আইবিএর প্রিপারেশন নিয়ে তো অনেক কথাই শেয়ার করেছি । আজকে আইবিএ প্রিপারেশনের Challenge নিয়ে কিছু কথা বলি । কেন ভালো প্রিপারেশন নেয়া সত্বেও অনেকে আইবিএতে চান্স পাচ্ছে না । এখানে ভালো করতে হলে এই Challenge-গুলো নিয়ে কাজ করা জরুরী ।
১। ডিফিকাল্টি লেভেল সম্পর্কে প্রপার ধারনা না থাকাঃ
আইবিএর এক্সাম যে খুব কঠিন তা না । আবার একেবারে সহজও না । তবে অনেকেই এক্সামটাকে খুব হালকাভাবে নিয়ে ফেলেন ।
বিশেষ করে অনেকে এটাকে SSC, HSC বা ভার্সিটির সেমিস্টার ফাইনালের সাথে মিলিয়ে ফেলেন এবং প্রিপারেশনটাকে একবারে লাস্ট মোমেন্টের জন্য তুলে রাখেন । বাট শেষের দিকে গিয়ে আর কুলিয়ে উঠতে পারেন না ।
ফলে অনেকের ব্রেক ডাউন হয় । এই টাইপের কম্পিটিটিভ এক্সামে ১ মাস ডেইলি ১৫ ঘণ্টা করে পড়ার চেয়ে ,৩ মাস ডেইলি ৩ ঘণ্টা করে পড়লে অনেক বেশী ভালো করা সম্ভব ।
২। যথেষ্ট ফোকাসড না থাকাঃ
অনেকেই ১টা রুটিন করে ফেলেন । রেগুলারলি পড়াশোনাও করেন বাট ফোকাসড থাকেন না । আমি বোঝাতে চাচ্ছি যে, পড়ার জন্য প্রপার এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন না ।
ব্যাপারটি হচ্ছে আপনি যখন পড়াশোনা করছেন না, তখন কি আপনার লক্ষ্যের কথা মনে থাকছে ?
আই মিন যখন আড্ডা দেন বা কোথাও বেড়াতে যান তখন কি মনে হয়, যে You have some tasks in hand and you have goal to achieve. যদি মনে না হয় তাহলে বুঝবেন আপনি distracted.
৩। প্রস্তুতির মাঝামাঝি গিয়ে ইন্সপাইরেশন হারিয়ে ফেলাঃ
অনেকে খুব জোশে জোশে প্রিপারেশন নেয়া শুরু করেন বাট কিছু দিনের মাঝেই দমে যান । এর ১টা কারন হচ্ছে, আমাদের অধিকাংশেরই ম্যাথ আর ইংলিশের বেসিক খুব বাজে ।
সো প্রস্তুতির ১টা পর্যায়ে গিয়ে অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন এবং ভাবেন ধুর এর চেয়ে সহজ কিছুর দিকে টার্গেট করি । এভাবেও অনেকে মাঝখান থেকে হাল ছেড়ে দেন ।
৪। এক্সামে সব উত্তর দিতে যাওয়াঃ
১টা বিষয় অনেক ক্যান্ডিডেটই মাথায় রাখেন যে, আইবিএর এক্সামে কোন মেরিট লিস্ট নেই । সো আপনাকে ১০০% পেতে হবে না ।
ইন ফ্যাক্ট আইবিএর অনেক প্রশ্ন এরকম আসে যে, এটা আপনার এবিলিটির বাইরে । হয়ত ৫% ছেলে-মেয়ে সেটি পারবে ।
আপনার তো খামখা সে চ্যালেঞ্জ নেয়ার দরকার নেই । আপনাকে শুধু প্রতিটি সেকশনে ১টা সার্টেন পাশ মার্কস তুললেই হবে । বাট এক্সামের দিন অনেকেই এটা ভুলে যান এবং সব উত্তর করতে যান । ফলাফল …..
৫। প্রেসার নিতে না পারাঃ
2nd সেমিস্টারে আইবিএতে আমাদেরকে এক স্যার বলেছিলেন । আইবিএ এক্সাম হচ্ছে Time, pressure & space ম্যানেজমেন্ট টেস্ট । সো অনেকে ক্যান্ডিডেট খুব ভালো প্রস্তুতি থাকা সত্বেও জাস্ট এক্সামের দিন প্রেশার হ্যান্ডেল করতে না পারার কারনে বাদ পড়ে যায় ।
৬। টাইম ম্যানেজমেন্টঃ
এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই । ৭৫ টা MCQ এর জন্য ৯০ মিনিট । ভাই টাইম আসলেই অনেক লিমিটেড ।
আপনি ৫০টা ভালোমত দাগান তাতেই হবে । বাট কেউ কেউ ২-১ টা MCQ এর পেছনে এত বেশী টাইম নিয়ে ফেলেন যা overall এক্সামকে এফেক্ট করে ফেলে ।
৭। রাইটিং এ ভালো না করাঃ
MCQ তে খুব ভালো করলেন ৬০% এর উপর পেরে গেলেন । বাট রাইটিং ৪০% ও তুলতে পারলেন না । বাঁশ ! আমার টিচিং এক্সপেরিয়েন্স বলে লাস্ট কয়েক ইনটেক রাইটিংই ছিল চান্স পাবার ক্ষেত্রে সবচেয়ে ডিসাইসিভ ফ্যাক্টর ।
হ্যাপি প্রিপেয়ারিং 🙂
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো দেখুন এই লিংক থেকে
আইবিএ সংক্রান্ত আমাদের অন্যান্য দরকারি আর্টিকেলগুলো পড়ুন এই লিংক থেকে
আপনি কি আইবিএর ডিসেম্বর’ ২০২০ এর পরীক্ষার জন্য ১টা প্রোপার প্রিপারেশন নিতে চাচ্ছেন ?
ভালো গাইডলাইন চাচ্ছেন ? আইবিএর পাশাপাশি জব প্রিপারেশনও কভার করতে চাচ্ছেন ?
তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে Capstone Education।
Capstone Education গত ৭ ইনটেক ধরেই আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে ।
গত ইনটেকে Capstone থেকে আইবিএতে কোয়ালিফাই করেছিল ৬২ জনের মত ।
স্পেশাল ব্যাচগুলো থেকেই গত ৬ ইনটেকে DU IBA-তেই ১২০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
আর গত ৩ বছরে BUP, DU EMBA, JU WMBA ও JOB এক্সাম-গুলোতে কোয়ালিফাই করেছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
প্রস্তুতিকে আর সহজ আর স্মুথ করতে Capstone Education দিচ্ছে লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি ।
অর্থাৎ, একবার ভর্তি হলে পরেরবার কোর্সটি ফ্রি রিপিট করতে পারছেন ।
এছাড়াও দুর্বল ব্যাসিকের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাসিক ডেভেলপমেন্ট ক্লাসের ব্যাবস্থাও ।
এই মুহুর্তে আইবিএর স্পেশাল রেগুলার অনলাইন স্পেশাল ব্যাচে ভর্তি চলছে ।
প্যান্ডেমিকের কারনে কোর্স ফি’র উপর ৫০০০ টাকা ছাড় দেয়া হয়েছে ।
আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
এছাড়া আইবিএর এক্সেকিউটিভ এবং আইবিএর বিবিএ স্পেশাল ব্যাচেও ভর্তি চলছে । কোর্স ফি’র উপর প্রায় ৫০% পর্যন্ত ছাড়া থাকছে ।
আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
এছাড়া Capstone প্রফেশনাল স্পোকেন এবং প্রিমিয়াম IELTS কোর্স শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ্ । ক্লাস নিবেন IELTS এ 8.5 পাওয়া ইন্সট্রাক্টরগণ ।
আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
এছাড়া সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
ফোনঃ 01972-277866 or 016 30 31 30 31
ওয়েবসাইটঃ www.capatonebd.com
5 Comments
Didar Hossain May 05, 2016
evabe kokhono chinta korini.
Mehedi Hasan May 05, 2016
ভাল লাগলো। (y)
Shadee Reza May 06, 2016
How can I develop inn writing,??? plzzz
Nahid UR Rashid May 07, 2016
thx
Adyan Al Adiyy June 17, 2016
Yep. You are right