ঢাবির ইএমবিএ সম্পর্কে অনেকেই জানতে চান । বিশেষ করে যারা ১টা জবে আছেন এবং সময়, সুযোগের অভাবে রেগুলার এমবিএতে পড়ার সুযোগ পাচ্ছেন না, তাদের কাছে ইএমবিএ খুবই আকর্ষণীয় । আর এখানে যে কেউ পড়তে পারে । কোন ধরণের জব এক্সপেরিয়েন্স ম্যান্ডাটরি না ।
প্রশ্নঃ বছরে কতবার পরীক্ষা হয় ?
:: ৩ বার । March (summer), July (Fall) and November (Spring)
প্রশ্নঃ ডিগ্রীর বা ন্যাশনাল ভার্সিটির, প্রাইভেট, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র-ছাত্রীরা কি DU EMBA করতে পারে?
হ্যাঁ অবশ্যই পারেবে এবং এসব বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখানে পড়তেছে। । কোন ডিস্ক্রিমিনেশন নেই ।
প্রশ্নঃ এডমিশন Requirement ?
:: SSC, HSC, এবং গ্রাজুয়েশন মিলিয়ে কমপক্ষে ৬ পয়েন্ট থাকতে হবে ।
(First Division = 3, Second Division = 2, Third Division= 1, GPA 4 = 3, GPA 3 = 2 and GPA 2.5 = 1 point).
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের CGPA কমপক্ষে ৩ থাকতে হবে ।
প্রশ্নঃখরচ ?
:: ১৯০,০০০ থেকে প্রায় ৩০০,০০০ টাকা পর্যন্ত ।
প্রশ্নঃকোর্স Duration ?
:: ফুল টাইমঃ ২ বছর
পার্ট টাইমঃ ২.৫-৫ বছর
প্রশ্নঃসিট সংখ্যা ?
::৭২০
প্রশ্নঃক্লাসের সময় ?
::সন্ধ্যা ৬ টার পর ।
প্রশ্নঃ কি কি সাবজেক্ট পড়ানো হয় ?
Management, Accounting & Information Systems, Marketing, Finance, Banking and Insurance, Management Information Systems (MIS), Tourism and Hospitality Management , International Business and Organization Strategy and Leadership।
প্রশ্নঃ কত ক্রেডিটের কোর্স ?
৬০ ক্রেডিটের ।
প্রশ্নঃ এক্সামে কম্টিটিশন কেমন ?
মোটামুটি । আনুমানিক ৩৫০০-৪০০০ পরীক্ষা দেয় এবং প্রায় ৭২০ জনকে নেয়া হয় ।
প্রশ্ন: EMBA তে কি প্রতি সেকশনে আলাদাভাবে পাশ করা লাগে ?
না । তবে MCQ & Written এ আলাদাভাবে পাশ করতে হয় । পাশ মার্ক ইনটেক টু ইনটেক ভ্যারি করে । তবে MCQ তে minimum ২২ এর উপর আর Written এ ১০ এর উপর পেতে হবে ।
প্রশ্নঃ নেগেটিভ মার্কিং আছে ?
হা আছে । প্রতি ভুল উত্তরের জন্য ০.২০ করে মার্ক কাঁটা যাবে ।
প্রশ্নঃ এক্সামে ক্যালকুলেটর ব্যাবহার করতে দেয় ?
না ।
প্রশ্ন: ভাইয়া আমার তো জব এক্সপেরিয়েন্স নাই, আমি কি EMBA তে টিকব বা ভালো সাবজেক্ট পাবো ?
মোট নাম্বারের প্রায় ৮০% বরাদ্ধ থাকে রীটেনে আর মাত্র ১০% জব এক্সপেরিয়েন্সে । সো আপনি যদি রীটেনে ভালো করেন তাহলে শুধু চান্সই পাবেন না বরং মেরিট লিস্টে থাকবেন ।
প্রশ্ন: EMBA এর মার্কেট ভ্যালু কেমন ?
মার্কেট ভ্যালু অবশ্যই ভালো । র্যাংকিং করলে এটি নিঃসন্দেহে দেশের শীর্ষ ৫ MBA এর একটি । বিশেষ করে চাকরিজীবীরা এটিকে বেশ প্রফার করেন ।
Marks Distribution———
:: Total marks = 100
Total time= 90 minutes
MCQ: 55 questions, 55 marks, 55 minutes;
Written part: 25 marks, 35 minutes.
Viva – 5 marks
Year of schooling – 5
Job Experience – 10
MCQ Details:
—————–
1) English-15
2) Current affairs – 10
3) Math – 20
4) Critical Reasoning -10
Writing Details:
——————-
1) Paragraph
2) Translation English to Bangla.
3) Translation Bangla to English.
4) Sentence correction./ Short Note.
5) Summary Writing
ইভিনিং এমবিএর ২০ মার্চের এক্সামকে সামনে রেখে স্পেশাল ক্রাশ ব্যাচে ভর্তি চলছে । এই মুহুর্তে কোর্স ফি’র উপর ২,০০০ টাকা ছাড় থাকছে । আগ্রহীদের এই দক ফাইলটি ফিল-আপ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে ।
https://forms.gle/zpTFS9MPTVZ1esPG6
————————————————————–
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । এবারের ৬২ ইনটেকে Capstone থেকে আইবিএতে ফাইনালী কোয়ালিফাই করেছে ৬১ জন।
৬১ ইনটেকে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।
এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৫০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
এই মুহুর্তে আমাদের DU EMBA Premium ব্যাচেও ভর্তি চলছে ।
এছাড়াও আইবিএর এক্সেকিউটিভ এক্সামকে সামনে রেখেও খোলা হয়েছে স্পেশাল কোর্স । যাদের স্বপ্ন আইবিএ থেকে এক্সেকিউটিভ এমবিএ করা কিন্তু বেশ কয়েক বছর ধরে লেখাপড়ার বাইরে আছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি বেশ কাজে আসবে ইনশা-আল্লাহ ।
বর্তমানে আমাদের যে ব্যাচগুলোতে ভর্তি চলছে…………
- আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
- ঢাবি ইভিনিং এমবিএ প্রিমিয়াম ব্যাচ
- আইবিএ বিবিএ স্পেশাল ব্যাচ (৩৩% ছাড় থাকছে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত)
কোর্সে সরাসরি রেজিস্ট্রেশন করতে এই ফর্মটি পূরণ করুন
ইউরোপে মাস্টার্স করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য Capstone Education একটি বিশেষ সেবা শুরু করছে ইনশা-আল্লাহ ।
ভার্সিটি ও সাবজেক্ট নির্ধারন, এপ্লিকেশন, স্কলারশীপ এপ্লিকেশন ও ভিসা প্রসেসিং সহ যাবতীয় সার্ভিসগুলো আমরাই দিব ইনশা-আল্লাহ ।
আমাদের এই সার্ভিসের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে ভিসা না হওয়া পর্যন্ত আপনাকে কোন সার্ভিস চার্জ দিতে হবে না । কোন ফাইল ওপেনিং চার্জও নেই ।
যারা ইউরোপে উচ্চ শিক্ষার জন্য আগ্রহী তারা এই ডক ফাইলটি ফিল-আপ করুন । আমাদের প্রতিনিধিদল আপনার সাথে যোগাযোগ করবে ইনশা-আল্লাহ
https://forms.gle/1kym54RqGer9wZqm6
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
3 Comments
Sejuti Mondol August 04, 2016
এই বার critical reasoning ১০ টার বদলে ৫ টা এসেছিল
Rahim Sarkar May 03, 2016
Writing ar Jonno coruse kortay chai
Abul Hasanat May 09, 2016
year of schooling ki?