাল রেগুলার ব্যাচ (অফলাইন)
https://tinyurl.com/58a8cb29
✔️আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
https://tinyurl.com/4kmhefsz
✔️আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/495f575m
✔️জব প্রিমিয়াম (অনলাইন)
https://tinyurl.com/2p8s5uwm
✔️IELTS প্রিমিয়াম ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/h66jhe5w
✔️এক্সক্লুসিভ ইংলিশ স্পোকেন কোর্স (অনলাইন)
https://tinyurl.com/3hhjxpb2
✔️আইবিএ বিবিএ রেগুলার ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/2ebm3syx
✔️আইবিএ বিবিএ ক্রাশ ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/m4v5rv8b
✔️এক্সিকিউটিভ এমবিএ অফ আইবিএ ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/y22jknwj
✔️আইবিএ বিবিএ স্পেসাল রেগুলার ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/2p8ub827
আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ 01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ 01999- 017 011
ঠিকানাঃ ৭২ মৌচাক, ৪র্থ তলা (এসআইবিএল ব্যাংকের বিল্ডিং), ফরচুন শপিং মলের বিপরীত পাশে, ঢাকা।
মিরপুর ব্রাঞ্চঃ 01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা।
চিটাগাং ব্রাঞ্চঃ 01970- 985 420
ঠিকানাঃ ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং
0 Comments
Leave a comment