ইদানিং বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে ১টা প্রশ্ন প্রায়ই শোনা যায় । সেটি হল, আইবিএ নাকি বিসিএস ? আমার মনে হয় প্রশ্নটাই ভুল ! কারণ ১টা আরেকটার প্রতিদ্বন্দ্বী না, বরং সহায়ক !
আইবিএর প্রিপারেশন নিলে বিসিএসের ম্যাথ, ইংলিশ, ইংলিশের রাইটিং পার্ট প্রায় পুরোটা কভার হয়ে যায় । অন্য দিকে বিসিএসের প্রিপারেশন নিলে, আইবিএর ম্যাথ, ইংলিশ, রাইটিং পার্ট অলমস্ট কভার হয়ে যায় ।
সো দেখা যাচ্ছে, ১টা আরেকটাকে কমপ্লিমেন্ট করছে । আমি গত ৫ বছরে কম করে হলেও একশোর বেশী এরকম ক্যান্ডিডেট দেখেছি যারা আইবিএতেও পড়েছে এবং বিসিএস ক্যাডার হয়েছে ।
শুধু তাই না, বিসিএসের মেরিট লিস্টের ১টা উল্লেখযোগ্য অংশ আইবিএর গ্র্যাজুয়েট । গেল ৩৫ বিসিএসে প্রথম ১০ দশ জনের ৪-৫ জন ছিল আইবিএর । ৩৪ বিসিএসেও ৩-৪ জনের মত ছিল ।
এভাবে প্রতিটি বিসিএসেই প্রথম সারির ক্যাডারের ১টা ভালো অংশ আইবিএ থেকেই আসে । আপনি যদি এম্বিশাস এবং পরিশ্রমী হোন তাহলে দুটোই খুব ভালোভাবে এচিভ করা সম্ভব ইনশা-আল্লাহ ।
সো আসলে প্রশ্নটা হওয়া উচিতঃ কোনটা আগে আইবিএ না বিসিএস ?
এটা অবশ্য সম্পূর্ণ নির্ভর করছে, আপনার ক্যালিবার, স্ট্রেংথ এবং উইকনেসের উপর ।
বিসিএসের পড়াশোনা, এন্ট্রি প্রসেস একটু লেংথি, ধৈর্য এবং সময় সাপেক্ষ ।
প্রিলি, রিটেন এবং ভাইভা এই তিনটা প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে । পাশাপাশি সিলেবাস অনেক বিশাল ।
ম্যাথ, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান, বাংলা-ইংরেজী সাহিত্য, ইতিহাস, আন্তর্জাতিক বিষয়-বলী, ভূগোল ইত্যাদি । সো অনেক বেশী কিছু বিসিএসে কভার করতে হয় ।
অন্যদিকে আইবিএতে শুধু রিটেন টেস্ট আর ভাইভা । পরীক্ষা হবে শুধুমাত্র ম্যাথ, ইংলিশ, এনালাইটিক্যাল এবিলিটি, রাইটিং ।
তবে আইবিএর প্রিপারেশন, প্রশ্নগুলো একটু ট্রিকি । কিত্নু স্মার্টলী আগালে খুব ১টা লেংথী প্রিপারেশন এটা না ।
বিসিএসে মুখস্তবিদ্যা ১টা বড় ভূমিকা রাখে । যারা মুখস্তবিদ্যায় বেশী স্বাচ্ছন্দ্য, তারা বিসিএসে বেশী মজা পাবেন ।
অন্যদিকে যারা ট্রিকি এবং এনালাইটিক্যাল থিংকিংয়ে অভ্যস্ত তাদের জন্য আইবিএর প্রিপারেশন আগে নেয়া বেটার ।
আপনার স্ট্রেংথ অনুযায়ী টার্গেট চুজ করেন । ভয় পাবার কিছু নাই । যেটা আপনার জন্য এচিভ করা আগে ইজি হবে সেটাই ধরে ধরে আগান । অন্যটাকে পাশে রাখেন ।
তবে অবশ্যই ১টাকে ফোকাসে রাখবেন । আর এগুলোর মাঝখানে মাঝখানে অবশ্য অন্যান্য যে রিক্রুটমেন্ট টেস্টগুলো হয় সেগুলোতে বসুন ।
কারণ এতে করে, আপনার মেন্টাল স্ট্রেংথ বৃদ্ধি পাবে । প্রেশার হ্যান্ডেল করা শিখবেন । এবং এক্সাম হলেও পারফর্ম করতে শিখবেন ।
মনে রাখবেন এই যাবতীয় এক্সামগুলোই আসলে মাইন্ডগেম । সো প্রিপারেশনের স্টেজগুলোতে ভয়, টেনশন, ফ্রাসট্রেশন জয় করা শিখুন ।
শুভ কামনা ! 🙂
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৬১ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
কয়েকটা ব্যাচ ইতিমধ্যে ফিল-আপ হয়ে গেছে । যারা আগ্রহী তাদের দ্রুত ভর্তি কনফার্ম করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ।
DU IBA MBA স্পেশাল কোর্সে রেজিস্ট্রেশনের লিংক
Other MBA (BUP, DU EMBA, JU WMBA, JOB) স্পেশাল ব্যাচগুলোতে
পান্থপথ ব্রাঞ্চে ভর্তি হতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
https://goo.gl/forms/YirXqO7lStgXAxX02
মৌচাক ব্রাঞ্চে ভর্তি হতে আগ্রহীরা রেজিস্ট্রেশন করুন এই লিংক থেকে
https://goo.gl/forms/3lsB6ztPsaAiM8nw1
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
গ্রুপগুলোতে জয়েন করে আপনি নিজে যেমন উপকৃত হতে পারেন । তেমনি আপনার প্রিয় বন্ধুদের গ্রুপগুলোতে এড করে তাদেরও অনেক উপকার করতে পারেন ।
IBA, DU EMBA, BIBM এর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
BCS-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরীর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫। ‘
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
0 Comments
Leave a comment