DU এর IBA BBA পরীক্ষা আগামী ৩ নভেম্বর সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ । অনলাইনে ফর্ম পূরণ করা যাবে ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে ১৯ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত ।
বাংলা মিডিয়ামের যে সকল শিক্ষার্থী ২০১২-১৫ সেশনের মধ্যে SSC পরীক্ষা দিয়েছেন এবং অবশ্যই ২০১৭ তে HSC দিয়েছেন কেবল মাত্র তারাই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন ।
পরীক্ষায় অংশ নিতে SSC এবং HSC মিলিয়ে ৪র্থ বিষয়সহ ন্যূনতম ৭.৫ GPA থাকা লাগবে । তবে কোন SSC এবং HSC সহ কোন পরীক্ষায় 3.5 নিচে GPA থাকা যাবে না ।
ইংলিশ মিডিয়ামের জন্যঃ যারা ২০১২ -১৫ এর মধ্যে ন্যূনতম ৫টি সাবজেক্ট (Math থাকতেই হবে) নিয়ে O-লেভেল পাশ করেছেন এবং মিনিমাম ২ টা সাবজেক্ট নিয়ে A-লেভেল পাশ করেছেন, যার মধ্যে ১টি সাবজেক্ট অবশ্যই ২০১৭-তেই পাশ করতে হবে ।
O-level এবং A-level মিলিয়ে মোট ৭টা সাবজেক্টের ৪টিতে minimum B এবং ৩টিতে minimum C থাকতে হবে । এবং কোন সাবজেক্টে D থাকা যাবে না ।
আপনি যদি DU-তে আগের কোন বছর যে কোন ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে থাকেন তাহলে আর এ বছর পরীক্ষা দিতে পারবেন না ।
O/A লেভেলে অংশ নেয়া কিংবা দেশের বাইরে থেকে পড়া শিক্ষার্থীদের অবশ্যই আইবিএর একাডেমিক কাউন্সিল থেকে সার্টিফিকেট ইকুইভ্যালেন্স করাতে হবে ।
এপ্লিকেশনের জন্য বা আরো বিস্তারিত তথ্যের জন্য ভিসিট করুন http://admission.eis.du.ac.bd
আইবিএর বিবিএর এডমিশন টেস্ট উপলক্ষ্যে আমাদের স্পেশাল মডেল টেস্ট শুরু হচ্ছে আগামী ১০ অক্টোবর থেকে । মোট ১০টি পুর্নাংগ মডেল টেস্ট, ৩টি শলভ ক্লাস, ১টি রাইটিং ক্লাস হবে । ফিঃ ২,০০০ টাকা ।
বিস্তারিত দেখুন এই ডক ফাইলে
https://goo.gl/forms/Oy9yTsOmYyptWRym2
0 Comments
Leave a comment