IBA/BCS/EMBA/Bank Jobs সহ যেকোন Competitive exam Vocabulary খুব জরুরী ১টা ইস্যু । যত বেশী Word শিখবেন, ইংরেজীতে আপনার দখল তত ভালো হবে । এখন Vocab শেখার ২টা ওয়ে আছে । ১টা অর্থোডক্স মানে কনভেনশনাল আরেকটা আনওর্থোডক্স মানে আনকনভেনশনাল ।
প্রথম অয়েতে Barron’s এর High frequency word গুলো শেখার পর ওদের ৩,৫০০ ওয়ার্ড ধরে শিখে ফেলা অথবা Word Smart পার্ট ১ ও ২ শেষ করে ফেলা ।
এই ওয়েটা মোটামুটি ৭০% লোকজন ফলো করে । এটা সেফ ওয়ে । ২ টা লিস্টের যেকোন ১টা কভার করে ফেললে Competitive exam গুলোর ৮০% Vocab কভার হয়ে যায় ।
তবে এই ওয়ের সবচেয়ে বড় ২টা সমস্যা হচ্ছে —মুখস্ত করা যেমন বিরক্তিকর তেমনি মনে রাখাটাও ১টা ঝামেলা । ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সাম শেষ হবার কিছু দিনের মধ্যে ছেলে-পেলে ৮০% ওয়ার্ড ভুলে যায় ।
আনঅর্থোডক্স ওয়ে হচ্ছে, unconsciously & randomly শব্দ শিখতে থাকা । যেমনঃ ইংলিশ নিউজপেপার, ভালো কোন নভেল থেকে শব্দ শেখা । আর প্রচুর পরিমানে ইংলিশ পড়ার habit তৈরী করা ।
এর সবচেয়ে বড় সুবিধা ২টিঃ যেকোন শব্দ পড়ার সাথে সাথে তার এপ্লিকেশনটাও হাতে নাতে দেখতে পাচ্ছেন, দ্বিতীয়ত, একই শব্দ বারবার বিভিন্ন জায়গায় দেখার ফলে সেটি এমনি মনে থাকবে আলাদাভাবে এফোর্ট কোন দরকার নেই ।
এই প্রসেসে আপনাকে ১টা ডায়রি মেইন্টেইন করতে হবে এবং সব সময় সেটি সাথে রাখতে হবে । বাসে, রিকশায়, অফিস ব্রেক যখনই সময় পাবেন আগের শব্দগুলোতে একবার চোখ বুলাতে হবে এবং নতুন কোন শব্দ কোথাও দেখলে সাথে সাথে নোট করে ফেলতে হবে ।
যেকোন জিনিস মনে রাখার আরেকটা ভালো উপায় হচ্ছে ঐটা নিয়ে Involve থাকা। অর্থাৎ, আপনি যে Word গুলো শিখলেন সেগুলো মনে মনে Apply করার চেষ্টা করেন।
ধরেন আপনি রিকসা দিয়ে যাচ্ছেন, আর মনে মনে বলছেন, রিকশাওয়ালারা খুব Arduous(পরিশ্রমী) । রাস্তায় জ্যামে বসে আছেন, আর বলছেন, ধুর কি ১টা Impassive(অচলাবস্থা) পরিস্থিতি।
ভাল কোন কুরআন তিলাওয়াত শুনে বললেন, মাশাআল্লাহ ! আওয়াজটা অত্যন্ত euphonic / mellifluent !
খেলা দেখছেন, সাকিব-আল-হাসানের ১টা Shot দেখে বললেন, আলহামদুলিল্লাহ, Rapturous/Ecstatic.
এভাবে word এর মধ্যে নিজেকে involve রাখতে পারলে Vocab নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাআল্লাহ্ !
যারা আইবিএর শুক্র ও শনিবারের স্পেশাল ক্রাশ কোর্সে জয়েন করতে চান তারা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
যারা আইবিএ / ব্যাংক জবস / ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের
অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
3 Comments
Rezwana Konika May 06, 2016
তাহলেতো বাংলা ইংরেজি মিশে বাংলিশ হই যাবে
Durbar Fakhrul May 07, 2016
Thanks
Naimur Rahman Durjoy May 07, 2016
tnx a lot
Leave a comment