প্রশ্ন: IELTS কি ধরনের পরীক্ষা ?
উত্তর: এটা একটি আন্তর্জাতিক পরীক্ষা যেখানে আপনার ইংরেজি ভাষার চারটি দক্ষতা Listening, Speaking, Reading এবং Writing যাচাই করা হয়।
প্রশ্ন: IELTS এর পূর্নাঙ্গ রূপ কি ?
উত্তর: আইএলটস এর পরিপূর্ণ রূপ হচ্ছে International English Language Testing System
প্রশ্ন: IELTS পরীক্ষা কারা নেয়, প্রশ্ন কারা তৈরী করে এবং এর সার্টিফিকেট কে দেয়?
উত্তর: আইএলটস পরীক্ষা, প্রশ্ন, সার্টিফিকেট দেয়া সহ যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে লন্ডনস্থ British Council সংস্থা। সারা বিশ্বের ১০০ টিরও অধিক দেশে ব্রিটিশ কাউন্সিলের ব্রাঞ্চ অফিস রয়েছে যেগুলোর মান কঠোরভাবে নিয়ন্ত্রিত করা হয় লন্ডনস্থ British Council এর কেন্দ্রীয় অফিস থেকে।
British council কে প্রসাশনিকভাবে IDP নামের অস্ট্রেলিয়ান সংস্থাও সহায়তা করে। প্রশ্ন তৈরী করা, প্রশ্নের মান সারা বিশ্বব্যাপী বজায় রাখা সহ অন্যান্য যাবতীয় একাডেমিক কাজ University of Cambridge এর Cambridge English Language Assessment সেকশন করে। এখানকার একাডেমিশিয়ানগণ IELTS প্রশ্ন তৈরী করা ও প্রশ্নের মান বজায় রাখা নিয়ে গবেষণা করে থাকেন।
প্রশ্ন: IELTS এর সার্টিফিকেট কি সারাবিশ্বেই গ্রহনযোগ্য়?
উত্তর: সারা বিশ্বেই আইএলটস গ্রহনযোগ্য়, এক নামেই স্বীকৃত — হোক সেটা আমেরিকা, কানাডা, জাপান, জার্মানি বা ত্রিনিদাদ এন্ড টোবাগো বা সলোমন আইল্যান্ড!!
প্রশ্ন: “আমেরিকা বা কানাডাতে পড়াশুনার জন্য IELTS গ্রহণযোগ্য় নয়, TOEFL দিতে হয়” — এই কথা কি সঠিক ?
উত্তর: একেবারেই ১০০% ভুল কথা। বহুদিন আগে আমেরিকাতে পড়াশুনার জন্য শুধু TOEFL গ্রহনযোগ্য় ছিল, কিন্তু এখন আমেরিকার ভার্সিটির ওয়েবসাইট গুলোয় স্পস্ট উল্লেখ থাকে আইএলটস অথবা TOEFL যেকোনটা হলেই গ্রহনযোগ্য়।
প্রশ্ন: IELTS কেন দেব? না দিলেই কি নয় ?
উত্তর: যদি আপনি বিদেশে হোক সেটা আমেরিকা, কানাডা, জাপান, জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইডেন, ফিন্ল্যান্ড সহ অন্য়ান্য় দেশে পড়াশুনা মানে অনার্স, মাস্টার্স, PhD, এঞ্জিনিয়ারিং, ল’ বা যেকোন সাবজেক্টই পড়তে যান, সেক্ষেত্রে ভার্সিটিতে এডমিশন লেটার পেতে গেলে আপনাকে ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট দেখাতে হবে , আর সেজন্যেই IELTS পরীক্ষা দিতে হয়।
Commonwealth, Erasmus Mundus, Chevening সহ আন্তর্জাতিক ভালো স্কলারশিপ পেতে গেলেও IELTS পরীক্ষায় ভালো স্কোর থাকতে হয়। তাই, আইএলটস না দিলেই নয় !!
প্রশ্ন: IELTS পরীক্ষা কয় ধরনের হয়ে থাকে ?
উত্তর : আইএলটস পরীক্ষার দুইটা ফ্লেভার (ধরন)। একটা হচ্ছে IELTS-Academic, অরেকটি IELTS-General Training ।
প্রশ্নঃ আমি কোন পরীক্ষায় অংশ নিব ?
উত্তরঃ যারা বাইরে পড়াশুনা (student visa এর জন্য এপ্লাই করবেন) তাদের IELTS-ACADEMIC পরীক্ষা দেবেন। Embassy তেও এই IELTS-ACADEMIC পরীক্ষার সার্টিফিকেটে দেখানো লাগবে।
আর যারা Canada, Australia সহ অন্য়ান্য় দেশে skilled immigration এ মাইগ্রেশন করবেন তাদের জন্য আইএলটস-General Training পরীক্ষায় বসতে হবে।
embassy তেও এই IELTS-general training পরীক্ষার সার্টিফিকেটে দেখানো লাগবে। আর সার্টিফিকেটে স্পষ্ট লেখা থাকে আপনার IELTS Academic নাকি General Training।
প্রশ্ন: IELTS -Academic এবং IELTS- General Training এই দুটো পরীক্ষার মধ্যে কোনটা কঠিন?
উত্তর: অবশ্যই আইএলটস -Academic বেশি কঠিন। কারণ ইংলিশের এক্সপোযারটা ইমিগ্রেশনের চেয়ে বাইরে লেখাপড়ার ক্ষেত্রে বেশী লাগে। তাই IELTS-Academic একটু কঠিনই বটে IELTS- General Training এর তুলনায়। আর দুটির মধ্যে প্রশ্নগত কিছু পার্থক্য় তো রয়েছেই।
প্রশ্ন: IELTS সার্টিফিকেট কত বছরের জন্য ভ্যালিড থাকে?
উত্তর: পরীক্ষার রেজাল্ট পাবলিশের দিনের থেকে ঠিক ২ বছর পর্যন্ত ওই সার্টিফিকেট বিদেশের ভার্সিটি/ এম্বাসি গ্রহণ করবে। ২ বছরের অধিক পার হলে সেই সার্টিফিকেট আর গ্রহণ করা হয় না।
প্রশ্ন: পরীক্ষা কত বার দেয়া যায়?
উত্তর: আপনি আক্ষরিক অর্থে ইনফিনিটি টাইম আইএলটস পরীক্ষা দিতে পারবেন। যত বার খুশি দেবেন, কোন বাধা নেই।
আমার পরিচিত একজন আছেন UK তে, তিনি তার রেসিডেন্স পারমিট টিকিয়ে রাখার জন্য কাঙ্খিত IELTSফলাফল পাওয়ার জন্য ১৩ বার আইএলটস পরীক্ষা দিয়েছেন। এখনো পরীক্ষা দিয়েই যাচ্ছেন কারণ তিনি ইংরেজিতে বেশ দুর্বল !!
প্রশ্ন: পরীক্ষা দেয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়?
উত্তর: না থাকতে হয় না । আপনি মেট্রিক পাশ হন, আর ইন্টারমিডিয়েট পাশ হন, আর PhD হোল্ডার হন , সবাই IELTS পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
প্রশ্ন: কোন ডকুমেন্ট থাকা বাধ্যতামূলক?
উত্তর: পাসপোর্ট ছাড়া IELTS পরীক্ষা দেয়া দুরের কথা, রেজিস্ট্রেশনও করতে পারবেন না। পাসপোর্ট বানিয়ে ফেলুন যারা IELTS পরীক্ষা দেয়ার প্ল্যান করছেন।
প্রশ্ন: বাংলাদেশে কোথায় পরীক্ষা দেয়া যায়?
উত্তর: ব্রিটিশ কাউন্সিল বা IDP অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে IELTS দেয়া যাবে । কোথা থেকে দিতে চান বা আপনার বাসা থেকে কোন প্রতিষ্ঠান কাছে হবে সেটা এই দুই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিন ।
চলবে………………..
আলহামদুলিল্লাহ্ ! Capstone Education টানা ৭ ইনটেক ধরে IBA MBA, DU EMBA, BIBM, BUP এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে ।
এই মুহুর্তে আমরা আইবিএ ও জব রিলেটেড ২ ধরনের কোর্স অফার করছিঃ
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
22 Comments
Arin Siddiquee May 04, 2016
rajshahi te branch nei?
Subrata Pal May 05, 2016
What about registration fees? When registration going on?
Fahim-Al Islam May 05, 2016
Thanks
Ash Sumon May 05, 2016
thnx
work permit er jonno konta korte hoi
Rahman Shaamim May 05, 2016
Thnxs for good suggested…..
মহান মালিকের গোলাম May 05, 2016
Ieltesa totally kto marker exm hoi…ati ki writting exm…nki viba o hoy
Sk Ratul May 06, 2016
acca aii 2 year por time extend krar way kii????
anek aa uk ta jay 10/15 year thaka kii vabe
Md NH Raju May 06, 2016
Thanks 🙂
Tanvir Pranta May 06, 2016
I don’t speak in English .How I participate in IELTS Exam?Plz suggest me.At first ,What can I do?
Mahmud Pasha May 06, 2016
IELTS ছাড়া কি ইউরোপ যেতে পারবো কিনা?
please জানাবেন
Rumy May 06, 2016
Thank you
Jahidul Islam May 06, 2016
Could i proceed skill migration by academic ielts
শাহিন খান May 06, 2016
Thanks for fews precious information.
Mahbuba Rahman May 06, 2016
rajshahi te branch ache but purnango(full) noi .ami to akhan thekei exam(IELTS) dibo.
Khalid Humayoun May 06, 2016
Intetrested
Jakirul Islam May 07, 2016
How much score helpful to go abroad at least? Can I attend exam out of Dhaka?
Abdus Sabur May 07, 2016
is there any scope in online?
Si Sujon May 07, 2016
Helpful
Hasib Prodhan May 07, 2016
well information
Zahid Naim May 07, 2016
ট্রেনিং কোর্স কত , আই ঈ এল টি এস এর? আর কোথায় করলে বেস্ট হবে?
Sirajul Hasan Miah Omar May 07, 2016
any branch in khulna??
Riad Alam Prodhan May 07, 2016
Australia ki permanent citizenship dey???
Leave a comment