আইবিএ এবং জবের প্রস্তুতিতে কোন বই পড়বো এবং কিভাবে পড়বো সেটা নিয়ে অনেকেরই জিজ্ঞাসা থাকে । এখানে এই ব্যাপারে ১টা গাইডলাইন দেয়া হচ্ছে ।
এ গাইডলাইনটি শুধু IBA নয় Bank Jobs/BIBM/EMBA সব জায়গায় কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ্ ।
শুরুতে গ্রামার করতে চাইলে Cliff’s Toefl আগে পড়ুন । পেজ নাম্বার-৩৯ থেকে শুরু করে পেজ ১৯৬ পর্যন্ত গ্রামারের রুলসগুলো ভালোভাবে পড়ে নিন । এরপর এই বইয়ের মিনি টেস্টগুলো করে ফেলুন ।
এরপর Official GMAT Review টা ধরতে পারেন । এখানকার কমপক্ষে ১০০ Sentence Correction বুঝে বুঝে করতে পারলে IBA সহ BCS/ Bank Jobs/ EMBA এক্সামের গ্রামার পার্ট নিয়ে আর চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ্ !
Error detection এর জন্য Cliff’s Toefl আগে দেখুন । এরপর Barron’s SAT দেখুন । এই ২টা ভালোমত শেষ করলেই হবে ।
Sentence Completion এর জন্য GRE Big Book এর গুরুত্ব আগে অনেক বেশী ছিল ।
তবে BIG Book এর অধিকাংশ Problem ভোকাব Based।
আর IBA তে গত কয়েক বছরে ভোকাব Based এর চেয়ে Simple Word এবং Grammar Based Sentence Completion বেশী আসে ।
তাই Sentence Completion এর জন্য Cliff’s Tofel, Barron’s Tofel এবং Barron’s SAT দেখতে পারেন ।
রিডিং কম্প্রিহেনশনের জন্য IBA এর BBA, MBA আগের বছরের প্রশ্নগুলো শলভ করলেই চলবে ।
তবে বেটার প্র্যাকটিসের জন্য GMAT review দেখতে পারেন ।
বলে রেখা ভালো যে, অফিসিয়াল জিম্যাট রিভিউর ডিফিকাল্টি লেভেল একটু টাফ । সো কোন জায়গায় আটকে গেলে বা না পারলে ফ্রাস্ট্রেটেড হবেন না ।
এবার আসা যাক ম্যাথ পার্টে ।
ম্যাথের বেসিক রুলস শিখার জন্য Manhattan GMAT & Official GMAT এর ম্যাথ পার্টের রুলসগুলো ভালোভাবে দেখুন ।
কনসেপ্ট ডেভেলোপ করার জন্য Manhattan GMAT এর ম্যাথ সিরিজের ১-৬ নম্বর সেটগুলো দেখতে পারেন । কন্সেপ্ট ডেভেলোপ করার জন্য এর চেয়ে ভালো বই বাজারে খুব কমই আছে ।
আর প্র্যাকটিসের জন্য Official GMAT Review এর যে ২২০+ ম্যাথ আছে সেগুলো শেষ করে ফেলুন ।
এছাড়াও ABhijit Guha-এর Quantitative Aptitude for Competitive Examination বইটাও খুব ভালো হবে ।
এরপর আইবিএর আগের বছরের প্রশ্নগুলো ভালোভাবে দেখুন । এছাড়াও NOVA’s GMAT/GRE যে কোন ১টা দেখতে পারেন ।
মনে রাখবেন, এক হাজার ম্যাথ করার চেয়ে একশ ম্যাথ দশ বার করে করা অনেক বেশী ফ্রুটফুল ।
কারন, এতে করে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেতে থাকবে ।
এনালাইটিক্যাল পাজলের বেসিক জিনিসগুলো ধরতে Barron’s GRE 12 th edition টা দেখতে পারেন ।
তবে বেস্ট হচ্ছে 200 Puzzle Pdf.
এই বইট GRE big BOok এর Organized ভার্সন ।
তবে বইটির সুবিধা হচ্ছে এখানে, প্রতিটি পাজল খুব চমৎকার ব্যাখাসহ দেয়া আছে ।
বইটি ডাউনলোড করতে আমাদের গ্রুপে জয়েন করুণ এই লিংক থেকে
এরপর ডাউনলোড করুণ এই লিংক থেকে
আসা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ্ ।
ক্রিটিক্যাল রিসোনিং এর জন্য Official GMAT আর আগের বছরের প্রশ্ন ভালোভাবে দেখুন ।
এছড়াও রাইটিং এবং অন্যান্য সাজেশনের জন্য আমাদের Youtube Channel এ চমৎকার কিছু ভিডিও দেয়া আছে ।
আমাদের YouTube Channel এর লিংক এখানে
ভিডিওগুলো দেখলে রাইটিং সম্পর্কে কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশা-আল্লাহ ।
লাস্ট ১টা কথা বলতে চাই যে, আইবিএ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে বই শেষ কথা না ।
এখানে বুকিশ প্রিপারেশনের চেয়ে অনেক বেশী জরুরী কন্সেপ্ট বিল্ড-আপ করা ।
এমন অনেকের কথাই শুনবেন যারা আইবিএতে তেমন কোন প্রিপারেশন না নিয়েই টিকে গেছে । অথবা, নামকরা কোন কোম্পানিতে খুব সহজেই সিলেক্টেড হয়ে গেছে ।
তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখবেন, তাদের কনসেপ্ট খুব ক্লিয়ার ছিল বা বেসিক খুব ভালো ছিল ।
এটা জরুরী না যে, তাদের খুব ভালো প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন শেষ করেছে ।
বরং দেখা গেছে যে, খুব সাধারন মানের প্রতিষ্ঠান থেকেও জাস্ট বেসিক ভালো থাকার কারনে খুব সাহজেই আইবিএর মত জায়গায় টিকে গেছে ।
তাই কোয়ান্টিটি না বরং কোয়ালিটিতে ফোকাস করুন ।
কয়টা ইংলিশ বই পড়ছেন এর চেয়ে অনেক বেশী জরুরী হচ্ছে, আপনি ইংরেজী কত ভালোভাবে এপ্লাই করা শিখেছেন ।
হাজারটা ভোকাবুলারী বা গ্রামার শেখার কোন মানেই নেই, যদি সেগুলো জায়গামত এপ্লাই করা না শিখেন ।
শত শত ম্যাথ করা একেবারে অর্থহীন যদি না, সেগুলো বুঝে বুঝে করেন !
That’s All ! Have a nice preparation !
————————————————————–
Capstone Education টানা আট ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । এবারের ৬৪ ইনটেকে Capstone থেকে আইবিএতে ফাইনালী কোয়ালিফাই করেছে ৫৬ জন।
৬৩ ইনটেকে কোয়ালিফাই করেছে ৬৩ জন।
২০১৯-২০-৩ আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ৯০ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।
এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৫০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
এই মুহুর্তে আমাদের DU EMBA Premium ব্যাচেও ভর্তি চলছে ।
এছাড়াও আইবিএর এক্সেকিউটিভ এক্সামকে সামনে রেখেও খোলা হয়েছে স্পেশাল কোর্স । যাদের স্বপ্ন আইবিএ থেকে এক্সেকিউটিভ এমবিএ করা কিন্তু বেশ কয়েক বছর ধরে লেখাপড়ার বাইরে আছেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি বেশ কাজে আসবে ইনশা-আল্লাহ ।
বর্তমানে আমাদের যে ব্যাচগুলোতে ভর্তি চলছে…………
- আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
- আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ব্যাচ
- জব প্রিমিয়াম ব্যাচ
- এক্সেকিউটিভ এমবিএ ব্যাচ
আসন্ন ইদ-উল-ফিতরকে সামনে রেখে Capstone তাঁর শুভাকাঙ্ক্ষীদের দিচ্ছে ঈদ উপহার । আগামী ১৫-২৭ এপ্রিল পর্যন্ত আমাদের বিভিন্ন অফলাইন কোর্সে থাকছে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় ।
ঈদের পর আমাদের যে ব্যাচগুলোর জন্য এই ডিসকাউন্ট অফার থাকছেঃ
👉 আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ব্যাচ ( ফ্ল্যাট ৩,০০০ টাকা ছাড়)
👉 আইবিএ এমবিএ স্পেশাল রেগুলার ব্যাচ ( ফ্ল্যাট ১,৫০০ টাকা ছাড়)
যে দুইটি টাইমিং-এ এই এই কোর্সের জন্য এখন ভর্তি চলছেঃ
➡️ শুক্র, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা
➡️ রবি, মঙ্গল, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৬টা
👉জব প্রিমিয়াম কোর্স ( ফ্ল্যাট ২,০০০ টাকা ছাড়)
➡️রবি, মঙ্গল, বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৬টা
👉IELTS প্রিমিয়াম কোর্স ( ফ্ল্যাট ২,০০০ টাকা ছাড়)
➡️রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ৮:৩০
পান্থপথ, মৌচাক, মিরপুর, চিটাগাং এই সবগুলো ব্রাঞ্চের অফলাইন ব্যাচে এই ডিসকাউন্ট চলবে । উপরোক্ত ব্যাচগুলোর ক্লাস মে মাসের ২য় সপ্তাহের পর থেকে পর্যায়ক্রমে শুরু হবে ।
ঈদ পরবর্তী ব্যাচে অনেকেই ভর্তি হবেন বলে নাম লিখিয়ে রেখেছিলেন । এদিকে আবার ইভিনিং এমবিএসহ বিভিন্ন জব এক্সামের সার্কুলারও সামনে আসবে । জুনেও আইবিএর ইনটকে হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে । সো ঈদ পরবর্তী ব্যাচের অনেক কল আসছে । তাই তাই দ্রুত আপনার আসন কনফার্ম করে ফেলুন ।
বর্তমানে আমাদের অনলাইন এবং ফিজিক্যাল যে কোর্সগুলোতে ভর্তি চলছে…………
➡️জব প্রিমিয়াম ব্যাচ ( দুদক, এনএসআই, বাংলাদেশ ব্যাংক, শিক্ষক নিবন্ধনসহ সকল জব এক্সামের প্রস্তুতি)
➡️আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (IBA DU, BUP, JU IBA, BIBM, DU EMBA যাদের লক্ষ্য)
➡️আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ব্যাচ (IBA DU, দুদক, এনএসআই, বাংলাদেশ ব্যাংকসহ সকল জব এক্সামের প্রস্তুতি)
➡️আইবিএ বিবিএ স্পেশাল ব্যাচ
➡️IELTS প্রিমিয়াম ব্যাচ
আমরা কোর্সগুলোতে লাইফটাইম স্টুডেন্টশীপ দিচ্ছি । ফলে একজন শিক্ষার্থী চাইলেই কোর্সটি পুনরায় কোন পেমেন্ট ছাড়াই রিপিট করতে পারবেন । থাকছে 1 to 1 কেয়ার ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস ছাড়াও আরো অনেক সুবিধা ।
আমাদের বিভিন্ন কোর্সে সরাসরি এনরোলমেন্টের লিংক
✔️আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
https://tinyurl.com/4wn2u43f
✔️আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)
https://tinyurl.com/53eezy48
✔️জব প্রিমিয়াম (অফলাইন)
https://tinyurl.com/2s486cc6
✔️IELTS প্রিমিয়াম ব্যাচ (অফলাইন)
https://tinyurl.com/2j8e256v
✔️আইবিএ বিবিএ স্পেসাল রেগুলার ব্যাচ (অফলাইন)
https://tinyurl.com/58a8cb29
✔️আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
https://tinyurl.com/4kmhefsz
✔️আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/495f575m
✔️জব প্রিমিয়াম (অনলাইন)
https://tinyurl.com/2p8s5uwm
✔️IELTS প্রিমিয়াম ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/h66jhe5w
✔️এক্সক্লুসিভ ইংলিশ স্পোকেন কোর্স (অনলাইন)
https://tinyurl.com/3hhjxpb2
✔️আইবিএ বিবিএ রেগুলার ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/2ebm3syx
✔️আইবিএ বিবিএ ক্রাশ ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/m4v5rv8b
✔️এক্সিকিউটিভ এমবিএ অফ আইবিএ ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/y22jknwj
✔️আইবিএ বিবিএ স্পেসাল রেগুলার ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/2p8ub827
আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ 01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ 01999- 017 011
ঠিকানাঃ ৭২ মৌচাক, ৪র্থ তলা (এসআইবিএল ব্যাংকের বিল্ডিং), ফরচুন শপিং মলের বিপরীত পাশে, ঢাকা।
মিরপুর ব্রাঞ্চঃ 01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা।
চিটাগাং ব্রাঞ্চঃ 01970- 985 420
ঠিকানাঃ ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং
2 Comments
Nahian Islam May 08, 2016
Thanks vai
🙂
Shahin Mia August 01, 2016
Jajakalla