দেখতে দেখতে পরীক্ষাই চলে আসলো । ২০ নভেম্বর ফর্ম ফিল-আপের সময় শেষ হয়েছে ।… আর মাত্র ৪ দিন পরেই IBA MBA 61th Intake … ঝটপট শেষ মুহূর্তের কিছু সাজেশন দিয়ে ফেলিঃ
১) এখন আর নতুন কিছু পড়ার দরকার নাই … আপনার প্রিপারেশন যতদিনেরই হোক, পুরাতন জিনিসগুলা রিভিশন দেন !!
যেমনঃ আপনি যদি মাত্র ১০০ টা ভোকাবুলারি পড়ে থাকেন, ঐ ১০০ টাই রিভিশন দেন … নতুন করে ৫০০ টা পড়ার দরকার নাই … মনে থাকবে না
২) এই ২ দিনে বিগত বছরের প্রশ্নগুলা বারবার সলভ করতে পারেন … 56, 57, 58, 59 – এই রিসেন্ট ইনটেকের প্রশ্নগুলা দেখেন … পারলে সময় ধরে সলভ করেন
৩) আইবিএ তে এক্সামের প্রিপারেশনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো এক্সামের স্ট্র্যাটেজি … অনেক ভালো প্রিপারেশন থাকার পরেও অনেকের এক্সাম ভালো হয় না প্রোপার স্ট্র্যাটেজির অভাবে
প্রথমত, এখন থেকেই ফিক্স করেন আপনি কোন সেকশনটা আগে দাগাবেন … কোনটা শেষে … কোনটায় কতটুকু সময় লাগতে পারে … এই ব্যাপারগুলা এক্সাম হলে বসে ভাবার সময় নাই
দ্বিতীয়ত, একেকজনের কমফোর্ট জোন একেক টপিকে … যার যেটায় সুবিধা হয়, সেটাই আগে দাগাবেন … তবে আমার পার্সোনাল অপিনিয়ন হলো, ANALYTICAL শেষে না দাগানো ভালো … কারণ Analytical এ সময় নিয়ে আনসার করতে হয় … তাড়াহুড়া করলে হয় না
আমি সবার আগে ANALYTICAL, এরপর ENGLISH, এরপর MATH দাগিয়েছিলাম
তবে MATH শেষে না দাগানো ভালো … কারণ ৫ মিনিট যখন বাকি ছিল, আমি ঘড়ির দিকে তাকিয়ে একটা ম্যাথও দাগাতে পারি নাই টেনশনে
তৃতীয়ত, আপনার MCQ যত খারাপ হোক, WRITTEN টা ভালো করে দিয়েন … WRITTEN এ ৩০ মার্কস থাকে … পুরা একটা সেকশন এর সমান মার্কস … অনেকে বলে, MCQ তে পাস করলে রিটেন দেখে, নাহলে দেখে না … এগুলার কোন অফিশিয়াল ভিত্তি নাই … আপনি MCQ আর WRITTEN দুইটাই খুব ভালোভাবে দিয়ে আসবেন
৪) প্রশ্ন পেয়ে ভালোভাবে খেয়াল করবেন কোথায় কয়টা প্রশ্ন আছে … আমাদের 59th Intake এ ENGLISH ছিল ২৫ টা, সাধারণত ৩০ টা থেকে … ভালোভাবে দেখে আনসার করবেন
৫) কোন ম্যাথ না পারলে ঐটার পিছনে ৫ মিনিট সময় নষ্ট করার দরকার নাই … SKIP করবেন … “আরেকটু করে দেখি হয় কিনা” – এই ফাঁদে পা দিয়েন না … আপনার ৩০ টার ৩০ টা আনসার করা লাগবে না … আপনার ফার্স্টও হওয়া লাগবে না … আপনি চাইলেই চোখ বুজে ৫-৭ টা SKIP করতে পারেন
৬) IBA কোনদিন বলে দেয় না অমুক সেকশনে এত % মার্ক্স পেলে পাস হবে, চান্স হবে … এটা পুরাই নির্ভর করে প্রশ্ন কেমন হয়েছে এবং ক্যান্ডিডেটরা কেমন এক্সাম দিয়েছে তার উপর … সুতরাং, অত প্রেসার নিয়ে হিসাবের কিছু নাই
ব্যালেন্স করে দাগাবেন … এক সেকশনে ২৮ টা, আরেক সেকশনে ৫ টা দাগাবেন – তাইলে হবে না
৭) পরীক্ষার পরে একদম চোখকান বন্ধ করে বাসায় চলে আসবেন … কারো সাথে কিছু মিলানোর দরকার নাই … এমনেই এক্সাম ভালো হয় না, তার উপর যদি ভুল বের হয়, ডিপ্রেসনে মারা যাবেন … কি দরকার ?? … যেসব বন্ধু-বান্ধব আনসার মিলায়, এদের থেকে দূরে থাকবেন
৮) যে কোন অ্যাডমিশন টেস্টেই LUCK অনেক বড় ফ্যাক্টর … পরীক্ষার আগে এবং পরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন বেশি বেশি … You need blessings … You really need it !!
সবার জন্য শুভ কামনা … দেখা হবে ক্যাম্পাসে
IBA (BBA, MBA), DU EMBA, BIBM, BUP, JU IBA এবং JOB প্রিপারেশনের জন্য বর্তমান সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের ১টি হচ্ছে Capstone Education।
Capstone Education থেকে ১০০ এর অধিক শিক্ষার্থী আজ IBA DU এর MBA-তে অধ্যয়ন করছে ।
শিক্ষার্থীদের ভালো মানের ১টা সার্ভিস দেয়ার জন্য আমরা শুরু থেকেই স্পেশাল ব্যাচ অফার করে আসছি যেগুলোতে লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি দেয়া হয় । অর্থাৎ, একবার ভর্তি হলে পরেরবার কোর্সটি ফ্রি রিপিট করতে পারছেন ।
এছাড়াও দুর্বল ব্যাসিকের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাসিক ডেভেলপমেন্ট ক্লাসের ব্যাবস্থাও এখানে আছে ।
আরো থাকছে …………
1 to 1 care ।
ফ্রি কোর্স বুক ।
এই মুহুর্তে আমাদের যেসব কোর্সে ভর্তি চলছেঃ
-
আইবিএ এমবিএর স্পেশাল রেগুলার কোর্স
এই ব্যাচগুলোতে ১০ ডিসেম্বর পর্যন্ত ১,০০০ টাকা ছাড়ও থাকছে । এই কোর্সটি আইবিএর প্রস্তুতিতো কভার করবেই । পাশাপাশি আইবিএ অথোরিটি যে জব এক্সামগুলো নিয়ে থাকে সেগুলোও পুরোপুরি কভার করবে ইনশা-আল্লাহ ।
কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন
https://tinyurl.com/y3k4ocfn
-
DU EMBA প্রিমিয়াম কোর্স
এই ব্যাচগুলোতে ১০ ডিসেম্বর পর্যন্ত ২,০০০ টাকা ছাড়ও থাকছে ।
যারা EMBA এবং JOB এই দুটোর প্রস্তুতি এক সাথে নিতে চান তাদের জন্য এই কোর্সটি একেবারে সময়োপযোগী ।
কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন
-
Executive MBA Of IBA
প্রিয় শিক্ষার্থীদের অনুরোধে Capstone Education শুরু করতে যাচ্ছে আইবিএর এক্সিকিউটিভ এমবিএর কোর্স ।
এই কোর্সেও লাইফটাইম স্টুডেন্টশীপ থাকছে । সাথে থাকছে 1 to 1 care সহ আরো অনেক সুবিধা ।
১০ ডিসেম্বর পর্যন্ত ১,০০০ টাকা ছাড়ও থাকছে । ক্লাস হবে শুধু শুক্রবার সকাল ৮ঃ৩০ থেকে দুপুর ১২ঃ৩০ পর্যন্ত ।
আগ্রহীদের দ্রুত পান্থপথ ব্রাঞ্চে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে ।
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/capstone.education/
https://www.facebook.com/groups/685465674956004/
Recent Comments