IBA MBA পরীক্ষার আর খুব বেশী সময় বাকি নেই । তাই আর এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত হবে না । এ সময়ে গ্রামার, কমন ম্যাথ ফর্মুলা, রাইটিং ও টাইম ম্যানেজমেন্টের দিকে বিশেষ জোর দিতে হবে ।
১। আগের বছরের প্রশ্নগুলো বারবার শলভ করুন । বিশেষ করে যে ম্যাথগুলো ভুল হচ্ছে সেগুলো বারবার রিভাইস করুন ।
২। Math এর জন্য আগের বছরের প্রশ্নগুলো দেখে যান । যেগুলো ভুল হচ্ছে সেগুলো বারবার দেখুন ।
৩। টাইম ম্যানেজমেন্টের দিকে বিশেষ মনোযোগ দিন । প্রতি সেকশনে কতটুক সময় দিবেন সেটি আগে থেকে ঠিক করে নিন । আগের বছরের প্রশ্ন শলভ করে বা মডেল টেস্ট দিয়ে এ ব্যাপারে প্রপার ফাইন টিউনিং করে নিন ।
৪। মডেল টেস্টগুলো দেয়ার সময় নিশ্চিত করুন যেন প্রতি সেকশনে কমপক্ষে 40% করে মার্কস পাচ্ছেন ।
৫। রিডিং এবং লিসেনিং হ্যাবিট বাড়ান । নিউজ পেপার এবং অনলাইন গুরুতবপুর্ন আর্টিকেলগুলোর ভোকাব লিস্ট করে রাখুন । হতে পারে এই হ্যাবিট থেকে ভোকাব কমন পড়ে যাবে ।
৬। ডেইলি স্টার অথাব ঢাকা ট্রিবিউনের এডিটোরিয়াল, ইন্টারন্যাশনাল ও বিজনেস পাতাটি ভালোমত পড়ুন ।
৭। আইবিএতে যে গ্রামারগুলো সচরাচর এসে থাকে সে গ্রামারের নিয়মগুলো ভালোমত মুখস্ত করে নিন । Ciff’s Toefl & Official Gmat গ্রামারগুলো বারবার দেখুন ।
৮। কমন ম্যাথ ফর্মুলার আলাদা একটা শিট বানান এবং নিয়মিত পড়ুন ।
৯। কমন কিছু writing টপিক বাছাই করে সেগুলোর উপর প্রতিদিন কমপক্ষে ১৫ লাইন করে লিখুন । বিশেষ করে দেশে ও বিদেশের সমসাময়িক আলোচিত ঘটনাসমূহের উপর টপিকগুলো বাছাই করে নিয়মিত লেখুন ।
১০। Puzzle ও Critical Reasoning এর আগের বছরের প্রশ্নসমুহ বারবার পড়ুন । যদি তারপরও সমস্যা থাকে তাহলে কমপক্ষে ৫০টি Puzzle বাছাই করে সেগুলো একেকটি কমপক্ষে ৩ বার শলভ করুন ।
IBA (BBA, MBA), DU EMBA, BIBM, BUP, JU IBA এবং JOB প্রিপারেশনের জন্য বর্তমান সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের ১টি হচ্ছে Capstone Education।
Capstone Education থেকে ১০০ এর অধিক শিক্ষার্থী আজ IBA DU এর MBA-তে অধ্যয়ন করছে ।
শিক্ষার্থীদের ভালো মানের ১টা সার্ভিস দেয়ার জন্য আমরা শুরু থেকেই স্পেশাল ব্যাচ অফার করে আসছি যেগুলোতে লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি দেয়া হয় । অর্থাৎ, একবার ভর্তি হলে পরেরবার কোর্সটি ফ্রি রিপিট করতে পারছেন ।
এছাড়াও দুর্বল ব্যাসিকের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাসিক ডেভেলপমেন্ট ক্লাসের ব্যাবস্থাও এখানে আছে ।
আরো থাকছে …………
1 to 1 care ।
ফ্রি কোর্স বুক ।
এই মুহুর্তে আমাদের যেসব কোর্সে ভর্তি চলছেঃ
-
আইবিএ এমবিএর স্পেশাল রেগুলার কোর্স
এই ব্যাচগুলোতে ১০ ডিসেম্বর পর্যন্ত ১,০০০ টাকা ছাড়ও থাকছে । এই কোর্সটি আইবিএর প্রস্তুতিতো কভার করবেই । পাশাপাশি আইবিএ অথোরিটি যে জব এক্সামগুলো নিয়ে থাকে সেগুলোও পুরোপুরি কভার করবে ইনশা-আল্লাহ ।
কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন
https://tinyurl.com/y3k4ocfn
-
DU EMBA প্রিমিয়াম কোর্স
এই ব্যাচগুলোতে ১০ ডিসেম্বর পর্যন্ত ২,০০০ টাকা ছাড়ও থাকছে ।
যারা EMBA এবং JOB এই দুটোর প্রস্তুতি এক সাথে নিতে চান তাদের জন্য এই কোর্সটি একেবারে সময়োপযোগী ।
কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন
-
Executive MBA Of IBA
প্রিয় শিক্ষার্থীদের অনুরোধে Capstone Education শুরু করতে যাচ্ছে আইবিএর এক্সিকিউটিভ এমবিএর কোর্স ।
এই কোর্সেও লাইফটাইম স্টুডেন্টশীপ থাকছে । সাথে থাকছে 1 to 1 care সহ আরো অনেক সুবিধা ।
১০ ডিসেম্বর পর্যন্ত ১,০০০ টাকা ছাড়ও থাকছে । ক্লাস হবে শুধু শুক্রবার সকাল ৮ঃ৩০ থেকে দুপুর ১২ঃ৩০ পর্যন্ত ।
আগ্রহীদের দ্রুত পান্থপথ ব্রাঞ্চে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে ।
Recent Comments