আইবিএ ও জবস এক্সামের ম্যাথ প্রস্তুতির জন্য আইবিএ ৫৫ ব্যাচের ছাত্র মোঃ আমীনের এটি তৃতীয় আর্টিকেল ।
ম্যাথ সেকশনের জন্য
ওয়ার্ক রেট, শতকরা, ভগ্নাংশ, ল.সা.গু, গ.সা.গু, অনুপাত, লাভ-ক্ষতি, আয়-ব্যয়, গড়, বিভাজ্যতা, অসমতা, পরম মান, ওয়ার্ড প্রবলেম, দূরত্ব প্রবলেম- বিষয়সমূহ সম্পর্কিত সমস্যা সমাধানে তুখোর হতে পারলে এই সেকশন আপনার জন্য খোকার হাতের মোয়া হয়ে যাবে।
1. অষ্টম এবং নবম-দশম শ্রেণীর গণিত বইঃ
যাদের ম্যাথ সেকশনে বেসিক নিয়ে সমস্যা, এই বই দুইটি তাদের জন্য আশীর্বাদস্বরূপ। বিশেষ করে জ্যামিতির নিয়মগুলো খুব ভালো করে বুঝে নিন।
বইটি ব্যবহারের নিয়মঃ অষ্টম শ্রেণীর বই থেকে অধ্যায়-২,৩, ৪,৬,৮,৯,১০ এবং নবম-দশম শ্রেণীর বই থেকে অধ্যায়- ১,৩,৫,৬,৮,১১,১৩,১৪,১৬ রোমন্থন করুন। এই বই দুইটি থেকে সূত্র আর নিয়মগুলো দেখে নিন। পর্যালোচনা করতে যাবেন না। অনেক কিছু সহজ হয়ে যাবে।
2. Manhattan GMAT (1,2,3,4,5):
এই পাঁচটি গাইডের মাধ্যমে মূলত আইবিএ লেভেলের ম্যাথের নিয়মাবলী এবং তার প্রয়োগের ব্যাপারে খুব ভালোভাবে জানা যাবে। এখান থেকে নিয়মগুলো ভালোভাবে বুঝলে আইবিএ এর যেকোন ম্যাথই ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে।
বইটি ব্যবহারের নিয়মঃ কোন ধরনের ম্যাথের জন্য কি রকম স্ট্র্যাটেজি অনুসরণ করেছে আর সেটা কিভাবে প্রয়োগ করেছে তা ভালো করে দেখুন।
এখান থেকে ডাটা সাফিসিয়েন্সির ব্যাপারে নিজের ধারণা স্বচ্ছ করে নিন। তবে এই বইয়ের স্ট্র্যাটেজিই শেষ কথা না। আপনার নিজের তৈরি করা স্ট্র্যাটেজিকে সবথেকে বেশি প্রাধান্য দিবেন।
3. Math workout for the GMAT®, 5th Edition:
বইটি ব্যবহারের নিয়মঃ এই বই থেকে স্ট্র্যাটেজি নতুন করে দেখার দরকার নেই। শুধু ড্রিল সেট, প্রাকটিস সেকশনের প্রবলেম গুলো অনুশীলন করুন। ডাটা সাফিসিয়েন্সি সমস্যাগুলো ভালো করে অনুশীলন করবেন।
ম্যানহাটন আর এই বইটি অনুশীলন করার পর ডাটা সাফিসিয়েন্সি সমস্যা সমাধানের ব্যাপারে আপনার আত্মবিশ্বাস এভারেস্টে চড়ে বসবে।
4. Nova GRE math bible:
এই বই থেকে ক্যালকুলেটর ব্যবহার না করে আর ঘড়ি ধরে ধরে অনুশীলন করুন। প্রতিটা ম্যাথ ১-১.৫ মিনিটের মধ্যে সমাধান করার দক্ষতা অর্জন করতে হবে।
তবে, কিছু ম্যাথ এমন থাকবেই যেখানে ২ মিনিটের বেশি সময় ধরে চেষ্টা চালাতে হবে। খুব বেশি বাধ্য না হলে আমি বইয়ে প্রদত্ত সমাধান দেখতে নিরুৎসািত করি।
সর্বদা নিজে চেষ্টা করুন এবং নিজে স্ট্র্যাটেজি তৈরি করুন। এই বইয়ের কোয়াণ্টিটেটিভ কম্পারিজন, কোওর্ডিনেট জ্যামিতির চ্যাপ্টারগুলো বাদ দিন।
5. The Official Guide for GMAT Review 2015:
বইটি ব্যবহারের নিয়মঃ এই বইটির পৃষ্ঠা নং ১৫২-১৮৫ এ ২৩০টি ম্যাথ এবং পৃষ্ঠা নং ২৭৫-২৯১ এ ১৭৪টি ডাটা সাফিসিয়েন্সি আছে। ঘড়ি ধরে ঝটপট সলভ করে ফেলুন।
এনালাইটিকাল সেকশনের জন্যঃ
এই সেকশনটা সব থেকে সহজ আর এই সেকশনটাই আপনার জন্য ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে। আমি ক্রিটিকাল রিজনিং বুঝতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলতাম। তাই, ঐটা আর প্রাকটিস করি নি।
আমি ক্রিটিকাল রিজনিং ছেড়ে দিয়েছিলাম। তবে, আমি প্রতিদিন আধঘণ্টা করে খুব ভালো ভাবে পাজল প্রাকটিস করতাম। আল্লাহর রহমতে ৫৪ তম এডমিশন টেস্টে ১৫ টির মধ্যে ১৩টি সঠিক উত্তর দিয়েছি আর ৫৫ তম টেস্টে ১৪ টি সঠিক করেছি।
1. GRE Big Book:
আলোচ্য সেকশনের জন্য এই বইটির আমি আর কোন বিকল্প পাই নি। শুধুই এবং শুধুমাত্র এই বইটিই যথেষ্ট।
এই বইটি থেকে অনুশীলন করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে, ৪টি প্রশ্নের পাজলে কোনভাবেই ৭ মিনিটের বেশি আর ৬টি প্রশ্নের পাজলে কোনভাবেই ১০ মিনিটের বেশি সময় নেয়া যাবে না।
2. PowerScore GMAT Critical Reasoning Bible:
আমি ক্রিটিকাল রিজনিং বাদ দিয়ে হলে গিয়েছিলাম। ক্রিটিকাল রিজনিং প্রশ্নগুলোর উত্তরও করি নি। তবে কেউ যদি এই বিষয়ে দক্ষতা অর্জন করতে চান তবে এই বইটিকে আমার কাছে সবথেকে ভালো বই মনে হয়েছে। এখানকার স্ট্র্যাটেজিগুলো সত্যি খুব চমৎকার।
বইটি ব্যবহারের নিয়মঃ
পুরো বই পড়ার কোন দরকার নেই। আমি সবখানে শর্টকাট মারার পক্ষপাতী। এই বইটির চ্যাপ্টার-২,৩,৪,৫,৬,৮ এর আলোচিত স্ট্র্যাটেজিগুলোই যথেষ্ট।
আপনি ইংরেজি সেকশনের রিডিং কম্প্রিহেনসনেও এখানকার main idea, strengthen, weaken-ফরম্যাটের প্রশ্নগুলোর মুখোমুখি হতে যাচ্ছেন।
এই বইটি থেকে ক্রিটিকাল রিজনিং অনুশীলন না করলেও চলবে। শুধুমাত্র স্ট্র্যাটেজিগুলো ভালোভাবে রপ্ত করতে হবে।
3. The Official Guide for GMAT Review 2015:
বইটি ব্যবহারের নিয়মঃ এই বইটির পৃষ্ঠা নং ৫০০-৫৩৮ এ ১২৪টি ক্রিটিকাল রিজনিং আছে। এগুলো বুঝে বুঝে অনুশীলন করলে ক্রিটিকাল রিজনিং এ আর সমস্যা থাকার কথা না। বাকিটা আল্লাহর উপর ভরসা করুন।
——————————
আইবিএ এমবিএর নেক্সট এক্সামের সম্ভাব্য তারিখ ২৯ নভেম্বর । সো সময় খুব বেশী বাকি নেই ।
এছড়াও বিভিন্ন রকম জব এক্সাম, ঢাবির EMBA, BUP, BIBM, জাহাঙ্গীরনগর এমবিএর পরীক্ষার সময়ও ঘনিয়ে এসেছে ।
তাই প্রস্তুতি এখনই শুরু করে দেয়া উচিত ।
আর ১টা ভালো গাইডলাইন এবং সেরা প্রস্তুতির জন্য আপনার জন্য বেস্ট অপশন হবে Capstone Education।
কারন, Capstone Education গত ৬ ইনটেক ধরেই আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে ।
Capstone এর স্পেশাল ব্যাচগুলো থেকেই গত ৬ ইনটেকে DU IBA-তেই ১২০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
আর গত ৩ বছরে BUP, DU EMBA, JU WMBA ও JOB এক্সাম-গুলোতে কোয়ালিফাই করেছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
প্রস্তুতিকে আর সহজ আর স্মুথ করতে Capstone Education দিচ্ছে লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি ।অর্থাৎ, একবার ভর্তি হলে পরেরবার কোর্সটি ফ্রি রিপিট করতে পারছেন ।
এছাড়াও দুর্বল ব্যাসিকের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাসিক ডেভেলপমেন্ট ক্লাসের ব্যাবস্থাও ।
এই মুহুর্তে আইবিএর স্পেশাল রেগুলার ব্যাচে ভর্তি চলছে । আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
DU EMBA ব্যাচে 20% ডিসকাউন্টে ভর্তির জন্য এই লিংক থেকে রেজিস্ট্রেশন করুন
এছাড়া সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
https://bit.ly/2vedrBU
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার 1রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম রোড# ২, হাউস # ২৭, জিইসি, চিটাগাং
0 Comments
Leave a comment