প্রশ্ন: বাংলাদশে IELTS পরীক্ষার ফি কত ?
উত্তর: ২০১৬ তে পরীক্ষার ফি বাংলাদেশে 15,200 টাকা। প্রতি বছর ১০০০ টাকা করে বাড়ে। তাই জলদি জলদি পরীক্ষা দিয়ে ফেলুন।
প্রশ্ন: বাংলাদেশে IELTS পরীক্ষার সময় সূচী কেমন হয় ?
উত্তর: প্রতি মাসেই একটা/ দুটা IELTS পরীক্ষার নির্দিস্ট তারিখ থাকে (ব্রিটিশ কাউন্সিল থেকে নির্ধারিত)। আপনি তারিখ দেখে সেই তারিখের পরীক্ষার অন্তত ২ সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করে ফি জমা দেবেন ব্রিটিশ কাউন্সিলের অফিসে।
প্রশ্ন: IELTS পরীক্ষায় কয়টা সাবজেক্ট থাকে?
উত্তর: সাবজেক্ট থাকে চারটি। আসলে এদের সাবজেক্ট নয়, এদের MODULE বলে ডাকা হয়। চারটি module হচ্ছে – Listening, Speaking, Reading এবং Writing
প্রশ্ন: মার্কস কেমন করে নির্ধারিত হয় ?
উত্তর: IELTS পরীক্ষায় কোন নাম্বার ভিত্তিক মার্কস নেই, পরীক্ষা হয় 9 পয়েন্টের মধ্যে। আপনার সার্টিফিকেটে লেখা থাকবে আপনি 9 পয়েন্টে কত পয়েন্ট (যেমন : 6/ 6.5/ 7 ইত্যাদি) পেয়েছেন।
প্রশ্ন: চারটি মডিউলের মধ্যে কোনটা বেশি কঠিন?
উত্তর: সাধারনত LISTENING এবং READING তা নিয়েই সবাই ভোগে। কারণ লিসেনিং এ ব্রিটিশ, আমেরিকান বা অস্ট্রেলিয়ান একসেন্টে নেটিভ স্পিকারগণ কথা বলেন দ্রুত এবং সেটা সাথে সাথে শুনেই উত্তর করতে হয়, উচ্চারণ বা একসেন্ট নিয়ে বাংলাদেশীদের প্রবল সমস্যা থাকে লিসেনিং এ মেজরিটি খারাপ করে। এছাড়া একাডেমিক রিডিং এ লম্বা লম্বা ৩ টা passage ১ ঘণ্টায় সলভ করতে হয়, এবং এটাতেও অনেকেই খারাপ করে। PASSAGE গুলা মোটেও গতাগতিক passage নয়, তাই মেজরিটি একাডেমিক রিডিংয়েও খারাপ করে। General training এর রিডিং প্যাসেজ গুলা আবার একটু সহজ হয়!! কিন্তু যারা student visa এপ্লাই করবেন তাদের কে IELTS Academic certificate টাই এম্বাসি এবং ভার্সিটি তে জমা দিতে হবে তাই বাইপাস করার সুযোগ নাই!!
প্রশ্ন: IELTS পরীক্ষা কত ক্ষণ হয়?
উত্তর: মূলত পরীক্ষা একদিনে হয় না!! ২ দিনে হয়!! কারণ একদিন আপনি শুধু স্পিকিং পরীক্ষা দেবেন। আর অন্য় আরেকদিন (সাধারনত পরের দিনই ) আপনি বাকি ৩ টা মডিউলের পরীক্ষা দেবেন।
speaking পরীক্ষা 15 min হয়। কিন্তু আপনার সাথে আরো অনেকেই পরীক্ষা দিবে । তাই আপনার সিরিয়াল আসতে আসতে ১ ঘন্টা লেগে যাবে । তাই স্পিকিং পরীক্ষাটির দিনে আপনাকে এক -দেড় ঘন্টার প্রস্তুতি নিয়ে হলে যেতে হবে। সাথে অবশ্যই পাসপোর্ট নেবেন।
Listening : 40 mins, Reading: 1 Hour এবং Writing: 1 hour – এই তিনটা মডিউল আরেকদিন দেবেন। সিট পড়বে ঢাকাতে বসুন্ধরা কনভেনশন সেন্টার। বারিধারা আবাসিক এলাকায়। পরীক্ষার হলে মধ্যে ১৫/২০ মিনিট গ্যাপ থাকবে each module এ । এছাড়াও পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে আসবেন হলে কারণ আপনার পাসপোর্ট আইডি চেক হবে, ফটো চেক হবে এসব হাবিজাবি সব মিলিয়ে প্রায় ৫ ঘন্টা হলে থাকার প্রস্তুতি নিয়ে ভরা পেট়ে খেয়ে আসবেন বাসা থেকে। হলের ভেতরে পানির ব্যবস্থা থাকবে, ওয়াশ রুমের ব্যবস্থা থাকবে।
প্রশ্ন: পরীক্ষার রেজাল্ট কতদিন পরে পাওয়া যায়?
উত্তর: ১৫ দিন পরেই আপনি আপনার রেজাল্ট প্রথমে ইন্টারনেটে ব্রিটিশ কাউন্সিলের মেইন ওয়েবসাইট থেকে দেখতে পাবেন। তারপর সার্টিফিকেট এক সপ্তাহ পরেই পেয়ে যাবেন ।
প্রশ্ন : IELTS সার্টিফিকেট কি কুরিয়ারে পাওয়া যায়?
উত্তর: হ্যা যাবে। যেদিন পরীক্ষা দিতে হলে আসবেন , পাসপোর্ট ভেরিফিকেশনের সময়ে আপনাকে আস্ক করা হবে সার্টিফিকেট আপনি ব্রিটিশ কাউন্সিলের অফিসে এসে নিয়ে যাবেন নাকি আপনার কোন ঠিকানায় কুরিয়ার করা হবে। আপনি কুরিয়ারে চাইলে কুরিয়ারেই পাঠানো হবে। কিন্তু রিস্ক নিয়েন না। আপনার সার্টিফিকেট অফিসে এসে নিয়ে যেয়েন। এটাই ভালো।
প্রশ্ন: IELTS এ কেউ 9 এ 9 পায় কি?
উত্তর: হ্যা, পায়। একটু কঠিন কিন্তু অসাধ্য় নয়!!
প্রশ্ন:বাইরের দেশ গুলোতে পড়াশুনার জন্য IELTS এ কত স্কোর থাকা প্রয়োজন ?
উত্তর: এটা ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে। সাধারনত 6 বা 6.5 লাগে। কিছু ভালো ভারসিটি যেমন অক্সফোর্ড, হার্ভার্ড এ কিছু কিছু সাবজেক্টে পড়তে গেলে 7+ স্কোর প্রয়োজন পড়ে। IELTS কত স্কোর লাগবে সেটা সংশ্লিস্ট ভার্সিটির ওয়েবসাইটে স্পস্ট উল্লেখ থাকে। সেখান থেকে দেখে নিশ্চিত হওয়া উচিত।
প্রশ্ন: বাইরে ইমিগ্রেশনের জন্য IELTS কত score লাগে?
উত্তর: কানাডাতে ইমিগ্রেশনের জন্য IELTS 6.5 লাগবে (প্রতিটি module এ আলাদা আলাদা করে ৬.৫ লাগবে)। অস্ট্রেলিয়ায় 7 লাগবে (প্রতিটি module এ আলাদা আলাদা করে ৭ লাগবে)
0 Comments
Leave a comment