কমপিটিটিভ এক্সামগুলোর প্রিপেরেশনের মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় ম্যাথ । কারন ইংলিশে হাজারো জায়গা থেকে প্রশ্ন করার সুযোগ থাকে । চাইলেই আন-নোন ভোকাব বা আন-কমন গ্রামার দিয়ে দেয়া যায় । বাট ম্যাথে যদি কেউ প্রোপার প্ল্যানিং করতে পারেন তাহলে খুব সহজেই ভালো করা সম্ভব ইনশাআল্লাহ্ ।
IBA/Job এক্সামগুলো ( যেমনঃ মাল্টিন্যাশনাল, সরকারী- বেসরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক) যে ম্যাথসগুলো এসে থাকেঃ
- Number Theory
2. Profit-Loss
3. Percentage
4. Boat-Stream
5. Train
6. Age
7. Alligation
8.Mixture
9. Interest
10. Permutaion-Combination
11. Probability
12. Geometry
যা করবেন
১। প্রথমে ম্যাথসের বিভিন্ন পার্টের ইংলিশ নামগুলো জেনে নিন । যেমনঃ জ্যা, বৃত্তচাপ ইত্যাদি বাংলা টার্মগুলোর ইংলিশ ভার্সন জেনে নিন ।
২। কিছু কমন টপিক বাছাই করুন যেগুলো এক্সামগুলোতে ফ্রিকোয়েন্টলী আসে । যেমনঃ পার্সেন্ট, নাম্বার থিউরী, প্রফিট-লস ইত্যাদি । বইয়ের লিস্টের জন্য এই আর্টিকেলটা দেখতে পারেন IBA preparation: Necessary Books
৩। এরপর দেখুন আপনার স্ট্রেংথ আর উইকনেসের জায়গা কোনগুলো । ২টা চার্ট করে ফেলুন । এক পাশে স্ট্রেংথ আরেক পাশে উইকনেসের টপিকগুলো রাখুন ।
৪। এবার ১টা প্লান করে ফেলুন যে কত দিনের মধ্যে আপনি এই টপিকগুলো কাভার করবেন ।
৫। আপনার স্ট্রেংথের পার্টগুলো আগে শুরু করুন । কারন এতে কনফিডেন্স পাবেন ।
৬। উইকনেসের পার্টগুলো করার সময় খেয়াল রাখবেন যে প্রতিটা টপিক আপনি বুঝে বুঝে আগাচ্ছেন ।
৭। থিউরি পড়ার সময় চ্যাপ্টার-ওয়াইজ জাস্ট ১টি সাদা কাগজে গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো লিখে রাখুন ।
৮। ক্যালকুলেশন দ্রুত করার জন্য অবসর সময়ে মনে মনে ছোট ছোট গুণ প্র্যাকটিস করুন । ম্যাথকে ভয় না পেয়ে ভালোবাসুন । মজা খোজার চেষ্টা করুন । এতে করে কাজ খুব সহজ হয়ে যাবে ।
৯। ম্যাথ ক্যালকুলেশন দ্রুত করার অনেক অ্যাপস প্লে স্টোরে পাবেন । ভালো রেটিং দেখে কিছু অ্যাপস নামিয়ে নিন । আপনার অপ্রয়োজনীয় সময় যেমন রাস্তায়, রিকশাতে এগুলো প্র্যাকটিস করুন ।
১০ । চ্যাপ্টার-ওয়াইজ শলভ করার সময় যে ম্যাথগুলো ভুল করছেন সেগুলো মার্ক করে রাখুন । এবং ৭ দিনের মধ্যে অবশ্যই আবার করুন । মনে রাখবেন ৫০০ টা নতুন ম্যাথ ১ বার করার চেয়ে ২০০ ম্যাথ ৩ বার করে করা অনেক বেশী ইফেক্টিভ ।
যা করবেন না
১। দ্রুত উন্নতি আশা করবেন না । ৮-১০ দিনের ভেতর পণ্ডিত হয়ে যাবো এরকম আশা করা বোকামি ।
২। শর্ট-কাট খুঁজতে যাবেন না । আগে কনসেপ্ট ডেভেলপ করুন । দেখবেন আপনি নিজেই শর্ট-কাট বের করে ফেলতে পারবেন ।
৩। প্রস্তুতির সময়ে রিল্যাক্সড হয়ে যাবেন না । ৭ দিন প্রিপারেশন নেয়ার পর যদি ২-৩ দিনের ব্রেক নিয়ে ফেলছেন তো গেছেন ।
৪। প্যানিকড হবে না । অনেক সময় দেখা যায় কিছু কিছু কনসেপ্ট বুঝতে বা আয়ত্ব হতে দেরী হয় । এটা স্বাভাবিক । আতঙ্কিত হবার কিছু নেই ।
৫। সব উইকনেস ওভারকাম করতে যাবেন না । যেমনঃ আপনি প্রোবাবিলিটিতে উইক কিছুতেই বুঝেন না । অথবা বিন্যাস, সমাবেশ আপনার মাথায় ঢোকে না । ওকে ফাইন । লিভ দেম ইফ দে আর নট ভেরী ফ্রিকোয়েন্ট ইন দ্যা এক্সাম ।
হ্যাপি প্রিপেয়ারিং ।
Capstone Education টানা তিন বছর ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৫৮ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে এখন পর্যন্ত কোয়ালিফাই করেছে ১২ জনের মত । ২০১৬-তে দুই ইনটেকে করেছিল ৩৫ জনের মত ।
সেই স্পেশাল ব্যাচগুলোতে বিবিএ, এমবিএ এবং জব ব্যাচগুলোতে আবারো ভর্তি চলছে । ৪টি ব্যাচ অলরেডি ফিল-আপ । শুধু তিনটি ব্যাচে এখন ভর্তি চলছে ।
আইবিএর এমবিএর স্পেশাল ব্যাচের জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন
Capstone প্রিমিয়াম জব সল্যুশন কোর্সে ৩,০০০ টাকা ডিস্কাউন্টে ভর্তি চলছে । আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
IBA BBA স্পেশাল কেয়ার ব্যাচে 25% ডিস্কাউন্টে ভর্তির জন্য এই ডক ফাইলটি ফিল-আপ করুন
সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
আইবিএ বিবিএ / প্রাইভেট ভার্সিটির ফ্রি ভর্তি টিপসের জন্য এই গ্রুপে জয়েন করুন
যোগাযোগঃ 01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
1 Comment
Tisha Mehjabeen June 11, 2016
IBA or regular emba te ki calculator use kora jaay???
Leave a comment