যারা কাল ভাইভা দিতে যাচ্ছেন তাদের সবার জন্য শুভ কামনা । এটাকে অনেক বিশাল কিছু মনে করার কিছু নাই । এতে নিজেদের উপর প্রেশার বাড়বে ।
আইবিএতে ঢোকার দেয়ার আগে আমি BATB(British American Tobacco Bangladesh)-তে ছিলাম । এক্সামের আগের দিন BATB-তে আমার রিপোর্টিং ম্যানেজারের সাথে প্রায় ৩০ মিনিট ভাইভা নিয়ে আলোচনা করি ।
ভাইয়া আইবিএ বিবিএর ৭ বা ৮ ব্যাচের ছাত্র ছিলেন । উনার পরামর্শগুলো টনিকের মত কাজ করেছিল ।
উনি বলেছিলন প্রথম ১-২ মিনিটেই সিদ্ধান্ত হয়ে যায় কাকে নেয়া হচ্ছে । সো ঐ ১-২ মিনিট কোন ধরনের ব্লান্ডার করা যাবে না ।
আমার আগের পোষ্টে রুমে ইনিশিয়াল এটিকোয়েটসগুলো নিয়ে বলেছিলাম । ওখান থেকে দেখে নেন ।
ভাইভাতে একেকজন একেক এঙ্গেল থেকে প্রশ্ন করবে । আপনার কাজ হবে আস্তে আস্তে পুরো ভাইভাকে আপনার কমফোর্ট জোনের দিকে নিয়ে আসা ।
দ্যাট মিনস, যে প্রশ্নের উত্তরগুলো আপনি আপনার সম্পর্কে দিতে পছন্দ করবেন সে প্রশ্নগুলো তাদের মুখ থেকে করানো ।
যেমনঃ আপনি লিডারশীপ নিয়ে কথা বলতে বেশী কমফোর্টেবল । সো প্রতিটি উত্তরের শেষে লিডারশীপ প্রসঙ্গটি নিয়ে আশার চেষ্টা করুন ।
দেখবেন ১টা পর্যায়ে বোর্ড আপনাকে লিডারশীপ নিয়ে প্রশ্ন করা শুরু করবে ।
আপনার সিভির দুর্বলতাগুলো ভালোভাবে আইডেন্টিফাই করুন । যেমনঃ আপনি পাশ করার পর এক বছর বসে ছিলেন ।
এই এক বছর কিভাবে পার করেছেন সে ব্যাপারে ১টা লজিক্যাল ব্যাখ্যা তৈরী করুন ।
উত্তরের মধ্যে কোন দিস্ক্রিপেন্সী রাখা যাবে না । যেমনঃ আপনি বললেন যে, আপনি এন্ট্রাপ্রেনিউর হতে চান ।
বাট বোর্ড আপনাকে বলল যে, বিল গেটস বা ওয়ারেন বাফেট কেউ তো এমবিএ হোল্ডার না । সো এমবিএ করা দরকার কি ?
ঐ মুহূর্তে যদি বলেন যে, আসলেই তো দরকার নেই । তাহলে ঐ মুহূর্তেই আপনাকে বাদ দিয়ে দিবে ।
কোনভাবেই ঘাবড়ানো বা ভয় পাওয়া যাবে না । কোন প্রশ্নের উত্তর না জেনে থাকলে হাসিমুখে সরি বলে দিন । আজাইর্যা ত্যানা পেঁচাবেন না ।
মনে রাখবেন, আইবিএ ইস নট দ্যা এন্ড অফ দ্যা লাইফ । আল্লাহ্ তায়ালা যখন পাখির জন্য রিজিকের ব্যাবস্থা করেন, সো আপনার জন্যও কিছু ১টা করবেন ।
So just relax and enjoy those 20 minutes !
And lastly, smile a lot in front of the board ! That will alleviate ur tension and render a good impression about u !
May Allah bless u all 😀
0 Comments
Leave a comment