আইবিএর প্রস্তুতি নিয়ে তো অনেক পোষ্টই দেয়া হয় । আজ শেয়ার করা হচ্ছে প্রস্তুতি পর্যায়ে ৫টি মারাত্নক ভুল নিয়ে ।
এই ভুলগুলো অধিকাংশ সময় ইগ্নোর করা হয় ।
অথচ এদের যে কোন ১টির কারণে ভালো প্রস্তুতি থাকা সত্বেও আইবিএসহ ভালো কোন জবও হাত ফসকে যেতে পারে ।
১। ভোকাবের দিকে অতিরিক্ত ফোকাস করা
আইবিএ/জব এক্সামগুলোর প্রশ্নের ধরন এখন অনেকটাই বদলে গেছে । এখন আর ভোকাব ব্যাসড প্রশ্ন হয় না । যে ধরনের ভোকাব এসে থাকে সেগুলো রিডিং হ্যাবিট ভালো থাকলে এমনিতেই কমন পাওয়া যায় ।
সো এই শেষ মুহূর্তে ব্যারন’স এর তিন-চার হাজার ওয়ার্ড লিস্ট ধরে ধরে মুখস্ত করতে যাবেন না । প্রচুর সময় নষ্ট হবে এতে । প্লাস প্রিপারেশন টাও খুব বোরিং হয়ে যাবে ।
রিডিং হ্যাবিট আরো বাড়িয়ে দিন । নিয়মিত দেশী এবং বিদেশী ইংলিশ নিউজ পেপারগুলো পড়তে থাকুন এবং সেখান থেকেই ভোকাবগুলো শিখতে থাকুন ।
২। কোন পার্টে কত মার্কস তুলবেন সে ব্যাপারে আগে থেকে প্ল্যান না থাকা
আইবিএসহ যেসব গুলোতে নেগেটিভ মারকিং থাকে সেগুলো সাধারণত ১০০% উত্তর দেয়ার মত কোন এক্সাম না ।
এখানে সুপার-ডুপার মেধা ছাড়া অথবা অনেক অনেক বেশী প্র্যাকটিস ছাড়া প্রতিটি সেকশনে ১০০% পাওয়া সম্ভব না ।
অনেকেই যে ভুলটা করেন তা হল, যা পারব তাই উত্তর দিব । বাট এটা কখনই সঠিক স্ট্রাটেজী না । আগে থেকে ডিসিশান নিন কোন সেকশনে কত পেতে চান ।
আর এক্সামে টিকতে আপনার ১০০% পাওয়ার কোন দরকারই নেই । প্রতিটি সেকশনে মিনিমাম ৫০% এনশিউর করে অভারল ৬০% পাওয়ার টার্গেট নিন । আশা করা যায় আপনি রিটেনে টিকবেন ।
৩। টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে সতর্ক না থাকা
অনেক শিক্ষার্থীকেই দেখেছি ভালো প্রস্তুতি স্বত্বেও জাস্ট টাইম ম্যানেজমেন্টে দুর্বল থাকার কারণে আটকে যাচ্ছে । কোন সেকশনে কত উত্তর দিবেন সে ব্যাপারে আগে থেকেই প্ল্যান করে যেতে হবে ।
পরীক্ষার হলে বসে এটা পলায়ন করতে পারবেন না । আপনি যেহেতু প্রিপারেশন নিচ্ছেন তাই আপনি জানবেন যে, আপনার স্ট্রেংথ আর উইকনেসগুলো কথায় । সে অনুযায়ী স্ট্র্যাটেজী সেট করুন ।
ম্যাথস এবং এনলাইটিক্যালে বেশী সময় নিন । ইংলিশে একটু কম । কারন ইংলিশে ক্যালকুলেশনের কিছু নেই । জানা থাকলে পারবেন না হয় পারবেন না ।
৪। সারপ্রাইজড হওয়া যাবে না
আপনি এমন কিছু এক্সামে পেতে পারেন যা আপনি এর আগে কখনও দেখেননি বা বাসা থেকে প্র্যাকটিস করে যাননি । সে সময় নার্ভ ঠাণ্ডা রাখতে হবে ।
লাস্ট আইবিএর এক্সামে নাকি ডাটা সাফেসিয়েন্সীর অপশনগুলো একটু ভিন্ন করে দেয়া হয়েছিল । এর ফলে অনেক শিক্ষার্থীই ভালো প্রস্তুতি থাকা স্বত্বেও জাস্ট সারপ্রাইজড হয়ে ধরা খেয়েছেন ।
কোনভাবেই টেনশন করা যাবে না । এটা মাথায় রাখবেন যেটা আপনার জন্য কঠিন সেটা বাকিদের জন্যও কঠিন ।
৫। প্রশ্ন ছেড়ে না আসার মানসিকতা
এটা খুবই গুরুত্বপূর্ণ ১টা ইস্যু । আগেই বলেছি যে, অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা ১টা সমস্যা নিয়ে অনেক সময় নষ্ট করে ফেলে ।
Recent Comments