প্রফেশনাল, কর্পোরেট ও ব্যাক্তিগত ক্ষেত্রে ইংলিশ স্পোকেনের গুরুত্ব অপরিসীম । নিউইয়র্ক ভিত্তিক এক সংস্থার গবেষনায় দেখা গেছে স্পোকেনে ফ্লুয়েন্ট হলে যেকোন ভাইভাতে কোয়ালিফাই করার সম্ভাবনা প্রায় ৭০ ভাগ পর্যন্ত বেড়ে যায় ।
বর্তমানে আইবিএ, বিসিএস, বাংলাদেশ ব্যাংকসহ সব ধরণের জব এক্সামের ভাইভা ইংলিশে হয় । সো অনেক কষ্ট করে প্রিপারেশন নিয়ে রিটেনে কোয়ালিফাই করেও জাস্ট ভাইভাতে প্রায় ৮০ ভাগ ক্যান্ডিডেট বাদ পড়ে যায় যার মূল কারন স্পোকেনে ফ্লুয়েন্ট না হওয়া ।
এছাড়া যারা বিভিন্ন জায়গায় জব করছেন তাদের প্রায় সবগুলো প্রেজেন্টেশন ইংরেজীতে দিতে হয় । এসব প্রেজেন্টেশনের পারফর্মেন্সের উপর জবের প্রোমোশন, বোনাস, স্যালারী ইনক্রিমেন্টসহ অনেক কিছুই নির্ভর করে ।
এসব ব্যাপারগুলোর উপর দৃষ্টি দিয়েই Capstone Education এর এই Professional English Spoken কোর্সটি সাজানো হয়েছে ।
কোর্সের ফিচারঃ
- এই কোর্সটি হবে সম্পূর্ণ ইন্টারেক্টিভ ।
- ক্লাসে প্রচুর স্পোকেন প্র্যাকটিস করানো হবে
- ভোকাবুলারী এবং গ্রামার শেখানোর প্রতি জোর দেয়া হবে ।
- অফিসিয়াল প্রেজেন্টেশন স্কিলের উপর জোর দেয়া হবে ।
- স্পোকেন ক্লাসবের এক্সেস দেয়া হবে ১ বছর ।
মোট ক্লাসঃ ১৬ টি
ফিঃ ৭,৫০০ টাকা
এই মুহুর্তে কোর্সে ৩৩% ছাড় চলছে ।
আর Capstone Education এর যেকোন কোর্সের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা পাবেন ৪০% ছাড় !
Recent Comments