আইবিএ-সহ পরীক্ষাতেই রাইটিং সেকশন থাকে এবং এতে আলাদাভাবে পাশ করা লাগে । কিন্তু এই সেকশনটি অনেকের জন্যই মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায় ।
অথচ সামান্য কিছু জিনিস খেয়াল রাখলে রাইটিং-এ অনেক ভালো করা সম্ভব ।
রাইটিং মান বাড়ানোর জন্য যে স্টেপগুলো অনুসরণ করবেন
১। প্রশ্নের ইন্সট্রাকশন ভালোভাবে পড়ে তারপর লেখা
আপনাকে বলা হল Essay লিখতে । আপনি এক প্যারায় পুরোটা লিখে বসে থাকলেন । এক্সামিনার হয়ত আপনার লেখায় আর পড়বে না । কারণ Essay মানেই একাধিক প্যারায় লিখতে হবে ।
আবার প্যারাগ্রাফ লিখতে বলল । আর আপনি ৩-৪ টা প্যারা করে লিখলেন । এখানে অনেক মার্কস হারাবেন । প্যারাগ্রাফ এক প্যারায় লিখতে হয় । সো রাইটিং ইন্সট্রাকশন ভালোভাবে পড়ে উত্তর দিবেন ।
২। স্পেলিং মিস্টেক এভোয়েড করা
রিটেনে কয়েকটা ফাটাল মিস্টেক দেখা যায়ঃ একটা হচ্ছে কঠিন ভোকাব ব্যাবহার করতে গিয়ে স্পেলিং মিস্টেক করা এবং কমপ্লেক্স আর কমপাউন্ড Sentence এ লিখে লেখার মান বাড়াতে যেয়ে গ্রামটিক্যাল ভুল করা ।
সো কোন ভোকাবের ব্যাপারে শিউর না থাকলে সেটি বাদ দিয়ে সিম্পল ভোকাবে লেখুন । তারপরও ভুল বানানে লেখা যাবে না ।
৩। রাইটিং ভালো ফিনিশিং দেয়া অর্থাৎ, অসম্পূর্ণ না রাখা
একটা essay বা Paragraph এর তিনটি পার্ট থাকে Introduction, Main Body, Conclusion। আমার অভিজ্ঞতা বলে, সবাই Intro আর body তে জোর দেয়, last এ দেখা যায় Conclusion ঠিকমত শেষই করতে পারে না।
ভাল মার্কস পেতে চাইলে তিনটি সেকশনে সমান গুরুত্ব দিয়ে লিখতে হবে। কারন আপনার মার্কস depend লেখাটার completeness এর উপর, main body এর উপর না।
৪। প্রোপার টাইম ম্যানেজমেন্ট
আগে থেকে time management করে নিন। intro, body, conclusion এর জন্য কতটুকু করে টাইম নিবেন তা আগে থেকে ঠিক করে নিন।
IBA MBA তে কমপক্ষে ২টা writing থাকে। তাই নাম্বার অনুযায়ী ২টি writing আলাদাভাবে সময় ভাগ করে নিন। যেমন ১৫ মার্কের ১টা Essay এর জন্য ১৭-১৮ মিনিট । ১০ মার্কের ১টা প্যারাগ্রাফের জন্য ১০-১২ মিনিট ।
৫। অবশ্যই রিভাইস করুন
লেখা শেষে অবশ্যই অবশ্যই revise করবেন । spelling mistake, grammar এর ভুলগুলো চেক করবেন। রিভাইস করে ভুলগুলো বের করতে পারলে আপনার মার্কস কম করে হলেও ২-৩ মার্ক বেড়ে যেতে পারে ।
৬। কমন গ্রামাটিক্যাল ভুলগুলো ঠিক করে নিন
সাধারণত কিছু কমন গ্রামার মিস্টেক সবাই করে থাকেন । যেমনঃ S-V agreement, Modifiers, Tense, Reference error. এগুলো Cliff’s Tofel ভালোভাবে বুঝে নিজের কনসেপ্ট ক্লিয়ার করে নিবেন ।
৭। বড় বড় সেন্টেন্স এভোয়েড করে ছোট ছোট সেন্টেন্স লিখুন
আপনি রাইটিং ফ্লূয়েন্ট না হলে অবশ্যই জটিল সেন্টেন্স বা লম্বা সেন্টেন্সে লিখা এভোয়েড করুন । খুব বেশী জটিল সেন্টেন্সে লিখতে যাওয়ার দরকার নেই ।
আপনি সিম্পল ভাষায় পুরো ব্যাপারটি ভালোভাবে উপস্থাপন করতে পারলেও ৮০% মার্কস পেয়ে যাবেন ইনশাআল্লাহ্ । তাই কঠিন সেন্টেসে লিখতে যেয়ে ভুল করার চেয়ে সিম্পল ভাষায় উপস্থাপন করা উত্তম ।
৮। একই ধরণের সেন্টেন্স বার বার লিখবেন না
বারবার একই প্যাটার্নের সেন্টেস লিখা এভোয়েড করুন । যেমন: Usman will probably win the championship. He has trained hard.
এটাকে সিম্পল ভাষায় অনেকভাবে লেখা যায় ।
- Usman will probably win the championship because he has trained hard.
- As Usman has trained hard, he will probably win the championship.
- Since Usman has trained hard, he will probably win the championship.
আবার Adjective Clause দিয়েও এই সেন্টেসকে লেখা যায়
Usman, who has trained hard, will probably win the championship.
৯। বার বার একই শব্দ ব্যাবহার করা বাদ দিন ।
এক জায়গায় ব্যাবহার করলেন Wonderful । পরে Wonderful ব্যাবহার না করে fabulous বা exquisite ব্যাবহার করুন ।
১০। লেখায় ভিন্নতা আনতে Transitional Word ব্যাবহার করুন
Not Only ..but also, However, long story short, as an illustration এগুলোকে বলা হয় Transitional Word । এই ধরণের শব্দগুলোর প্রপার এপ্লিকেশন শিখুন । এই শব্দগুলোর ব্যাবহার আপনার লেখায় ভিন্নমাতার যোগ করবে ।
অনেকেই জানতে চান, Writing এর জন্য কোন বই পড়ব । To Be Honest রাইটিং আসলে নিয়ম-কানুনের বই পড়ে Improve করা সম্ভব না । এরজন্য আপনাকে প্রথমেই রিডিং Habit বাড়াতে হবে ।
বিশেষ করে ভালো ভালো নিউজ পেপারগুলো কি স্টাইলে লিখে সেটা খেয়াল করতে হবে । যে প্যাটার্ন আপনার পছন্দ হয় এরকম ১টা প্যাটার্ন ধরে কমপক্ষে এক মাস প্র্যাকটিস করতে হবে ।
দরকার হয় যে কোন আর্টিকেল কয়েকবার প্রে সে আর্টিকেলটি নিজের ভাষায় আবার লিখুন । এতে করে আপনার লিখার ১টা প্যাটার্ন গড়ে উঠবে ।
এর মধ্যে যদি সম্ভব হয় সিনিয়ার কাউকে দিয়ে সে লেখা একটু চেক করিয়ে নিবেন । মোট কথা Writing ১টা Continuous Process। হুট করে Improvement আশা করবেন না ।
শুভ কামনা সবার জন্য !
আমাদের YouTube Channel-এ রাইটিং এর উপর আরো কিছু সাজেশন দেয়া আছে ।
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো দেখুন এই লিংক থেকে
আইবিএ সংক্রান্ত আমাদের অন্যান্য দরকারি আর্টিকেলগুলো পড়ুন এই লিংক থেকে
আপনি কি আইবিএর ডিসেম্বর’ ২০২০ এর পরীক্ষার জন্য ১টা প্রোপার প্রিপারেশন নিতে চাচ্ছেন ?
ভালো গাইডলাইন চাচ্ছেন ? আইবিএর পাশাপাশি জব প্রিপারেশনও কভার করতে চাচ্ছেন ?
তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে Capstone Education।
Capstone Education গত ৭ ইনটেক ধরেই আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে ।
গত ইনটেকে Capstone থেকে আইবিএতে কোয়ালিফাই করেছিল ৬২ জনের মত ।
স্পেশাল ব্যাচগুলো থেকেই গত ৬ ইনটেকে DU IBA-তেই ১২০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
আর গত ৩ বছরে BUP, DU EMBA, JU WMBA ও JOB এক্সাম-গুলোতে কোয়ালিফাই করেছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
প্রস্তুতিকে আর সহজ আর স্মুথ করতে Capstone Education দিচ্ছে লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি ।
অর্থাৎ, একবার ভর্তি হলে পরেরবার কোর্সটি ফ্রি রিপিট করতে পারছেন ।
এছাড়াও দুর্বল ব্যাসিকের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাসিক ডেভেলপমেন্ট ক্লাসের ব্যাবস্থাও ।
এই মুহুর্তে আইবিএর স্পেশাল রেগুলার অনলাইন স্পেশাল ব্যাচে ভর্তি চলছে ।
প্যান্ডেমিকের কারনে কোর্স ফি’র উপর ৫০০০ টাকা ছাড় দেয়া হয়েছে ।
আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
এছাড়া আইবিএর এক্সেকিউটিভ এবং আইবিএর বিবিএ স্পেশাল ব্যাচেও ভর্তি চলছে । কোর্স ফি’র উপর প্রায় ৫০% পর্যন্ত ছাড়া থাকছে ।
আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
এছাড়া সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
ফোনঃ 01972-277866 or 016 30 31 30 31
ওয়েবসাইটঃ www.capatonebd.com
0 Comments
Leave a comment