প্রশ্নটা একটু জটিল ।
কারো কারো কাছে শুনবেন যে সে GRE এর প্রিপারেশন নিয়ে easily IBA-তে টিকে গেছে আবার কেউ কেউ বলবে সে GMAT এর প্রিপারেশন নিয়ে IBA-তে টিকেছে ।
আসল ব্যাপারটি হচ্ছে IBA এক্সাম GRE/GMAT/SAT/CAT এর ১টা কম্বো এক্সাম ।
উল্লেখিত সবগুলো এক্সাম থেকে কোন না কোন টপিক IBA-তে আসে । যেমনঃ Verbal পার্টের Error detection, SAT থেকে আসে ।
আবার Math এর DATA Sufficiency, GMAT এর কনসেপ্ট । Analytical পার্টের Puzzle, GRE old version এর কনসেপ্ট ।
আবার Verbal one word substation or suitable word replacement CAT এর কনসেপ্ট ।
সো প্রিপারেশনের জন্য আপনাকে সুধু ১টা সিস্টেমের উপর ডিপেন্ড করলে চলবে না ।
গত কয়েক বছর ধরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে ভালো মত এনালাইসিস করতে হবে ।
২০১২ এর দিকে আইবিএর প্রিপারেশন নেয়ার সময় আমি GRE/GMAT এর instructor ছিলাম ।
আমার এনালাইসিস অনুযায়ী IBA-তে সবচেয়ে বেশী এক্সপেরিমেন্ট করে Verbal section টাতে ।
আপনি দেখবেন আইবিএর Verbal section টা অনেক বেশী diversified ।
২০১১ থেকে ১৩-১৪ পর্যন্ত verbal পার্টে Word এর influence অনেক বেশী ছিল । ২০১৪ থেকে এখন পর্যন্ত আবার গ্রামার influence বেশী ।
আমার মতে ঢালাওভাবে GRE/SAT এর তিন-চার হাজার word মুখস্ত করা বোকামী এবং অনেক বেশী painstaking ।
আমি নিজে যা করেছিলাম তা হল হাই-ফ্রিকোয়েন্সী তিন-চারশ ওয়ার্ড মুখস্ত করে প্রচুর পরিমান অনলাইন রিডিং ।
এর ফলে প্রতিদিন অনেক নতুন word পেতাম ঠিকই বাট সাথে সাথে সেগুলোর implementation দেখাতে সেগুলো মনেও থাকতো ।
গ্রামারের জন্য জাস্ট official gmat review & cliff’s toefl । আমার মতে আইবিএর Math পার্টটা মোটামুটি স্ট্যাবল ।
এখানে খুব বেশী এক্সপেরিমেন্ট হয় না । তবে ম্যাথে সব সময় GMAT এর influence বেশী ।
তাই Official Gmat review তিন চার বার শেষ করে ফেলুন । That’s it !
লং স্টোরি শর্ট, IBA-তে এক্সামে GRE/GMAT ২টারই Influence আছে ।
তাই চোখ বন্ধ করে যে কোন ১টা ফলো করলে ধরা খাওয়ার সমূহ সম্ভাবনা আছে ।
তাই আগে প্রশ্ন ঘাটুন এবং বের করুন কোনগুলো দেখবেন আর কোনগুলো বাদ দিবেন ।
মনে রাখবেন Competitive এক্সামগুলোতে খুব জরুরী ১টা ইস্যু হল আমি কোন অংশগুলো বাদ দিচ্ছি ।
So be analytical & judgmental in ur decisions !
All the best !
8 Comments
MD Rahmatullah June 16, 2016
Jahangirnagor university er jonno.BBA IBA er jonno kon book follow karbo?
Shadee Reza May 04, 2016
Thank u via
Nahian Islam May 04, 2016
তাই Official Gmat review “তিন চার” bolte konta bujassen eta jodi kindly share korten
লং স্ট্ররি সর্ট, official gmat er kon content(1.1,…8.0) ta eta jodi clear kore janaten
🙂
Jamal Hosen May 04, 2016
Thanks a lot
Nazmul Sarker May 04, 2016
thanks
Uzzal Sarkar May 04, 2016
GRE ar old version konta…????
GMAT 3, 4 ki edition… I have the 5th edition of GMAT… Is it workable???
please reply me…. via..I am so confused
Ismail Hossen May 05, 2016
Thnx via.
Shwapnobaaz Rawchy May 15, 2016
vaia can we have preferred edition of required books?please as i have to go to nilkhet today…
Leave a comment