IBA DU দেশের সবচেয়ে আকর্ষণীয় শিক্ষা প্রতিষ্ঠান । এ প্রতিষ্ঠান নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও ফ্যাসিন্যাশনের কোন কমতি নেই । এই আর্টিকেলে আমরা IBA BBA সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করেছি ।
প্রশ্নঃ DU IBA তে এখন কতবার পরীক্ষা দেয়া যায় ?
:: ২০১৫ থেকে একবার । এর আগে ৪-৫ বার দেয়া যেত ।
প্রশ্নঃ আমি যদি ২০১৮ তে পরীক্ষা না দিয়ে থাকি তাহলে কি এবার পরীক্ষা দিতে পারব ?
:: নাহ । যে বছর HSC দিচ্ছেন শুধু সে বছরই পরীক্ষা দিতে পারবেন ।
প্রশ্নঃ IBA BBA তে সিট কতটি ?
:: সিট প্রায় ১২০টি ।
প্রশ্নঃ পরীক্ষা কখন হয় ?
:: সাধারণত অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুর দিকে হবে ।
প্রশ্নঃ IBA BBA এর এক্সামে কম্পিটিশন কেমন ?
:: প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার পরীক্ষা দিবে ।
প্রশ্নঃ পরীক্ষা দেয়ার ন্যূনতম যোগ্যতা কি ?
:: বাংলা মিডিয়ামের জন্য SSC & HSC মিলিয়ে ৪র্থ বিষয়সহ GPA মোট ৭.৫ হলেই হবে ।
ইংলিশ মিডিয়ামের জন্য যারা ২০১৩-১৬ এর মধ্যে ন্যূনতম ৫টি সাবজেক্ট(Math থাকতেই হবে) নিয়ে O-লেভেল পাশ করেছেন এবং মিনিমাম ২ টা সাবজেক্ট নিয়ে A-লেভেল পাশ করেছেন যার ১টি সাবজেক্ট অবশ্যই যে বছরে আইবিএর পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বছরেই পাশ করতে হবে । O-level এবং A-level মিলিয়ে মোট ৭টা সাবজেক্টের ৪টিতে minimum B এবং ৩টিতে minimum C থাকতে হবে ।
প্রশ্নঃ ভর্তি প্রক্রিয়া কেমন ?
:: MCQ, Written & Viva ।
MCQ থাকবেঃ Math (৩০টি), English(৩০টি), Analytical Ability(১৫টি)— মোট ৭৫
Written থাকবেঃ Essay, paragraph, Translation, Summary Writing ইত্যাদি—– মোট ২৫
প্রশ্নঃ সময় কতটুকু থাকে ?
:: MCQ এর জন্য ৯০ মিনিট এবং Written এর জন্য ৩০ মিনিট । মোট ২ ঘণ্টা ।
প্রশ্নঃ MCQ & Written এক্সামের কতদিন পর ভাইভার জন্য ডাকা হয় ?
:: সাধারণত ২-৩ সপ্তাহ ।
প্রশ্নঃ Calculator কি Allow করে ?
:: নাহ, IBA তে কখনই Calculator Allowed ছিল না ।
প্রশ্নঃ নেগেটিভ মার্কিং আছে ?
:: হা আছে । প্রতি ভুল উত্তরের জন্য .২৫ করে কাটা হয় ।
প্রশ্নঃ প্রতি সেকশনে কি আলাদাভাবে পাশ করা লাগে ?
:: হা লাগে ।
প্রশ্নঃ কাট-অফ মার্ক কত ?
:: সাধারণত এটা ইনটেক টু ইনটেক ভ্যারি করে । তবে কাট-অফ মার্ক কখনও কোন সেকশনে ৪০% এর নিচে বা ৬০% এর উপর হয় না ।
প্রশ্নঃ আই বি এ র অধিকাংশই কি ইংলিশ মিডিয়ামের ?
:: এটাও ইনটেক টু ইনটেক ভ্যারি করে। কোন বছর বাংলা মিডিয়াম বেশী থাকে আর কোন বছর ইংলিশ মিডিয়াম বেশী থাকে ।
প্রশ্নঃ আইবিএতে কি ইংলিশ মিডিয়াম ছাত্রদের বেশী প্রেফার করা হয় ?
:: এটা ১টা পপুলার মিথ যা মোটে সত্য না । আইবিএতে চান্স পাবার একমাত্র মাপকাঠি আপনার যোগ্যতা । আপনি যোগ্য হলে মাদ্রাসা থেকে এসেও আইবিএতে পড়তে পারবেন । ইনফ্যাক্ট অতীতে অনেকে ছাত্র-ছাত্রী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেও আইবিএতে পরেছে ।
প্রশ্নঃ বাংলা মিডিয়ামের মধ্যে NDC, VNC, Holy-Cross, City College ছাড়া নাকি আইবিএতে চান্স পাওয়া যায় না ?
:: আবারো ১টা বাজে কথা । আমাদের পরিচিত অনেকেই একবারে প্রত্যন্ত গ্রাম থেকে এসেও আজ আইবিএতে পড়ছে ।
প্রশ্নঃ আমি ইংলিশে ভালো না । আমার পক্ষে কি আইবিএতে চান্স পাওয়া সম্ভব ?
:: অবশ্যই সম্ভব । তবে অবশ্যই আপনাকে এর জন্য অনেক পরিশ্রম করতে হবে । অনেক দুর্বল স্টুডেন্টরা আজ আইবিএতে পড়ছে শুধুমাত্র নিজেদের জেদ আর অধ্যবসায় দিয়ে ।
প্রশ্নঃ আইবিএ থেকে পাশ করলে চাকুরীর নিশ্চয়তা কি?
:: পাশ করার আগেই হয়ত চাকুরী হয়ে যাবে ।
IBA BBA Special কোর্সে ৩৩% ছাড় দেয়া হচ্ছে। এছাড়াও ফ্রি স্পোকেন কোর্স ও সাথে D ইউনিট কোর্স ফ্রি দেয়া হচ্ছে ।
আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
https://forms.gle/3GRaUejXdGBg5DWn7
আলহামদুলিল্লাহ্ ! Capstone Education টানা ৬ ইনটেক ধরে IBA MBA, DU EMBA, BIBM, BUP এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে ।
Capstone Professional Spoken English কোর্সে ৩৩% ডিসকাউন্টে ভর্তি চলছে । আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই ছাড় অব্যাহত থাকবে । আসন সংখ্যা সীমিত । তাই দ্রুত ভর্তি কনফার্ম করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে । রেজিস্ট্রেশন লিংক
https://www.capstonebd.com/professional-english-spoken/
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
6 Comments
Ahaad Alif May 07, 2016
Bro I want to know about the capstonebd!!! What is capstonebd????
MD Rahmatullah May 07, 2016
Jahangirnagor university r IBA nie jante chay
Rehan Ali June 29, 2016
vai ami to sunecilam IBA te ajibon exam deuya jai …ta hole ata ki mittha cilo ???????????
Leave a comment