বিভিন্ন ব্যাংকের ৩৮০০+ পদের মেগা সার্কুলার এসেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আরো দুই মাস আগেই বিভিন্ন মন্ত্রণালয়, কর্পোরেশনের কাছে শুন্যপদের চাহিদা চেয়ে পাঠিয়েছে। পেট্রোবাংলাসহ দেশের সকল সরকারি প্রতিষ্ঠান শুন্য পদের চাহিদপত্র ইতিমধ্যে পাঠিয়েছে। এ বছরের মাঝামাঝি নাগাদ আরো প্রচুর পরিমানে সার্কুলার আসবে। সো এখনই নিজেকে প্রস্তুত করুন। ২০২৫ সাল আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ।এই আর্টিকেলে আমি আমার প্রিপারেশন জার্নি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি, সবার কাজে আসবে।
ইংরেজি প্রিপারেশন :
১)Vocabulary ( Word Smart 1,2+ GRE 333 High Frequency)
২) Grammar Part ( CLIFFS TOEFL + যেকোন বিসিএস ডাইজেস্ট থেকে গ্রামার পার্ট
৩) স্পেলিং + এনালজি ( যেকোনো বই)
৪) CLIFFS TOEFL এর মিনিটেস্ট গুলো নিজে নিজে সলভ করা
ম্যাথ : IBA যে টাইপ ম্যাথ দেয় :
১) Number System
২) Speed
৩) Equation
৪) অসমতা
৫) সেট(ভেনচিত্রের গুলো)
৬) Profit and loss
৭) Ratio and Mixture
৮) Age
Capstone IBA MBA Previous Q Bank, মেন্টরস ম্যাথ Q ব্যাংক, ম্যাথ ফ্রম হেল সলভ করতে পারেন। বেসিক ম্যাথেরসূত্র এবং থিওরি দেখার জন্য খাইরুল’স বেসিক ম্যাথ ।
কম্পিউটার পার্ট :
বিসিএস প্রিলির কম্পিউটার অংশের সব এমসিকিউ ব্যাখ্যাসহ পড়ে ফেললে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি।সাথে আলাল’স কম্পিউটার আওয়ার পড়তে পারেন।
সাধারণ জ্ঞান :
IBA এর সাধারণ জ্ঞান মোটামুটি একটা প্যাটার্ন মেনে চলে।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বিভিন্ন পুরস্কার,মেগা প্রজেক্ট, ভূগোলের বেসিক কিছু বিষয়,
মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন প্রশ্ন, সাম্প্রতিক বিভিন্ন খেলাধুলা।
বাংলাদেশের ঐতিহ্য ও শিল্প,অর্থনীতি,বিভিন্ন গ্যাস ফিল্ড রিলেটেড প্রশ্ন,জাতিসংঘ,বিভিন্ন
সংস্থার সদর দপ্তর ইত্যাদি। সাধারণ জ্ঞানের জন্য বেসিক ভিউ, এমপিথ্রি এগুলো ট্রাডিশনাল সাধারণ জ্ঞানের জন্য পড়বেন আর লাস্ট৩-৪ মাসের কারেন্ট এফেয়ার্স ভালো করে দেখে যাবেন।
বাংলা সাজেশন :
১)বিসিএস প্রিলির (১০-৪৫) বাংলা সকল এমসিকিউ
ব্যাকরণ :
সাধু ও চলিত রীতির পার্থক্য,
বাংলা ভাষার শব্দভাণ্ডার( তৎসম,তদ্ভব,অর্ধতৎসম,দেশি শব্দ,বিদেশি শব্দ),
বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়,ধ্বনি, ধ্বনি পরিবর্তন,দ্বিরুক্ত শব্দ, শব্দের শ্রেণীবিভাগ,বাক্য ও বাক্য পরিবর্তন, সমাস, কারক, বাগধারা,এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, প্রবাদ প্রবচন,বিপরীত শব্দ,শুদ্ধ – অশুদ্ধ, সন্ধি ইত্যাদি।
এগুলো বাংলা ব্যাকরণের বোর্ড বই ( নতুন ও পুরাতন) দুটো থেকেই পড়বেন।
বাংলা সাহিত্যের জন্য রানা ঘোষের সাহিত্য কথা বই বা অগ্রদূত বাংলা দেখতে পারেন।
পরিশেষে যেই বইটি না পড়লেই নয়, ফেনম’স আইবিএ জব সলিউশন কোয়েশ্চেন ব্যাংক বইটি পুরো প্র্যাকটিস করবেন। এই বই থেকেহুবুহু কমন পেতে পারেন বেশ কিছু প্রশ্ন, সেগুলো যেন কোনভাবেই মিস না হয়।
রিটেন পার্ট :
আজকে থেকেই পত্রিকা পড়া শুরু করে দিন। এক্সামের আগের দিন অবধি পত্রিকা পড়া ছাড়বেন না। প্রয়োজনে প্রতিদিনপত্রিকার গুরুত্বপূর্ণ অংশ খাতায় নোট করে রাখবেন। যদি আপনার গ্রামার ঠিক থাকে, বানান ভুল না হয় এবং রিলেভেন্ট তথ্য থাকেআপনি এখানে ইনশাআল্লাহ (৬৫-৭০)% মার্কস ক্যারি করতে পারবেন।আর প্রিলির ম্যাথ করা থাকলে রিটেন ম্যাথও পারবেন আশাকরি। ম্যাথ শুধু শর্টকাট না করে, ট্রাডিশনাল নিয়মও শিখে রাখবেন।
পরীক্ষার হলের টিপস : আগে ম্যাথ দিয়ে শুরু করতাম আমি, কারণ পরের দিকে ম্যাথ করতে গেলে সময়ের কারণে ম্যাথ ঠান্ডা মাথায়করা আমার জন্য কঠিন মনে হতো। আপনি মেইন এক্সামের আগে মডেল টেস্ট বা কোয়েশ্চেন ব্যাংক ঘড়ি দেখে বিভিন্ন ভাবে পরীক্ষাদিয়ে দেখতে পারেন কোন পদ্ধতি আপনার জন্য এফিশিয়েন্ট হয়।
তবে একটা এডভাইস থাকবে, যতো কম ছেড়ে আসা যায়। ০.২৫ নেগেটিভ মার্ক প্রতি এমসিকিউ এর জন্য, সুতরাং ক্যালকুলেটিভ রিস্ক আপনি নিতেই পারেন।
সবার জন্য শুভকামনা রইলো। আশা করি এক্সামের দিন ফাটিয়ে দিবেন সবাই।
শাহাদাৎ হোসেন
আইবিএ এমবিএ ৬০-তম ব্যাচ
ফরেন ক্যাডার, ৪১-তম বিসিএস
এক্স-এসিস্ট্যান্ট ম্যানেজার
জালালাবাদ গ্যাস ফিল্ড
অনলাইনে IBA & IBA-বেসড জব এক্সামের সেরা প্রস্তুতি নিন – জব প্রিমিয়াম + IBA MBA স্পেশাল অনলাইন কোর্স থেকে
অফলাইনে IBA & IBA-বেসড জব এক্সামের সেরা প্রস্তুতি নিন – জব প্রিমিয়াম + IBA MBA স্পেশাল অফলাইন কোর্স থেকে
0 Comments
Leave a comment