বাংলাদেশে সরকারি চাকরির মধ্যে যে কয়টা লুকরেটিভ জব আছে তাদের মধ্যে অন্যতম হল পেট্রোবাংলা। এই চাকরির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে বেতনে-ভাতার বাইরে বেশ মোটা অংকের বোনাস এবং অন্যান্য ইনসেন্টিভ। এছাড়া এখানে, নির্বিঘ্ন, চাপমুক্ত ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ ও তদবির ও লবিং ছাড়া নিয়োগলাভ ও ঠিক সময়ে দ্রুত পদোন্নতির ব্যবস্থাও আছে।
আজকের পোস্টে পেট্রোবাংলা এবং এর অধীনস্ত চাকরিগুলোর বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে। লিখেছেন পেট্রোবাংলার এসিস্ট্যান্ট ম্যানেজার এবং আইবিএ এমবিএর ৫৯-তম ব্যাচের ছাত্র আব্দুল কাইয়ুম তানভীর। যিনি পেট্রোবাংলার মেধা তালিকায় ২য় হয়েছিলেন।
প্রশ্নঃ এখানে বেতন কেমন ?
একজন এসিস্ট্যান্ট ম্যানেজার প্রতিমাসে তার মূল বেতন ২৩১০০ + ৬০% বাড়ি ভাড়া পেয়ে থাকেন।
প্রশ্নঃ বেতনের বাইরে কি সুবিধা আছে ?
উত্তরঃ প্রতি ঈদে ব্যাসিকের সমান বোনাস। গ্যসবিল বাবদ ২০৬০ টাকা। দুপুরে লাঞ্চের জন্য মাসে ২২০০ টাকা বা দৈনিক ১৫০ টাকা পাবেন।
প্রশ্নঃ এর বাইরেও কি আর্থিক সুবধা আছে ?
উত্তরঃ জি আছে। বছরে ২টা বেসিকের সমান ইনসেন্টিভ বোনাস দেয়া হবে। এছাড়া APA বা বার্ষিক পার্ফরমেন্স বোনাস ২টা দেয়া হবে। তবে এটা শুধু পেট্রোবাংলার ক্ষেত্রে।
প্রশ্নঃ এই কোম্পানিগুলো নাকি প্রফিট বোনাস দেয় ?
উত্তরঃ হ্যাঁ, তারা প্রফিট করলে বেশ ভালো এমাউন্টের প্রফিট বোনাস দেয়। আর এটা ৫ শতাংশ পর্যন্ত হতে পারে। যেমনঃ কর্নফুলী গ্যাস গত বছর ১৮ লক্ষ টাকা প্রফিট বোনাস দিয়েছে। জালালাবাদ গ্যস ফিল্ডস দিয়েছে ৫ লক্ষ টাকা । দেশের এঁর কোন সরকারি চাকরীতে এই পরিমাণ প্রফিট বোনাস দেয়া হয় না।
প্রশ্নঃ এর বাইরে কি আর কোন আর্থিক সুবিধা আছে ?
উত্তরঃ আরো চান ভাই ? 😉
হ্যাঁ ভাই আছে। পেট্রোবাংলাতে এক্স-গ্রাটিয়া বোনাস আছে প্রায় বেসিকের ৬-৭টার সমান। আর কোম্পানিগুলো বছরে ৩টা পর্যন্ত প্রোডাকশন বোনাস পেয়ে থাকে।
- আরো শুনেন………
- পোশাক ভাতা হিসেবে বছরে প্রায় ৭৫-৮০ হাজার টাকা পাবেন ।
প্রশ্নঃ ছুটি-ছাটা কেমন পাব ?
উত্তরঃ কোম্পানিগুলো এদিক দিয়ে বেশ ফ্লেক্সিবল। এমনিতে বছরে ৭টা পেইড লিভ পাবেন । এর বাইরেওঁ বসকে বলে ছুটি নিতেই পারবেন, প্যারা নাই।
- আর ৩ বছর পর ১৫ দিনের লিভ নিতে পারবেন, সাথে ১টা বেসিকও ।
প্রশ্নঃ চিকিৎসা-বাচ্চাদের লেখাপড়ার জন্য কিছু আছে ?
উত্তরঃ আছে। বছরে ১৫০০০ টাকা পাবেন চিকিৎসা বাবদ। আর বিয়ের পর বাচ্চাকাচ্চা হলে প্রতি বাচ্চার লেখাপড়ার জন্য ২,০০০ টাকা করে দিবে।
প্রশ্নঃ বিভিন্ন সরকারি চাকরীতে লোন সুবিধা দেয়। পেট্রোবাংলাও কি দেয় ?
উত্তরঃ ইয়েস, বেশ ভালোভাবেই দেয়। জয়েন করার পরই প্রতি বছর ৭০,০০০ টাকা পর্যন্ত বিনা সুদে লোন নিতে পারবেন। চাকরীতে ৫ বছর অতিক্রান্ত হলে ৭০ লক্ষ টাকা পর্যন্ত হোম লোন সুবিধা পাবেন মাত্র ৪% সুদে।
- ম্যানেজার হলে ৩০ লাখ টাকা কার লোন সুবিধা পাবেন। বাইক লোন পাবেন ২ লখা টাকা পর্যন্ত।
প্রশ্নঃ দেশের বাইরে ট্রেইনিং সুবিধা আছে ?
উত্তরঃ জি অবশ্যই আছে। পেট্রোবাংলা এবং এর কোম্পানিগুলো থেকে দেশের বাইরে ট্রেইনিংয়ের সুযোগ আছে। কখনো এশিয়ার বিভিন্ন দেশ আবার কখনো ইউরোপেও পাঠানো হয়।
প্রশ্নঃ ট্রেইনিংয়ের সময় কি বাড়তি সুযোগ-সুবিধা পাওয়া যায় ?
উত্তরঃ হ্যাঁ, যায়।রেগুলার স্যালারির পাশাপাশি বেশ ভালো একটা ভাতা আপনি পাবেন।
প্রশ্নঃ পোস্টিং কোথায় হয় ?
উত্তরঃ পেট্রোবাংলার পোস্টিং সাধারণত ঢাকাতেই হয়ে থাকে। অন্যান্য কোম্পানিগুলোর পোস্টিং ঢাকাসহ নিজ নিজ জেলার কর্মক্ষেত্রে হয়ে থাকে। তবে ঢাকার বাইরে পোস্টিং হলেও ডেপুটেশনে ৩-৪ বছরের জন্য ঢাকাসহ পছন্দনীয় এলাকায় পোস্টিং নেয়ার সুযোগ থাকে।
প্রশ্নঃ যাতায়তের ব্যবস্থা আছে কি ?
উত্তরঃ হ্যাঁ, ১২ সিটের হাইয়েস মাইক্রোতে করে যাতায়তের সুযোগ পান। আর জেনারেল ম্যানেজার পদে পদন্নোতি হলে অফিস থেকে ব্যাক্তিগত গাড়ি দেয়া হবে।
প্রশ্নঃ প্রমোশন বা অন্যান্য সুযোগ-সুবিধা কি ? এই চাকরীতে জয়েন করে কোন পর্যন্ত যাওয়া যায় ?
উত্তরঃ এখানে সর্বোচ্চ পদ চেয়ারম্যান। চেয়ারম্যান অবশ্য সরাসরি সরকার নিয়োগ দিয়ে থাকেন। তবে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করার ৫ বছর পর ডেপুটি-ম্যানেজার, ১০ বছর পর ম্যানেজার, এরপর ১৪ বছর পর ডেপুটি জেনারেল ম্যানেজার, ১৯ বছর পর জেনারেল-ম্যানেজার। এর পরবর্তী ধাপ কোম্পানি সচিব বা ডিরেক্টর এবং সবশেষে চেয়ারম্যান।
পেট্রোবাংলার জিএমগন পেট্রোবাংলার অন্যান্য কোম্পানীতে এমডি হিসেবে নিয়োগ পেয়ে থাকেন।
আর অন্যান্য সরকারি চাকুরীর মতো পেট্রোবাংলা, সিলেট গ্যাসফিল্ড, তিতাস, বাপেক্স এবং BGFCL এর কর্মকর্তারা চাকুরী থেকে অবসর গ্রহণকালে পেনশন, গ্রাচুইটি এবং সাধারণ ভবিষ্য তহবিল খাতে অনেক টাকা পান।
অন্যান্য কোম্পানির কর্মকর্তারাও অবসরকালীন এককালীন আর্থিক সুবিধা পেয়ে থাকেন।
বাই দ্যা ওয়ে, ঈদের আগেই কিন্তু সার্কুলার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পদ সংখ্যা আনুমানিক- ৬৫০ থেকে ৭০০। আর নিয়োগ পরীক্ষা এর আগে যেহেতু আইবিএ নিয়েছে এবারও আইবিএর নেয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী।
তাই যারা এই স্ট্যান্ডার্ডের নিয়োগ পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে চান তারা Capstone এর পেট্রোবাংলা স্পেশাল অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। প্রথম ব্যাচের জন্য ৫০% ছাড় দেয়া হচ্ছে। আগ্রহীরা সরাসরি এই লিংক থেকে আসন কনফার্ম করুন।
https://www.capstonebd.com/services/petrobangla-special-batch-online/
——————–
২০২৪ সালের সরকারী চাকরি যেমন পেট্রোবাংলা, বাংলাদেশ ব্যাংক, NSI, দুদকসহ IBA এর প্রস্তুতির জন্য আবারো স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি চলছে।
ক্লাসগুলো পরিচালনা করবেন বিসিএস, ক্যাডার, বাংলাদেশ ব্যাংক এডিসহ আইবিএ গ্রাজুয়েটরা।
Capstone টানা ১১ ইনটেক ধরে আইবিএ এমবিএসহ জব এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে । এই ৬৬ ইনটেকে Capstone থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৭৪ জন ।
যারা পরবর্তী জব প্রিমিয়াম + আইবি এমবিএ স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে সেরা প্রস্তুতি নিতে চান তারা নিচের লিংক থেকে আসন কনফার্ম করে ফেলুন ।
কোর্সে এডমিশন নেয়ার লিংক
👨🎓আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/C6cVp0s
📱আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/x6cXnyn
👨🎓আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/I6cVuji
📱আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/v6cZ1jp
📗IBA MBA প্রশ্নব্যাংক অর্ডারের লিংক-
https://www.capstonebd.com/services/iba-mba-q-bank-new-edition/
📗নীলক্ষেত থেকে প্রশ্নব্যাংকটি সরাসরি প্রাপ্তির ঠিকানা-
ফিউচার পাবলিকেশন
১ নং, মিরপুর রোড, ইসলামিয়া মার্কেট নীলক্ষেত, ঢাকা-১২০৫।
০১৩২৭৩৭৯৬৮৬
০১৯৫৬৪৮১৩৩০
যেকোন দরকারে কল করুন 016 3031 3031 অথবা হোয়াটসঅ্যাপ করুন- https://wa.me/message/O6VOH6XRDACTL1
0 Comments
Leave a comment