আইবিএ/জবস প্রিপারেশনের ইংরেজী প্রস্তুতির উপর আজকের সাজেশনটি লিখেছেন আইবিএর ৫৫ ব্যাচের আমীন ।
ইংরেজি সেকশনের জন্যঃ
1. Cliff’s TOEFL:
এই বইটি আইবিএ ভর্তি পরীক্ষার ইংরেজি সেকশনেরপ্রস্তুতি দশার জন্য সব থেকে গুরুত্ব পূর্ণ বই। বইটি ব্যবহারের নিয়মঃ (৪০-২৮৪)পৃষ্ঠা খুব ভালো করে পড়ুন।
(২০৪-২৮৪) পৃষ্ঠার টপিকগুলো লিখিত সেকশনে শুদ্ধ এবং সুন্দর বাক্য রচনার জন্য সহায়ক হবে। প্রতিটি প্রাকটিস টেস্টের সেকশন ২ গ্রামারের জন্য এবং সেকশন ৩ রিডিং কম্প্রিহেনশনের জন্য সলভ করুন।
প্রাকটিস টেস্ট ১ রয়েছে ৩১৫ নং পৃষ্ঠাতে যার সমাধান পাবেন ৪৯৮ নং পৃষ্ঠাতে। এরকম পর্যায়ক্রমে ৬ টা টেস্ট রয়েছে। সবগুলো বুঝে বুঝে ঘড়ি ধরে সলভ করে ফেলুন।
2. Word Smart-I:
সময় বদলাইছে। টেস্ট টেকাররা অনেক স্মার্ট হয়েছেন। আগে কয়েক বস্তা ওয়ার্ড মুখস্ত করে জিআরই কিংবা আইবিএ এক্সাম অনায়াসেই পার পাওয়া যেত।
এনালজির মতো সহজ জিনিস কিন্তু এখন আর আসে না। এখন জিআরই কিংবা আইবিএ কোনটাতেই ৩০০০-৪০০০ ওয়ার্ড মুখস্ত করা মোটেই ভালো সিদ্ধান্ত না।
দুটো এক্সামই কিছু হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড মুখস্ত করে পার পাওয়া যায়। সর্বপ্রথম ওয়ার্ড স্মার্ট-১ মুখস্ত করে ফেলুন।
এরপর বিগত ১৫ বছরে আইবিএ এর বিবিএ, এমবিএ এক্সামে যেধরনের ভোকাবুলারি ব্যবহৃত হয়েছে সেইসব ভোকাবুলারি পড়ে ফেলুন (বেশিরভাগই ওয়ার্ড স্মার্ট-১ থেকে কমন পাবেন)।
এরপরও যদি নিজেকে ভালনারাবল মনে হয় আর হাতে সময় থাকে তবে ওয়ার্ড স্মার্ট-২ পড়ুন। আমি এটা পড়ি নি।
বইটি ব্যবহারের নিয়মঃ যাদের মুখস্ত করতে সমস্যা হয় তারা ৩০৬ নং পৃষ্ঠা থেকে ওয়ার্ড রুট বুঝে অর্থসহ মুখস্ত করলেই আশা করি সমস্যা কিছুটা হ্রাস পাবে। আর প্রতিটা ওয়ার্ডের বিভিন্ন ফর্ম দেয়া আছে।
সেই প্রতিটা ফর্ম এবং উক্ত ওয়ার্ডের সমার্থক শব্দ বাক্য গঠনসহ পড়তে হবে। কারণ, প্রত্যেক এক্সামে Correct form of the word থেকে কমপক্ষে ৩ মার্কস করে থাকে।
3. The Official Guide for GMAT® Verbal Review, 2015 বইটি ব্যবহারের নিয়মঃ
এই বইটির চ্যাপ্টার-৫ থেকে ভালোভাবে অনুশীলন করুন। Sentence Correction-এর অনেকগুলো ব্যাপার স্বচ্ছ হয়ে যাবে।
বইটি ব্যবহারের নিয়মঃ
এই বইটির পৃষ্ঠা নং ৬৭২-৬৯৭ এ ১৪০টি Sentence Correction আছে। এগুলো শলভ করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে।
তবে যাদের ইংরেজী ব্যাসিক একটু দুর্ব, তারা একটু সতর্কভাবে শলভ করবেন । কারন বইটা জিম্যাট স্ট্যান্ডার্ডে করা ।
তাই অনেকের কাছে শুরুতে কঠিন লাগতেই পারে ।
তাই ক্লিফস টোফেল ভালোভাবে শলভ করে অথবা ব্যাসিক ডেভেলোপমেন্টের অন্যান্য বইগুলো ভালোভাবে শলভ করেই এটা ধরা উচিত ।
আরেকটা ব্যাপার মাথায় রাখা উচিত যে, আইবিএর মত এক্সামগুলোতে প্রস্তুতির জন্য বই কখনই শেষ কথা নয় ।
এখানে কনসেপ্ট ক্লিয়ার থাকা অনেক গুরুত্বপুর্ন ।
তাই রিডিং হ্যাবিট অনেক বেশী বাড়ান ।
ইংরেজী পড়ার চেয়ে শেখার দিকে মনযোগ দিন ।
পুরো প্রস্তুতিপর্বটা আমি তাদের জন্য লিখলাম যারা ৩-৪ মাস ধরে নিজেদের প্রস্তুত করতে চান।
তবে, আমি ২ মাসের মধ্যে ইংরেজি সেকশনের জন্য-১,২,৩ নং বই, ম্যাথ সেকশনের জন্য-২,৩,৪ নং বই এবং এনালাইটিকালের জন্য-১ নং বইয়ের সাহায্যে নিজেকে প্রস্তুত করেছি।
আমিন, IBA MBA 55 Batch, B.Sc in EEE, CUET.
আপনি কি আইবিএসহ, JOB, EMBA, BIBM, JU EMBA এর জন্য ১টা প্রোপার এবং সলিড প্রস্তুতি নিতে চাচ্ছেন ?
পাশাপাশি স্পোকেনটাকেও শানিয়ে নিতে চাচ্ছেন ?
তাহলে Capstone Education আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে !
Capstone Education এর স্পেশাল ব্যাচগুলো থেকে শুধুমাত্র ২০১৭ এর ডিসেম্বর ইনটেকেই আইবিএর এমবিএতে রিটেনে কোয়ালিফাই করেছে প্রায় ৩২ জন !
শুধু তাই নয়, Capstone Education গত ৪ ইনটেক ধরেই আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে ।
প্রস্তুতিকে আর সহজ আর স্মুথ করতে Capstone Education দিচ্ছে লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি ।
অর্থাৎ, একবার ভর্তি হলে পরেরবার কোর্সটি ফ্রি রিপিট করতে পারছেন ।
এছাড়াও দুর্বল ব্যাসিকের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাসিক ডেভেলপমেন্ট ক্লাসের ব্যাবস্থাও ।
আইবিএ এমবিএর জুন ২০১৮ এর স্পেশাল ব্যাচে ক্লাস করতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
আর যারা JOB এবং এমবিএ দুটোর প্রস্তুতি এক সাথে নিতে চান তাদের জন্য রয়েছে Capstone এর সময়োপযোগী কোর্স MBA + All JOB Solution.
এই ব্যাচগুলোর অন্যতম বড় বৈশিষ্ট্যগুলো হচ্ছেঃ
একবার ভর্তি হয়ে জব কনফার্ম না হওয়া পর্যন্ত এখানে ক্লাস করা যাবে, কোন ধরণের এডিশনাল ফি দিতে হবে না ।
এছাড়া দুর্বল ব্যাসিকের শিক্ষার্থীদের জন্য থাকবে ফ্রি ব্যাসিক ডেভেলোপমেন্ট ক্লাস ।
পান্থপথ, মৌচাক এবং চিটাগাং ব্রাঞ্চে ক্লাস করার জন্য রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
Recent Comments