প্রশ্ন: BUP কি?
:: BUP বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের ২৯-তম পাবলিক বিশ্ববিদ্যালয়, যা ২০০৮ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়েছিল ।
প্রশ্ন: এখানে কি কি ফ্যাকাল্টি রয়েছে ?
:: এখানে মোট ৫টি ফ্যাকাল্টি রয়েছে । ফ্যাকাল্টি অফ বিজনেস, ফ্যাকাল্টি অফ আর্টস এবং সোশ্যাল সাইন্স, ফ্যাকাল্টি অফ সিকিউরিটিস এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, ফ্যাকাল্টি অফ সাইন্স এন্ড টেকনোলোজি, ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিজ ।
প্রশ্ন: কি কি সাবজেক্ট পড়ানো হয় ?
:: এখানে BBA(General,Finance & Banking, Marketing, Management, Accounting & Information) MBA।
BSS(Economics,English, Public Administration, Development STudies, Sociology, Disaster & Security Management), LLB এবং ICT ।
BSS(Economics,English, Public Administration, Development STudies, Sociology, Disaster & Security Management), LLB, ICT , IR, Mass Communication & Journalism, Environmental Science.
প্রশ্ন: MBA প্রোগ্রাম কয় ধরনের ?
:: ২ ধরনের MBA আছে । MBA Professional, MBA Regular.
প্রশ্ন: regular এবং Professional MBA এর মধ্যে পার্থক্য কি ?
:: রেগুলারে ক্লাস হয় দিনের বেলা, উইকডেতে । Professional MBA টা হচ্ছে basically Evening MBA যেখানে সন্ধ্যার পর ক্লাস হয় ।
প্রশ্ন: MBA-এর পরীক্ষাগুলো বছরে কয়বার হয় ?
:: Professional MBA-এর পরীক্ষা বছরে ৩ বার আর রেগুলার MBA-এর পরীক্ষা বছরে ১ বার ।
প্রশ্ন: পরীক্ষাগুলো কোন কোন সময়ে হয় ?
:: Professional MBA-এর পরীক্ষাগুলো হয়ঃ মার্চ, জুলাই-আগস্ট, অক্টোবর নভেম্বরের দিকে । রেগুলার MBA-এর পরীক্ষা হয় অক্টোবর-নভেম্বরের দিকে ।
প্রশ্ন: টোটাল কত সেমিস্টার ?
:: Professional MBA-তে বছরে তিনটা করে মোট ৬টি এবং রেগুলার MBA-তে বছরে ২টা করে মোট ৪টি ।
প্রশ্ন: MBA-তে খরচ কি রকম হয় ?
:: Professional MBA-তে আনুমানিক দুই লক্ষ দশ হাজার টাকার মত আর রেগুলার MBA-তে আনুমানিক ৮৬ হাজার টাকার মত ।
প্রশ্ন: পরীক্ষা দেয়ার যোগ্যতা কি ?
:: Professional MBA-তে SSC & HSC তে মিনিমাম ২.৫ এবং গ্রাজুয়েশনে মিনিমাম ২ থাকা লাগবে ।
রেগুলার এমবিএতে পরীক্ষা দিতে SSC এবং HSC তে মিনিমাম 4.5 এবং গ্রাজুয়েশনে মিনিমাম ৩ থাকা লাগবে ।
প্রশ্ন: এডমিশন টেস্টের সিলেবাস কি ?
:: MCQ টাইপের প্রশ্ন হবে । এবং তিন ক্যাটগরি থেকে প্রশ্ন আসবে ।
English Language and Communication
Mathematics
General Knowledge and Current Affairs
প্রশ্ন: কোন কোন পার্টে কি রকম ওয়েটেজ ?
:: Written Test – 50%
Viva – 25%
S.S.C/Equivalent – 07%
H.S.C/Equivalent – 08%
Bachelor/Equivalent – 10%
প্রশ্ন: নেগেটিভ মার্কিং আছে ?
:: হ্যাঁ , প্রতি ভুল উত্তরের জন্য .25 করে মার্কস কাঁটা যাবে ।
প্রশ্ন: BUP এর MBA-এর জন্য প্রস্তুতি কিভাবে নিব ?
:: DU IBA MBA প্রস্তুতি BUP এর জন্য যথেষ্ট । General Knowledge and Current Affairs এর জন্য শুধু রেগুলার পেপার পত্রিকা পড়লেই চলবে ।
আইবিএর প্রস্তুতির জন্য এই আর্টিকেলটি পড়তে পারেন কিভাবে IBA এর প্রস্তুতি শুরু করবো ?
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৬১ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
কয়েকটা ব্যাচ ইতিমধ্যে ফিল-আপ হয়ে গেছে । যারা আগ্রহী তাদের দ্রুত ভর্তি কনফার্ম করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ।
DU IBA MBA স্পেশাল কোর্সে রেজিস্ট্রেশনের লিংক
Other MBA (BUP, DU EMBA, JU WMBA, JOB) স্পেশাল ব্যাচগুলোতে
পান্থপথ ব্রাঞ্চে ভর্তি হতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
https://goo.gl/forms/YirXqO7lStgXAxX02
মৌচাক ব্রাঞ্চে ভর্তি হতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
https://goo.gl/forms/3lsB6ztPsaAiM8nw1
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫। ‘
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
0 Comments
Leave a comment