দেখতে দেখতে দোরগোড়ায় আরও একটি IBA MBA Admission Test। সার্কুলার হয়ে গয়েছে। এডমিশন টেস্ট ২৪ নভেম্বর।
এবারের ইনটেক ৬৬-তম আর যেহেতু নভেম্বর-ডিসেম্বর ইনটেক, তাই full time ও part time মিলে টোটাল ১৮০ জন সুযোগ পাবে দেশের সেরা এই বিজনেস স্কুল represent করার।
এই মুহুর্তে হাতে মাত্র ১ মাস সময় আছে। আর পরীক্ষার আগের এই এক মাস বা শেষ মুহূর্তের preparation অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকে আমি share করব কিভাবে আমি শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছিলাম।
যেহেতু আমি পরীক্ষার ৩-৪ মাস আগে থেকেই preparation নেওয়া স্টার্ট করেছিলাম এবং Capstone এর regular batch এর একজন student ছিলাম তাই admission question pattern সম্পর্কে আমার সম্যক একটা ধারনা ছিল।
এই মুহুর্তে প্রথম যে কাজ টা করবেন তা হল বিগত ২০ টা ইনটেক এর Question সলভ করুন।
প্রতিদিন ২ টা করে (দিনে ১ টা ও রাতে ১ টা) সল্ভ করলে ১০ দিনেই এক বার সলভ করা সম্ভব। তবে নানা ব্যস্ততায় প্রতিদিন ২টা করে সলভ করা আসলেই কঠিন।
তাই ১০ দিন এ না পারলেও অন্তত ১৪-১৫ দিনে একবার সল্ভ করেন। বাকি যে সময় আছে সে সময়টায় লাস্ট ১০ ইনটেকের Question আবার সলভ করেন।
আসুন এবার সলভ করার কিছু টেকনিক এর কথা বলি।
যেহেতু মুল পরীক্ষা (mcq part) ৯০ minute এর আর ঘরে বসে একটানা ৯০ minute মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়াটা আসলেই কঠিন ব্যাপার।
তাই আমি যেটা করেছিলাম ৪০ minutes MATH , ২৫ minutes ENGLISH এবং ২৫ minutes ANALYTICAL এভাবে সময় ভাগ করে আলাদা আলাদা ভাবে সলভ করতাম (সময় person to person ভিন্ন ভিন্ন হতে পারে)।
এই সময়ের মধ্যে যতগুলা সলভ করা যেত ততগুলা সল্ভ করে কিছুক্ষণ break নিতাম। আবার পরের part করতাম।
যেমন প্রথমে ২৫ minutes ENGLISH করে কিছুক্ষণ break নিতাম then পরের ৪০ minutes MATH আবার কিছুক্ষণ break এবং সবার শেষে ২৫ minutes ANALYTICAL।
এভাবে সলভ করাটা আমার কাছে সুবিধার মনে হয়েছিল। তবে আপনি যদি ৯০ minutes একটানা বসে পুরাটা সলভ করতে পারেন তাহলে আরও ভাল। তবে কোন part এ কতটুকু সময় দিবেন এই বিষয়টা আগেই decide করে নিবেন।
বিগত বছরের Question solve করার একটা বড় সুবিধা হল আপনি আপনার weakness গুলা detect করতে পারবেন। আপনি কোন part এ কতগুলা answer করতে পারছেন এবং কত marks তুলতে পারলেন তা নিজেই হিসাব করে নিন।
এখন যে part এ বেশি সমস্যা হচ্ছে শেষ কয়েক দিন সেই part এ একটু বিশেষ নজর দিন। মনে রাখবেন IBA তে chance পেতে আপনার কোন part এ full marks তুলার কোন প্রয়োজন নেই।
আপনি কোন বিশেষ part এ পারদর্শী হতেই পারেন কিন্তু IBA admission test আপনার সেই যোগ্যতার evaluation করার জায়গা না। যেমন আপনি MATH এ তুখোড় হতে পারেন।
আপনার ইচ্ছা হতে পারে Question এর সবগুলা MATH solve করে আসতে। আর তা করতে গিয়ে MATH part এ এত সময় নিয়ে নিলেন যে বাকি ২ part এ cut-off mark তোলার মতই answer করতে পারলেন না।
দিন শেষে আপনার প্রাপ্তির খাতা কিন্তু শূন্য। মনে রাখবেন প্রত্যেক এ part এ ৬০% marks তুলতে পারলেই মোটামুটি আপনি সেফ জোনে থাকবেন।
এই সময় Vocabulary এর দিকে বিশেষ নজর দিন। Barron’s SAT 6 Practice Test এবং GRE Big book এর Sentence Completion গুলা বেশি বেশি সল্ভ করেন। পাশাপাশি Word Smart থেকে থেকে যতগুলা পারা যায় নতুন word শিখে ফেলুন।
তবে পরীক্ষার ৪-৫ দিন আগে থেকে নতুন করে কিছু শেখার দরকার নেই। Grammar এর জন্য Barron’s SAT 6 Practice Test সলভ করতে পারেন।
আর যদি সময় থাকে তাহলে https://www.majortests.com/sat/grammar.php থেকে practice করতে পারেন।
Grammar এর কোন বিশেষ part এ দুর্বলতা থাকলে Peterson’s TOEFL ফলো করতে পারেন।
অথবা যেকোনো ভাল English Grammar এর বই ফলো করতে পারেন।
Similarly MATH এর কোন topics এ দুর্বলতা থাকলে সেই topics বেশি বেশি practice করেন। তবে এখন নতুন করে কিছু না শিখাই ভাল। MATH এর shortcut formula গুলি একটা খাতায় লিখে রাখতে পারেন।
পরীক্ষার আগের মুহূর্তে সেগুলা দেখে নিতে সুবিধা হবে। আর ANALYTICAL part এর জন্য GRE Big Book এর বিকল্প নাই। তবে এখন সময় ধরে ধরে বিগত ইনটেকের Question সল্ভ করাটাই হবে আপনার first priority।
এই সময় Written (Descriptive part) এর জন্যও আপনাকে প্রস্তুতি নিতে হবে।
বিগত ইনটেকের Question গুলা সলভ তো করবেনই, পাশাপাশি নিজে থেকে প্রতিদিন ২০-২৫ minutes যেকোনো topic নিয়ে লেখালেখি করতে পারেন।
যেমনঃ Prospects of banking industry in Bangladesh, Impact of social media in our lives, The most memorable day in your life etc.
এই ছিল আমার পরীক্ষার আগের preparation strategy। তবে আপনার approach সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
কথা হল পরীক্ষার হলে আপনি যাতে confidently যেতে পারেন সেই ব্যাপারটা make sure করা।
তাই যত বেশি পারেন practice করতে থাকেন। আপনার জন্য থাকল শুভ কামনা।
—
নাফিজুল হক
এসিস্ট্যান্ট ম্যানেজার, পেট্রোবাংলা
আইবিএ এমবিএ ৫৯ ব্যাচ
এক্স-স্টুডেন্ট Capstone
——————————
এই মুহুর্তে Capstone Education-এর আইবিএ এমবিএর স্পেশাল মক প্রোগ্রামে ভর্তি চলছে । অফলাইন-অনলাইন দু’জায়গাতেই ভর্তি চলছে।
৩টি প্রি-মক টেস্ট, ১০টি ফুল লেংথ মক টেস্ট, ১টি স্পেশাল রাইটিং ক্লাস আর ৩টি স্পেশাল শলভ ক্লাস হবে।
অফলাইনে ফি- ৩,০০০ টাকা
অনলাইনে ফি – ২,০০০ টাকা
অফলাইনে ভর্তি হতে পারেন এই লিংক থেকে
https://www.capstonebd.com/services/iba-mba-special-mock-test/
অনলাইনে ভর্তি হন এই লিংক থেকে
https://www.capstonebd.com/services/iba-mba-special-mock-test-online/
কল 016 3031 3031
—————————
২০২৪ এর বিভিন্ন সরকারি, বেসরকারি জব এক্সাম এবং আইবিএ এমবিএর প্রস্তুতির জন্য নতুন স্পেশাল ব্যাচগুলোতে এখন আবারো ভর্তি শুরু হয়েছে।
আমাদের জব প্রিমিয়াম + IBA MBA স্পেশাল কোর্সটির লেকচার কনটেন্ট সমসাময়িক জব এক্সামগুলোর প্রশ্নের স্ট্যান্ডার্ড অনুযায়ী নতুন করে সাজানো । ফলে এ কোর্স থেকে শিক্ষার্থীরা আইবিএ এবং জব এক্সামগুলোর জন্য একটি আদর্শ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।
এই কোর্সে আপনাদের জন্য থাকছেঃ
📌লাইফ-টাইম স্টুডেন্টশীপ
📌ফ্রি কোর্স বুকস
📌স্টাডিরুম ফ্যাসিলিটি
📌ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস
📌সেরা ইন্সট্রাক্টর
কোর্সে এডমিশন নেয়ার লিংক
👨🎓আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/C6cVp0s
📱আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/x6cXnyn
👨🎓আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/I6cVuji
📱আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/v6cZ1jp
📗IBA MBA প্রশ্নব্যাংক অর্ডারের লিংক-
https://www.capstonebd.com/services/iba-mba-q-bank-new-edition/
📗নীলক্ষেত থেকে প্রশ্নব্যাংকটি সরাসরি প্রাপ্তির ঠিকানা-
ফিউচার পাবলিকেশন
১ নং, মিরপুর রোড, ইসলামিয়া মার্কেট নীলক্ষেত, ঢাকা-১২০৫।
০১৩২৭৩৭৯৬৮৬
০১৯৫৬৪৮১৩৩০
যেকোন দরকারে কল করুন 016 3031 3031 অথবা হোয়াটসঅ্যাপ করুন- https://wa.me/message/O6VOH6XRDACTL1
0 Comments
Leave a comment