প্রশ্নঃ আইবিএ কি?
ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিসট্রেশন । এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যেখানে বিবিএ ও এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, ডিবিএ পড়ানো হয়।
প্রশ্নঃ আইবিএ বলতে কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএকেই বোঝায় ?
না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ আছে, জাহাঙ্গীরনগরে আইবিএ আছে কিন্তু এখনও মানুষ আইবিএ বলতে ঢাকা বিশ্বদ্যিালয়ের আইবিএকেই বোঝে।
প্রশ্নঃ আইবিএতে কারা পড়তে পারে?
যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/কমার্স) এইচ এসসি পাশ করার পরে বিবিএতে আর যেকোন গ্রুপ থেকে (সাইন্স/আর্টস/ কমার্স) অনার্স/বিবিএ/বিএসসি/পাশ কোর্স করে এমবিএতে ভর্তির পরীক্ষা দেয়া যায়।
প্রশ্নঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কি এখানে পড়তে পারবে?
হ্যাঁ অবশ্যই পারবে এবং এসব বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখানে পড়ছে।
প্রশ্নঃ এখানে ভর্তির যোগ্যতা কি?
বিবিএতে ভর্তির যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসি+এইসএসসিতে সব মিলিয়ে ৭.৫ থাকা লাগবে। আলাদাভাবে ৪.০০, এসএসসি/এইচএসসিতে ন্যুনতম ৩.৫০ থাকা লাগবে।
এমবিএতে ভর্তির যোগ্যতা: যেকোন গ্রুপ থেকে এসএসসিতে জিপিএ-৩, এইচএসসিতে জিপিএ-৩ অনার্সে সেকেন্ড ক্লাশ বা সিজিপিএ-২.৫০ হলেই হবে।
ব্যাচেলরস ডিগ্রি ৩ বছরের হলে সাথে ১ বছরের মাস্টার্স লাগবে।
প্রশ্নঃ ডিগ্রীর বা ন্যাশনাল ভার্সিটির, পাশ কোর্সের, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র-ছাত্রীরা কি IBA-MBA করতে পারে?
হ্যাঁ পারে, ইন ফ্যাক্ট এটাই আইবিএর স্বতন্ত্র বৈশিষ্ট্য । যে কেউ আইবিএতে পড়তে পারবে ।
প্রশ্নঃ আমি ন্যাশনাল, প্রাইভেট বা অখ্যাত কোন ইন্সটিটিউশনের শিক্ষার্থী বলে কি ভাইভাতে কোন ডিসক্রিমিনেশন করা হতে পারে ?
আইবিএতে কোন ডিস্ক্রিমিনেশন নেই ।
একজন বুয়েটের ছেলেও হয়ত বাদ পড়তে পারে আবার একজন ঢাকার বাইরের কোন অখ্যাত কলেজ থেকে পাশ করা ছেলেও চান্স পেতে পারে যদি সে Admission Test এবং ভাইভাতে ভাল করে।
ন্যাশনাল ভার্সিটি, প্রাইভেট এবং পাশ কোর্সের অনেকেই আজ আইবিএতে পড়ছে ।
ইনফ্যাক্ট Capstone Education থেকে প্রতি বছরই ন্যাশনাল ভার্সিটির কেউ না কেউ আইবিএতে চান্স পায় ইনশা-আল্লাহ।
প্রশ্নঃ আইবিএর অধিকাংশই কি ইংলিশ মিডিয়ামের ?
এটা একটা পপুলার মিথ । বাট ঘটনা ঠিক উল্টোটা বিশেষ করে এমবিএর ক্ষেত্রে । অধিকাংশ ছেলে-মেয়েই বাংলা মিডিয়ামের ।
প্রশ্নঃ আইবিএর এমবিএতে কয় ধরনের এমবিএ আছে?
- রেগুলার এমবিএ ।
- এক্সিকিউটিভ এমবিএ ।
- পার্ট টাইম- ( ক্লাশ হয় সন্ধ্যায় ) ।
- ফুল টাইম- ( ক্লাশ হয় দিনের বেলায় )।
- এস এস সি এবং এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ন্যুনতম ৩ থাকতে হবে
- অনার্স পরীক্ষায় সিজিপিএ ৪ এর মাঝে ন্যুনতম ২.৫০ থাকতে হবে
- কমপক্ষে ০৫ বছরের চাকুরীর অভিজ্ঞতা ।
প্রশ্নঃ এক্সিকিউটিভ এমবিএ আর রেগুলার এমবিএর মধ্যে পার্থক্য কি?
প্রশ্নঃ রেগুলার এমবিএ আর এক্সিকিউটিভ এমবিএর মধ্যে ভাল কোনটা?
প্রশ্নঃ রেগুলার এমবিএ বা বিবিএ এর ভর্তি প্রক্রিয়া কেমন ?
:: MCQ, Written & Viva ।
MCQ থাকবেঃ Math (২৫/৩০টি), English(২৫/৩০টি), Analytical Ability(১৫টি)— মোট ৭০
Written থাকবেঃ Essay, paragraph, Translation, Summary Writing ইত্যাদি—– মোট ৩০
আইবিএর প্রস্তুতির জন্য কিভাবে IBA এর প্রস্তুতি শুরু করবো ? আর্টিকেলটি পড়ে দেখতে পারেন ।
প্রশ্নঃ এক্সিকিউটিভ এমবিএ এর ভর্তি প্রক্রিয়া কেমন ?
:: এক্সিকিউটিভ এমবিএর এডমিশন টেস্ট রেগুলার এমবিএ থেকে আলাদা। এক্ষেত্রে ১ ঘন্টার একটি রিটেন টেস্ট হয়ে থাকে যেখানে মূলত ইংরেজি এবং এনালাইটিক্যাল এর উপর লিখিত টেস্ট নেয়া হয়ে থাকে।
প্রশ্নঃ সময় কতটুকু থাকে ?
:: বিবিএ এবং রেগুলার এমবিএঃ MCQ এর জন্য ৯০ মিনিট এবং Written এর জন্য ৩০ মিনিট । মোট ২ ঘণ্টা ।
এক্সিকিউটিভ এমবিএঃ এখানে শূধু রিটেন এক্সাম হয় ১ ঘন্টার।
প্রশ্নঃ MCQ & Written এক্সামের কতদিন পর ভাইভার জন্য ডাকা হয় ?
:: সাধারণত ২-৩ সপ্তাহ ।
প্রশ্নঃ Calculator কি Allow করে ?
:: নাহ, IBA তে কখনই Calculator Allowed ছিল না ।
প্রশ্নঃ নেগেটিভ মার্কিং আছে ?
:: হ্যাঁ আছে । প্রতি ভুল উত্তরের জন্য .২৫ করে কাটা হয় ।
প্রশ্নঃ প্রতি সেকশনে কি আলাদাভাবে পাশ করা লাগে ?
:: হ্যাঁ লাগে ।
প্রশ্নঃ কাট-অফ মার্ক কত ?
:: সাধারণত এটা ইনটেক টু ইনটেক ভ্যারি করে । তবে কাট-অফ মার্ক কখনও কোন সেকশনে ৪০% এর নিচে বা ৬০% এর উপর হয় না ।
আরো ক্লিয়ার হবার জন্য IBA তে কাট-অফ মার্ক কত ? আর্টিকেলটি পড়তে পারেন ।
প্রশ্নঃ এক্সামে কমপিটিশন কেমন ?
প্রতিযোগির সংখ্যা-রেগুলার এমবিএ: ৩০০০ থেকে ৪০০০ । এক্সিকিউটিভ এমবিএ: .৫০০-৬০০
আসলে কত জন এক্সাম দিচ্ছে এটা ফ্যাক্টর না । কারা দিচ্ছে এটা ফ্যাক্টর ।
কোন লেভেলের ক্যান্ডিডেটরা দিচ্ছে এটা ফ্যাক্টর । এখানে মেইন কম্পিটিশন হয় ব্যাসিকালী ১০০০-১৫০০ স্টুডেন্টদের মধ্যে ।
এদের মধ্যে আছে ঢাবি, বুয়েটসহ অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টপ গ্রাজুয়েটরা ।
প্রশ্নঃ রেগুলার এমবিএর ক্লাশ কবে কবে হয়?
সপ্তাহে চারদিন ক্লাশ থাকে, আর এটা নির্ভর করবে একটা সেমিস্টার এ আপনি কি কি সাবজেক্ট নিবেন।
প্রশ্নঃ এখানে কতবার পরীক্ষা দেয়া যায়?
এমবিএ তে যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারবেন।
বিবিএতে শুধু একবার, যে বছর এইচএসসি দিচ্ছেন শুধু সেই বছর ।
প্রশ্নঃ ভর্তি পরীক্ষা বছরে কতবার অনুষ্ঠিত হয়?
বিবিএ: বছরে একবার-ডিসেম্বর মাসে
রেগুলার এমবিএ: বছরে একবার ডিসেম্বরে
এক্সিকিউটিভ এমবিএ: বছরে দুইবার, জুন আর ডিসেম্বর
প্রশ্নঃ আমার গ্রাজুয়েশন শেষ হয়নি ফাইনাল ইয়ারে আছি বা ফাইনাল দিয়েছি রেসাল্ট পাব্লিশড হয়নি । আমি এক্সাম দিতে পারবো ?
রিটেন পরীক্ষা দিতে কোন সার্টিফিকেট লাগে না । সো যে কেউ পরীক্ষা দিতে পারবে । বাট রিটেন পাশ করলে ভাইভাতে সার্টিফিকেট দেখাতে হবে ।
প্রশ্নঃ আসন কত?
বিবিএ: ১২০টি রেগুলার এ
এমবিএ: ডিসেম্বরে ১২০ জন ফুলটাইম ৬০ জন পার্টটাইম
এক্সিকিউটিভ এমবিএ: প্রতিবার ৬০ জন করে। বছরে মোট ১২০ জন
প্রশ্নঃ আইবিএ থেকে পাশ করলে চাকুরীর নিশ্চয়তা কি?
আইবিএ থেকে পাশ করে কেউ বেকার বসে আছে এরকম শোনা যায় না বললেই চলে। বরং অনেক ক্ষেত্রেই পাশ করার আগেই চাকুরী হয়ে যায় ইনশা-আল্লাহ্ ।
প্রশ্নঃ যারা আইবিএর বিবিএ করে তাদেরও কি আবার এমবিএতে ভর্তি পরীক্ষা দিতে হয় নাকি সরাসরি ভর্তি হয়?
আইবিএতে সবাইকেই ভর্তি পরীক্ষা দিতে হয়।
প্রশ্নঃ আমার SSC, HSC, অনার্সের রেসাল্ট ভালো না । আমাকে কি রিটেনে কোয়ালিফাই করলে ভাইভাতে বাদ দিতে পারে ?
SSC প্রথমবার ৪-৫ সাবজেক্টে ফেইল করা ক্যান্ডিডেটরাও আইবিএতে পড়েছে । অনার্সে কোনমতে ২য় শ্রেনী বা সিজিপিএ ২.৫ পাওয়া ক্যান্ডিডেটরাও আইবিএতে পড়ছে ।
আপনাকে হয়ত আপনার বাজে রেসাল্ট নিয়ে প্রশ্ন করতে পারে । আপনাকে ভালোমত ডিফেন্ড করতে হবে । কিত্নু এর কারনে একবারে বাদ দিয়ে দিবে এরকম কোন রেকর্ড নেই ।
প্রশ্নঃ আমি আইবিএতে ফুল টাইম থেকে পার্ট টাইম বা পার্ট টাইম থেকে ফুল টাইমে সুইচ করতে পারবো ?
এক সেমিস্টার ক্লাস করার পর ফুল টাইম থেকে পার্ট টাইমে সুইচ করতে পারবেন ।
পার্ট টাইম থেকে ফুল টাইমে সুইচ করা যায়না।
প্রশ্নঃ আইবিএতে সাইন্স, আর্টস, কমার্সের কোন ডিস্ক্রিমিনেশন আছে ?
নাহ । আইবিএতে যে কেউ যে কোন ব্যাকগ্রাউন্ড বা ইন্সটিটিউশন থেকে এসে পড়াশনা করতে পারবে । শর্ত হচ্ছে, শুধুমাত্র গ্রাজুয়েশন করা থাকতে হবে এবং প্রতিষ্ঠানটি ইউজিসি অনুমোদিত হতে হবে ।
প্রশ্নঃ আইবিএতে কোন কোটা আছে ?
নাহ ! আইবিএ দেশের গুটিকয় প্রতিষ্ঠানের ১টি যেখানে জন্মলগ্ন থেকেই কোন কোটা নেই ।
স্বয়ং রাস্ট্র প্রধানের ছেলে-মেয়েদেরকেও পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমান করে চান্স পেতে হবে ।
এখানে চান্স পাবার একমাত্র মাপকাঠি আপনার মেধা !
প্রশ্নঃ আমি ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল আমার পক্ষে কি আইবিএতে চান্স পাওয়া সম্ভব ?
আমাদের প্রতিষ্ঠানের বহু ছেলে-মেয়ে যারা ম্যাথে এবং ইংরেজীতে ভয়াবহ রকমের দুর্বল ছিল, তাদের মধ্যে অনেকেই আজ আইবিএতে পড়ছে ।
দরকার সঠিক দিক-নির্দেশনা , ফোকাস আর অক্লান্ত পরিশ্রম ।
এই মুহুর্তে Capstone Education-এর আইবিএ এমবিএর স্পেশাল মক প্রোগ্রামে ভর্তি চলছে । অনলাইন রেজিস্ট্রেশন লিংক
এছাড়াও নেক্সট সেশনের জন্য আমাদের আইবিএ এমবিএর স্পেশাল রেগুলার কোর্সেও ভর্তি শুরু হয়েছে ।
এই স্পেশাল রেগুলার কোর্স থেকে আইবিএর এমবিএতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী আজ আইবিএতে পড়ছে ।
১টা সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য Capstone দেয় লাইফটাইম স্টুডেন্টশীপ অর্থাৎ, একবার ভর্তি হলে পরবর্তীতে ফ্রি ক্লাস করা যাবে ।
এছাড়াও ব্যাসিককে আরো ভালো করার জন্য দেয়া হচ্ছে ফ্রি-ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস ।
এই ব্যাচগুলোতে ১০ ডিসেম্বর পর্যন্ত ১,০০০ টাকা ছাড়ও থাকছে । কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন
https://tinyurl.com/y3k4ocfn
Capstone Education DU EMBA, BIBM, BUP-তেও শীর্ষস্থান দখল করে আছে । আমাদের প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ শতাধিকের অধিক শিক্ষার্থী এসকল প্রতিষ্ঠানে পড়েছে । এই এক্সামগুলোকে সামনে রেখেও EMBA প্রিমিয়াম ব্যাচে ভর্তি চলছে ।
এই ব্যাচগুলোতে ১০ ডিসেম্বর পর্যন্ত ২,০০০ টাকা ছাড়ও থাকছে । কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/capstone.education/
https://www.facebook.com/groups/685465674956004/
29 Comments
নূর-ই- নিশান June 18, 2016
ধন্যবাদ ভাই।
Al Wahid August 02, 2016
Thank you
Badhon- Black Slayer August 02, 2016
december intake ki 120 jon or 60 jon ne????
Aariyan Apu August 04, 2016
thanks
Jannat Munny August 06, 2016
thank u a lot
Gp Roy August 06, 2016
Thanks
Adiba Anridh Adhora August 07, 2016
Thank u
Tanvir Ahmed August 07, 2016
GMAT score thakle Ki IBA Mba te sorasori viva te jaoa jabe?
Md Solaiman August 08, 2016
thanks a lot vai
Johurul Islam August 09, 2016
vai preparation ki vabe nebo?
JH Sajib August 11, 2016
S.S>C 3.25
H.S.C 3.50
IBA apply korte Parbe
Asaduzzaman Asad May 01, 2016
thanks
Shafiqul Islam Tuhin May 01, 2016
Vaia HSC te 2.60 pele apply korte parbo
Shahriar Ahmed May 02, 2016
if u have more than 2.5 in hons
Ahammed Rubel May 02, 2016
tnx
ধীমান সরকার May 02, 2016
hsc thhe 4 ssc the 5 mohisin clg theke phy e honours korteci can I apply
Shahriar Ahmed May 02, 2016
Please read the post carefully. Ur answer has been given in the post 🙂
Iqbal Habib May 02, 2016
Bhai iba theke keu regular MBA korlo but tar graduation national university theke then will he get a better job? R jara bba kore tara to onk valo job pai. But jara just mba korbe tara ki unader moto job pai?
Shahriar Ahmed May 02, 2016
Once you get the seal of IBA, then all the options for u will be opened ins-sha-allah. Many NU students are doing pretty good jobs after their completion from IBA.
Rony Sarker May 02, 2016
vai vorti porikkar jonno ki vabe preparation nile valo hoi aktu bolben kindly????
Shahriar Ahmed May 02, 2016
keep ur eyes on the website. We will post about it soon ins-sha-allah 🙂
Md Abdus Salam May 02, 2016
anek anek donnobad
Sheikh Aktarul Islam May 02, 2016
আমার nu BBA exam শেষ জুন মাসে আমি পরীক্ষা দিতে পারবো ।
RK May 02, 2016
ধন্যবাদ
Mahfuzul Hoque Sabbir May 02, 2016
Which coaching centre is best for EMBA
Shahriar Ahmed May 02, 2016
Ins-sha-allah Capstone is providing top quality services for these courses. Here is the details
http://capstonebd.com/bn/fees/
Mohammad Ibrahim Khalil Mazumdar May 02, 2016
thanks a lot,,,,,,,,,,,, May Allah bless u,,,,,,,,
Ismail Hossen May 02, 2016
Thnx vaia.
Prity Kusum Chakma Jummo May 02, 2016
thanksss