ঢাবির আইবিএতে ভর্তি পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে । আগামী ১১ নভেম্বর সকাল ১০ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
ভর্তি পরীক্ষাঃ ১১ নভেম্বর, সকাল ১০ টা ।
আবেদন শুরুঃ ৩ অক্টোবর, সকাল ২০ তা থেকে ।
আবেদনের শেষ সময়ঃ ২৬ অক্টোবর, বিকাল ৪ টা পর্যন্ত ।
ভর্তি ফীঃ ৮৬৫ টাকা ।
পরীক্ষা দেয়ার ন্যূনতম যোগ্যতাঃ
বাংলা মিডিয়ামের জন্য SSC & HSC মিলিয়ে ৪র্থ বিষয়সহ GPA মোট ৭.৫ হলেই হবে । SSC ২০১১-২০১৪ সেশনের মধ্যে পাশ করতে হবে । HSC অবশ্যই ২০১৬ তে পাশ করতে হবে । ২০১৬ এর আগের কোন HSC ক্যান্ডিডেট পরীক্ষায় অংশ নিতে পারবেন না ।
ইংলিশ মিডিয়ামের জন্য যারা ২০১১ – ১৪ এর মধ্যে ন্যূনতম ৫টি সাবজেক্ট(Math থাকতেই হবে) নিয়ে O-লেভেল পাশ করেছেন এবং মিনিমাম ২ টা সাবজেক্ট নিয়ে A-লেভেল পাশ করেছেন যার ১টি সাবজেক্ট অবশ্যই ২০১৬ তে পাশ করতে হবে । O-level এবং A-level মিলিয়ে মোট ৭তা সাবজেক্টের ৪টিতে minimum B এবং ৩টিতে minimum C থাকতে হবে ।
আইবিএ বিবিএ ভর্তি সার্কুলার ডাউনলোড করুন ।
যারা IBA BBA এর জন্য মডেল টেস্ট দিতে আগ্রহী তারা এই ডক ফাইলটি ফিল-আপ করুন ।
https://goo.gl/forms/8lXTyU02OvUj7y433
আইবিএ বিবিএ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেল IBA BBA এর যাবতীয় তথ্য পড়ুন ।
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
0 Comments
Leave a comment