বিসিএস বাদেও প্রচুর সরকারি চাকরির রিক্রুটমেন্ট হচ্ছে এখন। এসব চাকরির পরীক্ষার MCQ ও Written একসাথে অথবা আলাদা হয়ে থাকে। তারপর Viva হয়। জব এক্সামে MCQ + Written মার্কস এর সাথে VIVA মার্কস যোগ হয়ে ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী ফলাফল দেয়া হয়।
MCQ ও Written একসাথে Exam হলে MCQ (60) + Written (40) = Total 100 হয়। অথবা, MCQ 100 মার্কস। MCQ ফলাফলের পর নির্বাচিতদের মধ্যে Written 100/200 মার্কস হয়। তারপর VIVA হয়।
যেহেতু এই ধরণের পরীক্ষাতে তুলনামূলক job Post কম থাকে, তাই MCQ তে মার্কস বেশি পেতে হয়। সুতরাং যত বেশি সম্ভব টপিক কাভার করা উচিত। Cut off মার্কস তুলনামূলক অধিক হয়ে থাকে।
বাংলা প্রস্তুতি (15/20টি প্রশ্ন):
বাংলা ব্যাকরণের ক্ষেত্রে ক্লাস 9-10 ব্যাকরণ বোর্ড বই সম্পূর্ণ পড়তে হবে। তাছাড়া সমার্থক, বাগধারা, পরিভাষা, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধিকরণ এর জন্য ‘বাংলা ভাষা ও জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)’ ও বিগত বছরের প্রশ্ন শেষ করতে হবে।
সহায়ক বই:
ওরাকল বিসিএস বাংলা প্রিলিমিনারি অথবা অগ্রদূত বাংলা থেকে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম পড়তে হবে। যত বেশি সাহিত্যকর্ম পড়া যায়, তত safe থাকা যাবে।
ব্যাকরণ অংশে 60% এবং সাহিত্য অংশে 40% মার্কস থাকে।
ব্যাকরণে ধ্বনি, শব্দ, সমাস, উপসর্গ, সন্ধি, প্রত্যয়, বানান শুদ্ধিকরণ, কারক থেকে বেশি প্রশ্ন দেখা যায়।
আর সাহিত্যে প্রাচীন সাহিত্য (চর্যাপদ থেকে বিগত বছরের প্রশ্নসমূহ), মঙ্গলসাহিত্য, শ্রীকৃষ্ণকীর্তন, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য (এক্ষেত্রেও বিগত বছরের প্রশ্নই যথেষ্ট)।
আধুনিক সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জসীমউদদিন, জীবনানন্দ, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন, শরৎচন্দ্র, শামসুর রাহমান আবু ইসহাক, ওয়ালীউল্লাহ, শামসুল হক, বেগম রোকেয়া, সেলিনা হোসেন, সুফিয়া কামাল, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন সংক্রান্ত উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প।
এক্ষেত্রে Job Solution ওরাকল থেকে বিগত 10-15 বছরের প্রশ্ন পড়া উচিৎ। অনেকক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন repeat হয়।
ইংরেজির প্রস্তুতি (20/25 marks) :
একেকটা জব এক্সামের জন্য ইংরেজীর প্রস্তুতি একেক রকম। তবে IBA DU কর্তৃপক্ষ প্রশ্ন করলে ইংরেজি Part টা তুলনামূলক কঠিন হবে। সেক্ষেত্রে Grammar: Error Findings, Sentence Correction, Sentence Completion থেকে প্রশ্ন হবে। এক্ষেত্রে previous year এর প্রশ্ন repeat হবে না। এছাড়া, Vocabulary, Spelling, One word substitution, Analogy, Number, Gender, Preposition, Idioms থেকে প্রশ্ন হবে।
Reading Materials: Cliffs Toefl, DU এর IBA এর ইংরেজি সেকশন এর বিগত বছরের Grammar section এর প্রশ্ন দেখতে পারেন। তাছাড়া Masters English, English for Competitive Exam by Fazlul Haque থেকে Topic wise চর্চা করা যায়।
তাছাড়া IBA কর্তৃক গৃহীত বিগত প্রশ্নাবলি দেখে ধারণা নেয়া যেতে পারে।
ম্যাথের প্রস্তুতি: (20/25 marks)
নিয়মিত অনুশীলনের বিকল্প নেই, এই সেকশন পাটিগণিত, জ্যামিতি (খুবই বেসিক নিয়ম), পরিমিতি, ত্রিকোণমিতি (বেসিক কিন্তু খুবই কম আসে)। এক্ষেত্রে বিগত প্রশ্ন দেখতে হবে। ‘Private Bank Job’ এবং লাইব্রেরী হতে যেকোন একটি পছন্দসই বই ভালো করে বুঝে করতে হবে।
কিছু অধ্যায়সমূহ একটু কঠিন মনে হতে পারে। যেমন: Permutation, Combination, Probability। তাই এগুলো সময় নিয়ে বার বার অনুশীলন আবশ্যক।
বাজারের ব্যাংক ম্যাথের বই ‘Khairul’s Bank Math, Khairul’s Advance Math’ বই দেখতে পারেন।
সাধারণ জ্ঞানের প্রস্তুতি:
সাম্প্রতিক প্রশ্নের জন্য ‘আলাল’স সাম্প্রতিক Hour’ বই অথবা বিগত 5/6 মাসের Current Affairs, MP3 জর্জ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। তাছাড়া অর্থনীতির পুরস্কার, খেলাধুলা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, সম্মেলন, বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা, জলবায়ু, বিভিন্ন দেশের ব্যাংক, রাজধানী, মুদ্রা থেকে প্রশ্ন অধিক আসতে দেখা যায়।
ICT এর প্রস্তুতি :
Easy computer ও বিগত বছরের প্রশ্নাবলি।
Written Part:
Focus Writing এর জন্য সাম্প্রতিক ইস্যুসমূহ নিয়ে লেখা প্রস্তুত করতে হবে। যেমন: বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, বৈদেশিক রিজার্ভ, মূল্যস্ফীতি, IMF এর ঋণ ইস্যু, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, Smart Bangladesh, Digital Bangladesh, পদ্মাসেতু, মেট্রোরেল, প্রবাসী আয়, বৈশ্বিক মন্দা।
তাছাড়া বাজেট, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, Micro Finance, Bank এর প্রভাব, ঋণ প্রদান পদ্ধতি ও আদায় নিয়ে write-up গোছাতে হবে।
উল্লেখ্য, ব্যাংকে 2/3/4 পৃষ্ঠার মধ্যেই লিখতে হয়, ফলে Data Chart দিয়ে তথ্যবহুল লেখা ও Point দিয়ে উত্তর করা উচিত। অধিক Point ও তথ্যবহুল লেখাই মূলত মার্কসের পার্থক্য তৈরি করে।
GK = 2/3 মার্কস করে বা টীকা
English Section: Reading Comprehension, Precis writing
Translation: অল্প অল্প করে কিন্তু নিয়মিত চর্চা করতে হবে। অনুবাদ করার সময় হুবহু অনুবাদ না করে ভাবানুবাদ করলেই ভালো হবে। বিগত বছরের প্রশ্নসমূহ অনুশীলন করলেই যথেষ্ট। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে কিছু আর্টিকেল নিউজপেপার থেকে পড়ে ভোকাবুলারির দক্ষতা বাড়াতে হবে। তাছাড়া আর্টিকেল পড়ে নিজে থেকে অনুশীলন করতে হবে।
Math Section: Written Math এর Topics সমূহ:
- Profit-loss
- Mixture
- Probability/ Permutation/ Combination
- Mensuration
- Partnership
- বীজগণিত হতে log, সূচক
- ধারা
- জ্যামিতি হতে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ক্ষেত্রফল সংক্রান্ত
- Train & Distance
- Work Related Math
এক্ষেত্রে Bank Written এর বিগত বছরের প্রশ্নসমূহ দেখলে ভাল হবে। তাছাড়া Concept শিখার জন্য Bank Math এর বই বাজার হতে নেয়া যায়।
Viva: সাধারণত সাম্প্রতিক তথ্য, Academic Question, মুক্তিযুদ্ধ, সংবিধান, আন্তঃসংস্থা, প্রতিষ্ঠানসংক্রান্ত তথ্য প্রভৃতি থেকে প্রশ্ন হতে পারে।
—————————————
Capstone Education টানা নয় ইনটেক ধরে আইবিএর এমবিএসহ বিভিন্ন জব এক্সামগুলোতে সাফল্যের শীর্ষে ।
এই ৬৫ ইনটেকে Capstone থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৭৫ জনের মত। গত বছর কোয়ালিফাই করেছে ৬০ জনের উপর, তার আগের বছর ৬২ জনের মত। এছাড়া বাংলাদেশ ব্যাংক, NSI, দুদক, পেট্রোবাংলার এক্সামগুলোতেও প্রচুর পরিমাণ স্টুডেন্ট কোয়ালিফাই করছে।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
বর্তমানে আমাদের যে ব্যাচগুলোতে ভর্তি চলছে…………
জব প্রিমিয়াম + আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ
আইবিএ বিবিএ স্পেশাল ব্যাচ
এক্সেকিউটিভ এমবিএ ব্যাচ
IELTS প্রিমিয়াম ব্যাচ
যারা ভর্তি হতে চান তারা নিচের লিংক থেকে সরাসরি আসন কনফার্ম করুন ⤵️
(SSLCOMMERZ এর মাধ্যমে সম্পুর্ণ নিরাপদ পেমেন্ট । বিকাশ, রকেট, নগদ, ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে পারবেন)
🔷আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
https://tinyurl.com/4wn2u43f
🔷আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
https://tinyurl.com/4kmhefsz
🔷আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)
https://tinyurl.com/53eezy48
🔷আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
https://tinyurl.com/495f575m
🔷আইবিএ বিবিএ স্পেশাল অফলাইন ব্যাচ
🔷আইবিএ বিবিএ স্পেশাল অনলাইন ব্যাচ
🔷আইবিএ এক্সেকিউটিভ এমবিএ স্পেশাল অনলাইন ব্যাচ
🔷IELTS প্রিমিয়াম অনলাইন ব্যাচ
আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৭২ মৌচাক, ৪র্থ তলা (এসআইবিএল ব্যাংকের বিল্ডিং), ফরচুন শপিং মলের বিপরীত পাশে, ঢাকা।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা।
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং
0 Comments
Leave a comment