তুমি একজন ইঞ্জিনিয়ার। তুমি কেন MBA প্রিপারেশন নিচ্ছ!! গত কয় মাসে আমাকে এই কোশ্চেন টা সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে।
Even IBA viva তেও এই কোশ্চেনটা আপনি কমবেশি ফেস করবেনই যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন।। ভাইভার গল্প নাহয় আরেকদিন হবে।
3idiots movie টা দেখার পরে সব ইঞ্জিনিয়ার দের মধ্যেই একটা প্রবণতা কাজ করে যে ইঞ্জিনিয়ারদের জন্য MBA করা মেবি Insulting.
But একটা কথা তীতা হইলেও সত্য engineering+mba এর মত ডেডলি কম্বো আর হয়না। অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই সত্য ।
কারণ আপনাদের কাছে আছে strong technical স্কিল এবং কোম্পানি চালানোর মত managerial skill.
So if you are an mba graduate from engineering background you are undoubtedly a best value for money product for a company. And if you are aspiring for an mba so why not the best business school in Bangladesh??
আমার প্রিপারেশনের কিছু পয়েন্ট তুলে ধরলাম আপনাদের জন্য। আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হননা কেন আশা করি হেল্প হবে অনেকঃ
English:
Grammar: প্রাক্টিসের উপর কোন ওষুধ নাই এখানে।
১. Cliffs TOEFL- ৬টা মডেল টেস্ট সবগুলা মিনি টেস্ট এবং পুরো বই টা এটলিস্ট ৫-৭বার রিভাইস দিলে আশা করি আর কোন প্রবলেম থাকার কথা না গ্রামারে Error Detection** গুলার জন্য এইটাই এনাফ।
২. Official Gmat- Sentence Correction**, চাইলে RC ও practise করতে পারেন এখান থেকে।
৩. Barrons SAT- Sentence Completion**, Error Detection*, sentence correction
Recent year গুলাতে Idioms and phrases, Homonyms এই জিনিসগুলা থেকে ফ্রিকুয়েন্টলি ৩-৪টা কোশ্চেন চলে আসতেছে।। Idioms এর জন্য Chowdhury&Hossain এর বইটা এবং Homonyms এর জন্য নিচের লিংক ফলো করলেই এনাফঃ
https://www.vocabulary.com/lists/18128
লাস্ট বাট নট লিস্ট ভোকাবঃ
এইটা একটা সাধনা ভাই আপনি ১০০০ ওয়ার্ড পড়লেন পরীক্ষায় আসবে দেখবনে ১০০১ নাম্বারটা।৷ সো আপনি কখনই শিউর না যে ১০০% কমন পাবেন তবে কিছু কমন প্রিপারেশন আছে যেগুলা দিয়ে ৭০-৮০% কমন পাওয়া যায়।।
1. Barron’s HF 333
2.Word Smart(1) সময় থাকলে(2)
3.majortest.com থেকে ওয়ার্ড লিস্ট ডাউনলোড করে ডেইলি ১০টা করে ওয়ার্ড নাস্তা করার সময় দেখে নিতে পারেন। আর প্রতিদিন আগের ওয়ার্ড গুলা রিভাইস করবেন অবশ্যই।
তবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনার একটা নোট খাতা থাকা mandatory যেখানে আপনার Word, synonym -antonym of that word, some sentences with that word and mnemonic(এইটা আমার পার্সোনাল চয়েস আপনার এমনেই যদি ওয়ার্ড মনে থাকে তাইলে দরকার নাই) এইসব থাকবে।।
আর প্রচুর মুভি, সিরিজ দেখবেন সুযোগ পেলেই।। NY times, Gurdian, Daily Star এইসব থেকে article পড়তে পারেন যাস্ট context বুঝা আর আর ফ্লুয়েন্সি আসার জন্য।।
Math:
যারা engineering or science background তাদের এই math এ তেমন কোন প্রবলেমই হবেনা। profit-loss, average, distance-velocity, mixture এই কন্সেপ্ট গুলা class 9-10 এর সো নতুন কিছুই নাই জাস্ট এপ্লিকেশন গুলা চেঞ্জ।।
বাট আপনি যদি নন-সাইন্স ব্যাকগ্রাউন্ড হন তাইলে নিচের প্রসেস ফলো করতে পারেন-
1. Saifur’s Math- এইটার সবগুলা ম্যাথ আগে হাতে হাতে করুন হ্যা অনেক আটকায় যাবেন পারবেননা সময় লাগবে অনেক।। তো কি হইছে?? আপনি না করলেও দেখেন আপনার বন্ধুটি ঠিকই শেষ করে ফেলতেছে সো থামা যাবেনা।।
2. Quantitive Aptitude(RS Agarwal)- আমি ধরে নিচ্ছি আপনার saifurs math শেষ এখন এই বইটি দেখুন প্রচুর ম্যাথ কমন পাবেন সাইফুরস এর সাথে ওগুলো মুখে মুখে করার চেষ্টা করুন।।আর যেগুলা আনকমন ওগুলা ভালোমত প্র্যাক্টিস করুন।
৩. Gmat Club এইটা একটা ম্যাথের ভান্ডার আগের দুইটা বই শেষ হয়ে থাকলে টাইমার অন করে এখানকার প্রবলেম সলভ করতে পারেন।। যদিও অনেক ম্যাথ পারবেন না।। সমস্যা নাই প্র্যাক্টিস তো হচ্ছে।।
আর সলভ গুলা নিচেই দেয়া থাকে। লাস্ট বাট নট লিস্ট Lofoya.com ভাই এই ওয়েবসাইট টা একটা জিনিস নিজে ঘুরে আসুন একবার তাইলেই বুঝবেন।।
Critical reasoning এর জন্য আগের বছরের কোশ্চেন আর Official gmat review more than enough.
Analytical:
এইটার জন্য আমি যেইটা পড়েছিলাম তা হইল saifurs এর analytical puzzle আর Capstone এর গ্রুপে একটা 2০০ puzzle এর লিস্ট দেয়ে আছে ওখান থেকে কিছু প্র্যাক্টিস করছিলাম।।
অনেকেই GRE Big Book থেকে সলভ করে।। আপনার চয়েস বাট একটা জিনিস শিউর থাকবেন কেউ ম্যাথে স্ট্রং হয় কেউ ইংলিশ এ বাট anlaytical টাই সবার মধ্যে পার্থক্য করে দেয়।। সো টাইম ধরে সলভ করার প্র্যাক্টিস করুন।।
Written:
এই জিনিস টা কেউই সিরিয়াসলি নেয়না শুরুতে বাট ট্রাস্ট মি এই একটা জিনিসই ৫-১০ নাম্বারের ডিফারেন্স ক্রিয়েট করতে পারে।।
62 তে ৩০মার্ক্সের রিটেন দিছে!! তারমানে অব্জেক্টিভে আপ্নার বন্ধু আর আপনি সেইম নাম্বার পেলেও রিটেন খারাপ হওয়ার জন্য সে চান্স পাবে আপনি পাবেননা।। সো কি করবেন??
১. Editorial, Cricinfo র sports commentary যা ভাল্লাগে পরুন আর summary লেখার ট্রাই করুন।।
২.প্রচুর মুভি সিরিজ দেখুন অইখান থেকে সুন্দর ভাবে একটা জিনিস উপস্থাপন করা শিখুন আর ফুটবলের কমেন্ট্রি গুলা মনোযোগ দিয়া শুনুন।।
আমি আমার পরীক্ষায় একটা প্যারাগ্রাফের টাইটেল এবং কিছু অংশ লিখছি “Barca-Roma” UCL 2nd leg match r commentary থেকে সো ইউ নেভার নো কোনটা কাজে লেগে যাবে।।
কখনই preconceived কোন Idea নিয়া যাবেননা।। IBA will always give you surprises.
কিছু Important website:
1. examveda.com(grammar practise**)
2.majortest.com(grammar+vocab list)
3.lofoya.com(math+sentence completion)
4.Gmat club
কোচিং করবেন কিনা??
আপনার যদি মনে হয় আপনি অনেক কনফিডেন্ট গ্রাজুয়েশনের পরের সময়টায় নিজেকে ট্র্যাকে রেখে ৬ মাস থেকে এক দেড় বছর কন্টিনিউ প্রিপারেশন নিতে পারবেন তাইলে আপনার কোচিং না করলেও চলবে৷
আর যদি মনে করেন যে আপনি ট্র্যাক থেকে দূরে সরে যাচ্ছেন তাইলে কোচিং এ ভর্তি হন।। আমার গ্রাজুয়েশন শেষ হয়েছিল এপ্রিলে। ভেবেছিলাম জুন ইনটেকে একটা চান্স নিব।। Then june intake cancel হয়ে গেল এবং মাঝে বিশাল একটা গ্যাপ।
তাই আমি Capstone এ ভর্তি হয়েছিলাম কোশ্চেন প্যাটার্ন এবং প্রিপারেশন সম্পর্কে ভাল ভাবে জানার জন্য।।
এইখানে ভাইদের গাইডলাইন, নিজের strong zone, weak zone detect করা এবং শীট গুলা আমাকে অনেক হেল্প করেছে।
বিশেষ করে, আরো ৩০-৩৫ জন শিক্ষার্থীর মাঝে থেকে নিজেকে জাজ করা, প্রস্তুতির ভুল-ত্রুটিগুলো বাসায় বসে একে একা করাটা যথেষ্ট কঠিন ছিল । কোচিং এদিক দিয়ে আমাকে অনেক হেল্প করেছে ।
লাস্ট বাট নট লিস্ট কোচিং করবেন কিনা আপনার চয়েস । ব্যাসিক খুব ভালো হলে কোচিং না করলেও হবে । তবে মডেল টেস্ট গুলা অবশ্যই দিবেন।।
তাইলে নিজের প্রিপারেশন, কম্পিটিটর দের মধ্যে নিজের পজিশন এবং lacking গুলা ভাল বুঝতে পারবেন।।
Capstone এর ১০টা মক টেস্ট এবং সলভ ক্লাসগুলা এইখান আমাকে অনেক হেল্প করেছে।।
সবার জন্য অনেক অনেক শুভ কামনা ইনশাআল্লাহ দেখা হবে IBA তে।।
and remember one thing:
“Nothing works until you do”
————————————————————–
Capstone Education টানা সাত ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । এবারের ৬৩ ইনটেকে Capstone থেকে আইবিএতে ফাইনালী কোয়ালিফাই করেছে ৬২ জন।
৬২ এবং ৬১ ইনটেকে কোয়ালিফাই করেছে ১০৫ জনের মত ।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।
এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৫০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
এছাড়া সরকারী ও বেসরকারী বিভিন্ন চাকরী, এনএসআই, দুদক, বাংলাদেশ ব্যাংকের এডি এক্সাম,ও বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা এবং আইবিএর এমবিএর ভর্তি প্রস্তুতিকে একত্রে করে Capstone শুরু করেছে একটি ইউনিক কোর্স, আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ।
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
0 Comments
Leave a comment