এরকম কথা আমি বহুজনের কাছ থেকেই শুনেছি, ভাইয়া আইবিএতে তো ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররা পরীক্ষা দেয় তাদের সাথে ম্যাথে কিভাবে পারবো।
এই রকম চিন্তা থাকে এখনি ঝেরে ফেলুন। এগুলা আপনার আইবিএ তে চান্স না পাবার সম্ভাবনাই বৃদ্ধি করে।
কিছুটা অবাক হয়ে যাই এগুলা শুনলে, আইবিএর এন্ট্রি এক্সামের ম্যাথ তো রকেট সাইন্স না! আবার ক্যালকুলাস ট্যাল্কুলাস টাইপের ও কিছু না।
The fact is একজন arts এর ছাত্রও ৪০ মিনিটের মধ্যে আইবিএর পরীক্ষায় আসা ৩০ টা ম্যাথ কারেক্ট করতে পারবে।
নট আ বিগ ডিল।
আমরা বিশুদ্ধ বাংলায় যাকে বলি পাটীগণিত বীজগণিত, আইবিএর ম্যাথ পরশনটা হল গিয়ে তারই সমন্বয়।
তবে এখানে বেশি ফলো করা হয় GMAT এক্সামের জেনারেল ম্যাথ গুলা।
সেই ধরণের জেনারেল ম্যাথ আমরা সাইন্স, কমার্স, আর্টস সব বেকগ্রাউন্ড এর ছাত্ররাই করছে।
অনেকেই সাজেস্ট করেন যে প্রেপারেশন শুরু করতে হবে ক্লাস নাইন টেনের টেক্সট বুক থেকে। নিশ্চয়ই তাদের সাজেশনের পেছনে লজিক আছে।
কিন্তু আমি এটি কখনই সাজেস্ট করবনা। কারণ স্কুলের ক্লাস নাইন টেনের বইতে এমন অনেক চাপটার আছে যা কখনই আইবিএর পরীক্ষায় আসেনি।
আইবিএর এন্ট্রি এক্সামের জন্য যে সকল বই খুবই কার্যকর হবে-
1) Nova GRE Math Bible ( or Nova GMAT Math Bible)…….. আমার সাজেশন এই বই দিয়েই প্রিপারেশন শুরু হোক
2) Barron’s GMAT Test Prep
3) Mentors Math Q Bank…… বিশেষ করে আইবিএর জন্য খুবই ইফেক্টিভ
4) আইবিএর বিগত পরীক্ষার কয়েশচেন ব্যাংক…(make sure আপনি গত ১০ টি পরীক্ষার প্রশ্ন ১ বারের বেশি বার সল্ভ করেছেন, মূল পরীক্ষায় বসার আগে)
5) Official GMAT……. এই বইটি যদি সল্ভ করেন তবে অবশ্যই Nova math bible, barrons gmat, mentors q bank সল্ভ করার পর সল্ভ করবেন, তার আগে না।
যেই ধরণের ম্যাথ সাম্প্রতিক পরীক্ষা গুলোয় সবচেয়ে বেশি আসছে সেগুলো হল-
Equation, Number Theory , Percentage, Average, Ratio and Proportion, Inequalities, Probability,
Time and Distance , Time and Work, Price Profit and loss,
Partnership, Counting, Exponents and Roots, Fractions and Decimals , Combination and Permutation
আরেকটি জিনিস আছে Data Sufficiency.
সেটির জন্য আপনি Official GMAT, Barron’s GMAT, Nova GMAT Math Bible ব্যবহার করতে পারেন।
এর মধ্যে সবচেয়ে বেশি এফেক্টিভ হল NOVA GMAT Math bible বইটি। আগে এক সময় আইবিএর প্রায় ৩০% ম্যাথ প্রশ্ন জ্যামিতি থেকে আসতো।
কিন্তু ৫৩ ইন্টেক থেকেই সেই পরশন থেকে তেমন প্রশ্নই আসছেনা। এর পর তো বেশ কিছু পরীক্ষায় একটিও আসেনি।
ধারণা করা হচ্ছে এই ট্রেন্ড আরও অনেক দিন চলবে। অতএব যারা জ্যামিতিতে একটু বেশি দুর্বল তাদের জন্য সুসংবাদ!
আইবিএর জন্য বেশি ডিপে গিয়ে সময় নিয়ে জ্যামিতি প্র্যাকটিস না করলেও হবে।
কিন্তু, আমার সাজেশন অবশ্যই বেসিক সুত্র এবং নিয়ম জেনে রাখা।
জ্যামিতির জন্য আমি Nova Gmat math bible এবং saifurs geometry পড়েছি। জ্যামিতির জন্য saifurs geometry ভালোই হেল্পফুল।
একটা কথা না বললেই নয়, বিশেষ করে ম্যাথ যাদের comfort zone এর বাইরে, প্রথম প্রথম সল্ভ করা শুরু করলে একটু depressing লাগবে।
হয়তো, এটাই স্বাভাবিক।
But your determination will pave the way for you.
আমি অনেককেই দেখেছি যারা ম্যাথে দুর্বল, কিন্তু তাদের তীব্র ইচ্ছাশক্তি তাদের দুর্বলতা ওভারকাম করার জন্য শক্তি যুগিয়েছে।
এটি মাথায় রাখবেন, একজন মানুষ তখনি ম্যাথে দুর্বল হয়, যখন সে ম্যাথের পিছনে কম সময় দেয়।
Even, যারা বড় বড় বিশ্বখ্যাত ম্যাথ জিনিয়াস তারা পেজের পর পেজ নষ্ট করেছেন অংক করতে। অতএব সময় দিতে হবে।
বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। একটা ম্যাথ ৩/৪ বার করবেন, দরকার লাগলে।
ম্যাথে ভাল করার জন্য প্র্যাকটিস এর কোন বিকল্প নেই।
ম্যাথ কে একটা খেলার মতো নিবেন, একটা ধাধার মতো নিবেন, ধাঁধা যেভাবে সল্ভ করা হয় ম্যাথ সেভাবে সল্ভ করবেন।
My strong recommendation, কোন সহজ ম্যাথ সল্ভ করলে অবশ্যই নিজেকে smart ভাববেন, আপনি অন্য অনেকের চেই ভাল ম্যাথ পারেন, যদিও আইবিএর জন্য আপনাকে আরও দূর যেতে হবে।
It is necessary.
এই রকম মেন্টালিটি মাথায় আনবেন, আরে আমি অনেকের চেই ভাল ম্যাথ পারি, তার মানে আমি অন্য ম্যাথ গুলোও ভালমতো পারব।
ম্যাথ কে ফান হিসেবে নেন। ম্যাথে একটু ভাল করলেই নিজেকে ছোট খাট ম্যাথ জিনিয়াস হিসেবে ভাবুন, যেই বেকগ্রাউন্ড এর হোন না কেন, it will give you confidence.
ম্যাথের প্রস্তুতি যারা শুরু করবেন- start slow then progress the pace with understanding.
Yes, আইবিএর পরীক্ষায় আপনাকে একটা ম্যাথ ২ মিনিটের মধ্যেই সল্ভ করতে হবে।
কিন্তু প্রথম যখন সল্ভ করতে যাবেন কত দ্রুত সল্ভ করেছেন সেটা মাথায় আনবেননা। আর না পারলেই, দ্রুত সল্যুশন দেখার প্রবনতা ঝেরে ফেলতে হবে।
না পারলে আবারও সুত্র গুলো দেখবেন।
দরকার লাগলে করা প্রব্লেমের সল্যুশন এ না গিয়ে তার কাছাকাছি রকমের ম্যাথ এর সল্যুশন দেখবেন, তবুও সরবচ্চ চেষ্টা করবেন নিজে নিজে করার।
আমি যখন একদম প্রথম শুরু করি তখন এমনও হয়েছে, একটা প্রবলেম ৩/৪ ঘন্টা নিজে ট্রাই করেছি।
শুধু উত্তরটা আগে থেকে জেনে রেখেছিলাম। তারপর চলকগুলোর সাথে সুত্র ও নিয়ম এদিক অদিক করে উত্তর বের করবার চেষ্টা করেছি।
সেই ধরণের অংক পরে ১/১.৫ মিনিটের মধ্যেই সমাধা করেছি অবশ্য। .
একটা গল্প বলে শেষ করতে চাই, গল্প না সত্যিকারের ঘটনা।
অনেক আগে কলেজের স্যারের কাছে প্রাইভেট পড়ার সময়ের ঘটনা। স্যারের প্রাইভেট পড়ানোর রুমটি ছিল একতালায়, রাস্তার কাছেই।
তাই মাঝে মধ্যেই ভিক্ষুক ফকির রুমের কাছে এসে পড়ানোর সময়েই ভিক্ষা চাইত, স্যার সবসময় দিতেন, আমরাও মাঝে মধ্যে দিতাম।
তো একবার বয়স্ক ভিক্ষুক আসলেন, শরীরে কোন ডিজেবিলিটি নেই, হয়তো বয়সের কারণেই ভিক্ষাবৃত্তি করছিলেন।
তো স্যার টাকা দিলেন, আমরাও আমাদের মধ্য থেকে কিছু দিলাম।
এরপর স্যার তাকে অনেকটা মজা করেই প্রশ্ন করে বসলেন, আচ্ছা ফকির মিয়া আপনি এই বয়সে ভিক্ষা করেন কেন বলেন দেখি?
তো ভিক্ষুক জবাবে এই কথা সেই কথা বলেছিলেন… স্যার তাকে মাঝখানে থামিয়ে দিয়ে বললেন, ফকির মিয়া আপনেতো আসল কথাই বললেন না।
আপনার বয়স কম থাকতে আপনি ভালমতো অংক করেন নাই বলেই এখন ভিক্ষা করতেছেন।
ফকির মিয়া কিছু ক্ষণ থতমত খাইলেও পরে স্যার এর সাথে এগ্রি করছেন।
‘ঠিকই কইছেন, আমি বালমত অংক করি নাই’।
এরপর সেই বয়স্ক ফকির আমাদের উপদেশ দিল ভালমতো পড়ালেখা করার জন্য।
Then স্যার আমাদের পরে বললেন আমরা যেন ঠিকমতো অংক করি।
জীবনে ভাল কিছু করার জন্য অংক করা জরুরী, সেটা চাকরী করেই হোক কিংবা ব্যবসা করেই হোক।
স্যার বলেছিলেন, অংক না পারলে জীবনে পস্তাইতে হবেই।
তোমরা দেখো যারা অংক ভাল পারে তারা কি খারাপ অবস্থায় আছে?
আসলেইত, আমি পরে চিন্তা করে দেখলাম। ব্যবসা ঠিক মতো করতে হলে অংক করতে হবে। চাকরি ঠিক মতো করতে হলেও অংক করতে হবে।
আবার ভাল চাকরী পাইতে হলেও অংক ভাল জানা লাগবে। কিংবা ঘর সংসার ঠিক মতো চালাতে হলেও অংক করা লাগে।
ভবিষ্যতের জন্য বড় কিছু আর্থিক ডিসিশন নেয়ার বেলাতেও ঠিক মতো অংক করতে হয়।
Same things goes for IBA admission test.
অতএব ম্যাথের প্রতি ভয় কিংবা অনীহা থাকলে তা আস্তে করে ঝেরে ফেলতে হবে। flush out করে দিতে হবে।
যাই হোক, সবার প্রতি শুভকামনা।
0 Comments
Leave a comment