আপনারা সবাই অপেক্ষা করছেন জুনের সার্কুলারের জন্য । আইবিএর ট্র্যাডিশন হচ্ছে এক্সামের কমপক্ষে এক মাস আগে সার্কুলার দেয় । এখন পর্যন্ত যেহেতু সার্কুলার দেয়নি আর ওদিকে ২০ জুনের মধ্যে ঢাবিও বন্ধ হয়ে যাবে সো বলা যায় পরীক্ষা ঈদের পর ছাড়া হচ্ছে না । আপনারা জুলাইয়ের ১৫ তারিখ ডেডলাইন ধরে আগাতে পারেন ।
যারা এক মাসের মধ্যে ১ টা ভালো প্রিপারেশন নিতে চান তারা আমাদের IBA MBA শুক্র ও শনিবারের স্পেশাল ব্যাচ এ আসতে পারেন । আগ্রহীরা এই ফর্মটি ফিল-আপ করুন ।
http://goo.gl/forms/6vQuDbnQGT
এখন যেহেতু এক্সট্রা সময় পাচ্ছেন সো এটাকে কাজে লাগান । এই এক্সট্রা টাইমের কারণে আপনাদের কম্পিটিটর বাড়বে শিউর থাকেন । সো প্রিপারেশনে ঢিলামি দিয়েন না ।
কিছুদিন আগে এক মাসের ১টা একশন প্ল্যান নিয়ে লিখেছিলাম । সেটাকেই হালকা মডিফাই করে এখানে দিলাম ।
১। অবশ্যই ১টা রুটিন করে ফেলুন । আপনার পুরো মাসের স্কেডিউল যেন এতে ইঙ্কলুডেড থাকে ।
২। আগের বছরের প্রশ্ন বারবার শলভ করুন এবং ভুলগুলোর একটা নোট নিয়ে নেন । শেষ মুহূর্তে কাজে লাগবে । মিনিমাম তিন বার যেন রিভিশন হয় খেয়াল রাখবেন ।
৩। গ্রামারের জন্য Cliff’s Tofel আবারো ভালোভাবে একবার রিভাইস করুন । এই বইয়ের শেষের দিকে যে টেস্টগুলো আছে সেগুলো বারবার করুন ।
৪। গ্রামারের ফারদার প্র্যাকটিসের জন্য Baroon’s SAT দেখতে পারেন । এখান থেকে Error Detection & Sentence Correction গুলো ভালোভাবে করুন ।
৫। আইবিএতে Vocab এর গুরুত্ব অনেক খানি কমে গেছে । সো এর পিছনে অনেক বেশী সময় নষ্ট না করাই ভালো । এখন পর্যন্ত যা পড়েছেন সেগুলোই রিভাইস করুন । এছাড়া ইংলিশ নিউজ পেপার বেশী বেশী করে পড়ুন । বিশেষ করে New York Times, Guardian, Economist থেকে ডেইলী ৩-৪ টি করে আর্টিকেল পড়ুন ।
৫। লিসেনিং এর প্রতি বিশেষ দৃষ্টি দিন । BBC শুনুন, BBC শুনুন, BBC শুনুন !
৬। ম্যাথস এর জন্য আগের বছরের প্রশ্ন শলভ করার কোন বিকল্প নেই । এমবিএর প্রশ্ন শলভ করার পর বিবিএর প্রশ্নগুলো ধরতে পারেন । তারপরও করতে চাইলে Official Gmat এবং Nova’s GMAT math bible দেখুন । যে ম্যাথগুলো ভুল করছেন সেগুলোর ১টা নোটস নিয়ে নিন ।
৭ । এনালাইটিক্যালের জন্য GRE Big Book এর কোন বিকল্প এখনও তৈরী হয়নি । সো ওটাই বারবার করুন । ১৫ টা টেস্ট ভালোভাবে করলেই হবে ইনশাআল্লাহ্ । তবে আগের বছরের প্রশ্ন শলভ করতে ভুলবেন না ।
৮। রাইটিং এর জন্য র্যান্ডম টপিক ধরে ধরে লিখুন । ধরেন, সারাদিনের আলোচিত কোন ইস্যুর উপর আপনি ৮-১০ লাইনে ফেসবুকে কিছু লিখে ফেললেন । কমেন্টগুলো ইংলিশে করুন ।
৯। বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিন । নিজেকে এভালুয়েট করুন । এডমিশন টেস্টে আপনি কত ভালো পারেন এতার সাথে সাথে আপনি অন্যের চেয়ে কতটুকু ভালো এটা বোঝাটাও জরুরী ।
১০ । টাইম ম্যানেজম্যান্টে বিশেষ নজর দিন । মনে রাখবেন আপনাকে ১০০% পেতে হবে না । প্রতি সেকশনে ৬০% করে পেলেই হবে । সো এই ফাইন টিউনিংটা মডেল টেস্টের সময় করে ফেলুন ।
হ্যাপি প্রিপেয়ারিং !
1 Comment
Mahmudul Hasan Mahi Khan May 18, 2016
Thanks man… I am studying in Economics in Bangladesh University of Professionals.I am greatly interested in IBA,MBA…. I am just in first year.. How can i prepare myself from now ???? Would you please suggest me ???? & thanks again for sharing all the important informations..
Leave a comment