IBA তে orientation program এ আমাদের MBA Chairperson madam ১ টা কথা বলেছিলেন,
” IBA শুধুমাত্র একটা institute না, এটা একটা লাইফ স্টাইল। আজকে বাসায় গিয়ে নিজেকে ভালোমত দেখে নাও । ২ বছর পরে নিজেকে আজকের তোমার সাথে মিলিয়ে দেখো । আমুল পরিবর্তন দেখতে পাবে নিজের মধ্যে।”
কি এই পরিবর্তন ? এই পরিবর্তন হল Confidence, Attitude, Smartness এর পরিবর্তন।
IBA এর লাইফ স্টাইলটা বা সিস্টেমটা এরকম যে এখানে এসে একটি ছেলে বা মেয়ে আগের চেয়ে অনেক বেশী Confident, Smart, Efficient হবে। এর অনেক কারন আছে।
প্রথমত, এখানে শিক্ষার্থীদেরকে পড়াশোনা ছাড়াও অন্যান্য নানাদিক থেকে চাপে রাখা হয়। শিক্ষার্থীদের এই চাপের সাথে অভ্যস্ত হয়ে এর মধ্য থেকেই ভালো কিছু করতে শেখনো হয়।
যেমনঃ আমাদের সময়কার ১টা ঘটনা বলি,
আমাদের মার্কেটিং কোর্সে ১টা এসাইনমেন্ট দেয়া হল যে, বাংলাদেশে হাই-কোয়ালিটি হসপিটাল সার্ভিসের গ্রোথের উপর ১টা রিপোর্ট বানাতে হবে ।
এর জন্য দেশের শীর্ষস্থানীয় ৩-৪টা হসপিটালে যেয়ে কিছু স্পেসিফিক ডাটা কালেক্ট করতে হবে ।
প্রথমেই পাঠানো হল ল্যাব এইডে । হসপিটালে গিয়ে যখন বললাম যে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, তখন কেউ কথাই বলতে চাইলো না ।
কারন, মাত্র ২-৩ দিন আগে ঢাবির এক শিক্ষার্থী ল্যাব এইডে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছে । আর এ নিয়ে ঢাবি শিক্ষার্থী এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে হাতাহাতির মত হয়েছিল ।
কিন্তু ডাটা তো কালেক্ট করতে হবে । কারন, ৪টা রিকোয়ার্ড হাসপাতালের ১টা ল্যাব এইড ।
বাধ্য হয়ে একে ওকে ধরা শুরু করলাম । বিভিন্ন লতানো পাতানো লিংক থেকে অবশেষে একজনকে খুঁজে বের করেছিলাম যিনি আমাদেরকে ল্যাব এইডের এইচ আরের সাথে কথা বলার স্কোপ করে দিয়েছিলেন ।
এরপর একে একে এপোলো, ইউনাইটেড, স্কয়ার সবগুলোতে নানা লিংক ধরে আমরা আমাদের কাজ শেষ করেছিলাম ।
বলার অপেক্ষা রাখে না যে, কাজটা মোটেও সহজ ছিল না । কারন, কেউ চায় না, ১টা হাসপাতালের সেনসিটিভ তথ্য তাদের কম্পিটিটররা জেনে যাক ।
সেদিন ১টা ব্যাপার খুব ভালোভাবে বুঝেছিলাম । যখন সবকিছু তোমার বিপক্ষে কাজ করে, তখন সব প্রতিকূলতার মধ্যেও কিভাবে কাজ বের করে আনতে হবে ।
দ্বিতীয়ত, IBA এর বেশ শক্তিশালী ১টা alumni base রয়েছে। বাংলাদেশের অধিকাংশ Top লেভেলের সিনিয়ার executive রা IBA এর। এর ফলে IBA এর ছেলে-মেয়েরা বেশ বড় রকমের ১টা advantage ভোগ করে।
আমাদের আইবাইটসদের ফেসবুক গ্রুপগুলোতে প্রায়ই সিনিয়ররা তাদের কোম্পানির সার্কুলার শেয়ার করে থাকেন ।
আইবিএতে ১টা ক্যারিয়ার সেন্টার আছে । যেখানে নামকরা কোম্পানিগুলো প্রায়ই সার্কুলার পাঠিয়ে থাকে ।
আবার অনেক সময় রেফারেন্স হিসেবে ওই কোম্পানিতে কাজ করা সিনিয়র ভাইয়া-আপুদের নামও রেফারেন্স হিসেবে ব্যাবহার করা যায় ।
তৃতীয় এবং সবচেয়ে বড় কারন বলে আমার যেটা মনে হয় সেটা হল, দেশসেরা গ্রাজুয়েটদের সাথে ২ বছর এক সাথে থেকে শেখার এক বিরাট সুযোগ ।
আইবিএর এডমিশন এডমিশন প্রসেস অনেক ফেয়ার এবং যথেস্ট রিগোরাস । সো বলা যায়, বাংলাদেশের বাছাইকৃত ছেলে-মেয়েরাই কেবল এখানে লেখাপড়া করার সুযোগ পায় ।
দেখবেন কেউ একজন অসম্ভব ভালো প্রেজেন্টেশন বানাতে পারে, কেউবা অনেক সুন্দর করে গুছিয়ে সবকিছু উপস্থাপন করতে পারে । কারো বা ফাইনান্সিয়াল এনালাইসিসে দক্ষতা বস লেভেলের ।
কারো নেটওয়ার্ক চরম শক্তিশালী । কেউ কেউ মেন্টালী অসম্ভব টাফ ।
এরকম অনেক বৈচিত্র আপনি আইবিএতে দেখতে পাবেন ।
তাদের সংস্পর্শে যখন আপনি ২ বছর কাটাবেন তখন অবশ্যই নিজের মাঝেও অনেক ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন যা আপনার মধ্যে হয়ত এর আগে ছিল না ।
আর ফিউচার নিয়ে যখন আপনার টেনশনে থাকবে না, যখন আপনার মাথায় যখন থাকবে যে, পাশ করার পর অন্তত ভালো চকারি-বাকরি পাওয়া নিয়ে আমাকে গলদঘর্ম হতে হবে না ইনশাআল্লাহ্, তখন সব কিছুই শান্তিমত মনোযোগ দিয়ে করতে পারবেন।
তবে হাঁ, তার মানে এই না যে, চাকরি একেবারে পেয়ে বসে থাকবেন। আপনাকে চেষ্টা করতে হবে। তবে অন্যদের চেয়ে ১ টা বড় advantage পাবেন এটা বলা যায়।
সব কথার শেষ কথা, আইবিএ আপনার মধ্যে প্রেসার হ্যান্ডেল করার এক অবিশ্বাস্য সক্ষমতা ঢুকিয়ে দেবে ! এই ব্যাপারটা যে, আপনার ক্যারিয়ারে কি পরিমানে হেল্প করবে তা এখানে না পড়লে কল্পনাও করা সম্ভব না !
আপনি বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করে দেশের শ্রেষ্ঠ institution এ পড়ছেন, এটা যে আপনাকে কতটুকু মানসিক প্রশান্তি আর Confidence দিবে তা বলে বোঝনো যাবে না।
এইটুকু বলতে পারি ঐ confidence আপনার life এর সবচেয়ে বড় পাথেয় হয়ে থাকবে।
যাই হোক এত সব সুবিধা পেতে আপনাকে অন্তত ৩-৪ মাস কষ্ট করতে হবে অর্থাৎ, ভালমত পড়ে IBA তে চান্স পেতে হবে।
আর আইবিএতে চান্স না পেলেও ক্ষতি নেই । এই প্রস্তুতি দিয়ে দেশের প্রায় সকল ধরনের পরীক্ষার ম্যাথ, ইংলিশ, রাইটিং আর এনালাইটিক্যাল পার্ট সম্পুর্ন কভার হয়ে যাবে ইনশা-আল্লাহ ।
১ টা সুন্দর ভবিষ্যতের জন্য এতটুকু কষ্ট তো করাই যায় !!
আলহামদুলিল্লাহ্ ! Capstone Education টানা ৬ ইনটেক ধরে IBA MBA, DU EMBA, BIBM, BUP এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে ।
IBA BBA Special কোর্সে ৩৩% ছাড় দেয়া হচ্ছে। এছাড়াও ফ্রি স্পোকেন কোর্স ও সাথে D ইউনিট কোর্স ফ্রি দেয়া হচ্ছে ।
আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
https://forms.gle/3GRaUejXdGBg5DWn7
Capstone Professional Spoken English কোর্সে ৩৩% ডিসকাউন্টে ভর্তি চলছে । আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই ছাড় অব্যাহত থাকবে । আসন সংখ্যা সীমিত । তাই দ্রুত ভর্তি কনফার্ম করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে । রেজিস্ট্রেশন লিংক
https://www.capstonebd.com/professional-english-spoken/
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
8 Comments
Dewan Mohammed Yakub May 30, 2016
yes…..
Udashin Pothik May 30, 2016
Thanks for this motivational writing
Tanvir Ahmed May 30, 2016
always splendid..
Mehedi Hasan May 30, 2016
প্রেষণা পেলাম। ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া। 🙂
R A Reme Islam May 30, 2016
Tnx a lot…bro.100% R8 but bro r porta issa kore na..porta rag hoi.BBA ses korta bored hoya jassi next a ki korbo?..What can i do?plz suggest koren.By the way Issa asa IBA ta try korer but kivaba akn thaka prepared hobo jodi kindly aktu inform kortan..:-(
Jobair Ahamad June 02, 2016
দয়া করে আইবিএ MBA প্রস্তুতির জন্য একজন দক্ষ টিউটর মেনেজ করে দিবেন?
Lishan Chowdhury October 31, 2019
Is there any opportunity for job holders? Do you havr Weekend classes??
Lishan Chowdhury October 31, 2019
Is there any opportunity for job holders? Do you have Weekend classes??
Leave a comment