অনেকেই আমাদের প্রশ্ন করেন, টেক্সট করেন যে IBA MBA-সহ বিভিন্ন জব এক্সামগুলোর MCQ সেকশনে ঠিক কূল কিনারা করে উঠতে পারেন না । কিভাবে MCQ সেকশনে আরো ভালো করা যায় । আজকের আর্টিকেলে আমরা এরকম অত্যন্ত কার্যকরী ৮টি টিপস শেয়ার করেছি। আশা করি বেশ কাজে আসবে।
১. প্রশ্নের টাইপ বুঝুন
পরীক্ষায় আসা প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন ধরনের হয়। আগে থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান করে রাখুন এবং কোন ধরনের প্রশ্ন দ্রুত করতে পারেন তা নির্ধারণ করুন। যেমন ধরুন আপনি আপনি প্রফিট-লসের ম্যাথ ভালো পারেন । আবার প্রোবালিটির ম্যাথ অত ভালো পারেন না । ম্যাথে উত্তর করার সময় দেখুন প্রোবাবিলিটির ম্যাথগুলো কোথায় আছে।
২. প্রত্যেক প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন
মাথায়-মগজে ঢুকিয়ে ফেলুন প্রতিটি প্রশ্নের মান সমান । যত সহজ বা যত কঠিন প্রশ্ন আসুক না কেন কোন প্রশ্নে ১ মার্কের বেশী নেই। ৯০ মিনিটে ৭৫টি প্রশ্ন সমাধান করতে হলে প্রতি প্রশ্নে গড়ে ৭২ সেকেন্ড সময় দেওয়া উচিত। প্রতিটি প্রশ্নের জন্য প্রয়োজনীয় সময় আলাদা হতে পারে। তাই যে প্রশ্নগুলো সহজ ও কম সময় নেয়, সেগুলো আগে সম্পন্ন করুন।
৩. তিনটি রাউন্ডে প্রশ্ন সমাধান করুন
প্রথম রাউন্ড: সহজ এবং কম সময় লাগবে এমন প্রশ্নগুলো ।
দ্বিতীয় রাউন্ড: মাঝারি কঠিন প্রশ্নগুলো, যেগুলোতে একটু বেশি সময় দরকার।
তৃতীয় রাউন্ড: সবচেয়ে কঠিন প্রশ্নগুলো যেগুলোতে সময় সবচেয়ে বেশী লাগে।
এর ফলে আপনি সহজ প্রশ্নগুলোতে সময় নষ্ট না করে বেশি মার্কস পেতে সক্ষম হবেন।
৪. প্র্যাকটিস পরীক্ষা দিন (Mock Tests)
সময়মতো প্রশ্ন সমাধান করতে প্রথমে প্রচুর পরিমাণে প্রশ্ন শলভিং করুন। নিয়মিত মক টেস্ট দিন। এর ফলে টাইম ম্যানেজমেন্টে উন্নতি হবে এবং আপনি পরীক্ষার স্ট্রেস কম অনুভব করবেন।
৫. দ্রুত পড়ার অভ্যাস গড়ে করুন (Speed Reading)
এই অভ্যাসটা না থাকার কারনে অনেক স্টুডেন্ট ধরা খেয়ে যান। মনে রাখবেন IBA-তে একটা প্রশ্নের উত্তর করার জন্য আপনি গড়ে সময় পাবেন মাত্র ৭২ সেকেন্ড। এখন যদি ২ মিনিট শুধু প্রশ্ন পড়ে বুঝতে ব্যয় করে ফেলেন তাহলে খুব একটা লাভ হবে না । সো দ্রুত প্রশ্ন পড়ার অভ্যাস গড়ে তুলুন। এতে করে আপনি প্রশ্নের মূল বক্তব্য দ্রুত ধরতে পারবেন এবং সময় বাঁচবে।
৬. কি ওয়ার্ডে ফোকাস করুন
প্রশ্নের গুরুত্বপূর্ণ শব্দ বা কীওয়ার্ডগুলোকে চিহ্নিত করুন। এতে করে প্রশ্ন দ্রুত বুঝতে সুবিধা হবে এবং উত্তর দেওয়ার সময় কম লাগবে।
যেমনঃ
Question: What is the main purpose of the United Nations?
a) Regulate global trade
b) Prevent world wars
c) Ensure global financial stability
d) Manage international sports events
Analysis:
Keywords: “main purpose” and “United Nations”
Approach: Focus on the primary function of the UN, which is aimed at maintaining peace and preventing conflict. Options like regulating global trade or managing sports events are not central to the UN’s main purpose.
Answer: b) Prevent world wars
৭. কত সময় পার হচ্ছে খেয়াল রাখুন
পরীক্ষার সময় প্রতি ৩০ মিনিট পরপর কত প্রশ্ন সম্পন্ন হয়েছে তা চেক করুন। যদি পিছিয়ে থাকেন, তাহলে একটু দ্রুত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন।
৮. সঠিক উত্তর অনুমান করুন (Educated Guessing)
কিছু প্রশ্নে আপনি যদি সঠিক উত্তর নিশ্চিত না হন, তাহলে অনুমান করার চেষ্টা করুন। তবে সেক্ষেত্রে অনুমান করার জন্য জ্ঞান এবং যুক্তি ব্যবহার করার সক্ষমতা থাকতে হবে।
যেমন কোন প্রশ্ন যদি আসে……
“Which of the following is a benefit of recycling?”
তো আপনি অপশনে দেখলেন “Decreased pollution,”
আপনি নিশ্চিত না হলেও ধরে নিতে পারেন এই অপশনটা সঠিক হবার সম্ভাবনা অনেকে বেশী
পরীক্ষার সময় মন শান্ত রাখুন এবং নিজের ওপর আস্থা রাখুন। অস্থির হলে সময় নষ্ট হবে এবং মনোযোগ নষ্ট হবে। নিয়মিত অনুশীলন করলে এবং এই কৌশলগুলো অনুসরণ করলে আপনার টাইম ম্যানেজমেন্টে উন্নতি হবে।
এই অভ্যাসগুলো মেনে চললে আপনার টাইম ম্যানেজমেন্ট এবং পারফরম্যান্স উন্নত হবে।
—————————————————
২০২৪ & ২০২৫ সালের সরকারী চাকরি যেমন পেট্রোবাংলা, বাংলাদেশ ব্যাংক, NSI, দুদকসহ IBA এর প্রস্তুতির জন্য আবারো স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি চলছে।
ক্লাসগুলো পরিচালনা করবেন পেট্রোবাংলার সহকারী ব্যবস্থাপকগণ, বিসিএস, ক্যাডার, বাংলাদেশ ব্যাংক এডিসহ আইবিএ গ্রাজুয়েটরা।
জব প্রিমিয়াম + IBA MBA কোর্সে ভর্তি হোন এই লিংক থেকে ।
👨🎓আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/C6cVp0s
📱আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/x6cXnyn
আর যারা শুধু আইবিএ এমবিএ ভর্তি হয়ে সেরা প্রস্তুতি নিতে চান তারা নিচের লিংক থেকে আসন কনফার্ম করে ফেলুন । সীমিত সময়ের জন্য থাকছে ১,০০০ টাকা ছাড়
👨🎓আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/I6cVuji
📱আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/v6cZ1jp
📗IBA MBA প্রশ্নব্যাংক অর্ডারের লিংক-
https://www.capstonebd.com/services/iba-mba-q-bank-new-edition/
📗নীলক্ষেত থেকে প্রশ্নব্যাংকটি সরাসরি প্রাপ্তির ঠিকানা-
ফিউচার পাবলিকেশন
১ নং, মিরপুর রোড, ইসলামিয়া মার্কেট নীলক্ষেত, ঢাকা-১২০৫।
০১৩২৭৩৭৯৬৮৬
০১৯৫৬৪৮১৩৩০
যেকোন দরকারে কল করুন 016 3031 3031 অথবা হোয়াটসঅ্যাপ করুন- https://wa.me/message/O6VOH6XRDACTL1
0 Comments
Leave a comment