বিসিএস(বাংলাদেশ সিভিল সার্ভিস) হল বাংলাদশের প্রথম শ্রেণির সরকারি চাকরির পরীক্ষা।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এ পরীক্ষা পরিচালনা করে থাকে ও পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস, কর, অডিটসহ অন্যান্য ক্যাডারে নিয়োগের সুপারিশ করে থাকে।
বিসিএস পরীক্ষা দেবার জন্য যেকোন বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রী থাকতে হয়।
বিসিএস পরীক্ষায় তিনটি অংশ থাকে।
প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা।
প্রিলিতে ২০০ নম্বরের এমসিকিউ টাইপের প্রিলিমিনারি পরীক্ষা হয়।
এই পরীক্ষায় পাশ করলে ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা ও পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভা পরীক্ষা দিতে হয়।
এরপর চূড়ান্তভাবে মনোনীত করার হয়।
আইবিএ-তে MCQ, Written & Viva এর উপর বেস করে নেয়া হয় ।
আইবিএতে শুধু গণিত ও ইংরেজির দক্ষতার দেখে নেয়া হয়।
SAT, GRE, GMAT-টাইপের প্রশ্ন এমবিএর ভর্তি পরীক্ষায় দেয়া হয়।
আইবিএতে Aptitude Test এর উপরই গুরুত্ব দেয়া হয়।
গণিতে ক্ষেত্রে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি ইত্যাদির এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে। ইংরেজিতে গ্রামার, ভোকাবিউলারি ও ভাষাগত দক্ষতার উপর প্রশ্ন থাকে।
এমবিএর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলে আইবিএর শিক্ষকবৃন্দের সামনে ভাইভা দিতে হয়। ভাইভাতে প্রার্থীর উপস্থাপন, বাচনভঙ্গী, দৃষ্টিভংগী-এসব যাচাই করা হয়।
আইবিএ-তে ব্যবসায় শিক্ষার বিভিন্ন বিষয় যেমন ফাইন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স-ইত্যাদি পড়ানো হয়।
কিন্তু আইবিএর বিশেষত্ব মূলত রয়েছে তিনটি জায়গায়ঃ
(ক) অসাধারণ ও দক্ষ শিক্ষকমণ্ডলী,
(খ) উপস্থাপনের উপর গুরুত্ব প্রদান ও
(গ) আইবিএর অ্যালামনাই।
বিসিএস ও আইবিএর প্রস্তুতির বিষয় ও ধরণ আলাদা।
বিসিএসের সিলেবাস অনেক বড় ও কম্প্রিহেন্সিভ।
বিসিএসের পরীক্ষা প্রক্রিয়াও অনেক দীর্ঘ।
অন্যদিকে আইবিএর পরীক্ষার জন্য স্বল্প সময়ে প্রস্তুতি নেয়া সম্ভব।
তাই শুধু আইবিএর প্রস্তুতি বিসিএসের জন্য যথেষ্ট নয়।
আইবিএ একজন শিক্ষার্থীকে পেশাগত জীবনে অসাধারণ হবার জন্য গড়ে তোলে।
বাংলাদেশের যেকোন সেক্টরে কর্মরত ব্যক্তিকে আইবিএর exposure ভিন্নমাত্রা যোগ করবে।
কেউ বিসিএস আর আইবিএ ২টার প্রস্তুতি এক সাথে নিতে চাইলেও সম্ভব । তবে খুব পরিকল্পনা আর কৌশল নিয়ে আগাতে হবে ।
একটা ডেইলি রুটিন মেনে আগাতে হয় । সবচেয়ে বড় কথা হচ্ছে সময় একদমই নষ্ট করা যাবে না ।
যারা আইবিএর প্রস্তুতি নেয় বা আইবিএতে পড়ছে বা পড়েছে, তাদের জন্য গণিত ও ইংরেজি গ্রামারে ভালো করা খুব সহজ হয়।
পাশাপাশি বিসিএস লিখিত পরীক্ষায় আইবিএ শিক্ষার্থীরা গণিত ও ইংরেজি অনেক ভালো করে থাকে।
আইবিএ-তে একজন শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়, Problem solving ability, analytical ability ও communication skills বৃদ্ধি হয়।
ফলে আইবিএর শিক্ষার্থীদের জন্য বিসিএস ভাইভায় ভালো করার খুবই সহজ হয়।
আর এই দক্ষতাগুলো পরবর্তিতে সরকারি বা বেসরকারি যেকোন চাকরি জীবনে ভালো করতে খুবই সহায়ক।
আইবিএর শিক্ষার্থীরা তাই বিসিএসে এসেও অনেক ভালো করে থাকে ।
-মোঃ ওয়ারিসুল ইসলাম,
৩৫তম বিসিএস-এ প্রথম স্থান অধিকারী
এমবিএ ৫১ ব্যাচ ও বিবিএ ১৭ ব্যাচ,
এমবিএ ৫১ ব্যাচ ও বিবিএ ১৭ ব্যাচ,
আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়
———————————————————–
Capstone Education টানা ৭ ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । শুধুমাত্র ডিসেম্বর ২০১৯ এক্সামে Capstone থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৬২ জনের মত ।
শিক্ষার্থীদের সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য আমরা শুরু থেকে দিয়ে আসছি লাইফ-টাইম স্টুডেন্টশীপ । অর্থাৎ, আপনি একবার ভর্তি হয়ে যতবার ইচ্ছা কোর্সটি ফ্রি রিপিট করতে পারবেন ।
এছাড়া ব্যাসিককে শক্তিশালী করার জন্য আমরা ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস দিয়ে থাকি, ফলে আইবিএর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, জব ও অন্যান্য এক্সামের প্রস্তুতিও হয়ে যাবে ।
ক্লাসের বাইরে সমস্যা সমাধানের জন্য আইবিএর একজন ভাইয়া সার্বক্ষনিকভাবে অফিসে থাকেন ।
এছাড়াও রয়েছে ফ্রি কোর্স বুক ।
এই মুহুর্তে Capstone বিভিন্ন অনলাইন কোর্সে ৫৫% পর্যন্ত ছাড় চলছে ।
ইতিমধ্যে প্রায় ৩-৪টি ব্যাচের ক্লাস অনলাইনে হচ্ছে । আমরা জুমের প্রিমিয়াম একাউন্টের মাধ্যমে লাইভ ক্লাস নিয়ে থাকি, ফলে আপনি অফলাইন ক্লাসের মতই প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন ।
কোন কিছুতে সমস্যা থাকলে ক্লিয়ার হয়ে নিতে পারছেন ।
এছাড়াও প্রতিটি ব্যাচের জন্য থাকছে ডেডিকেটেড স্টাডি গ্রুপ যেখানে ক্লাসের বাইরেও সমস্যা সমাধানের সাপোর্ট পাচ্ছেন ।
এই মুহুর্তে ভর্তি চলছে
এর বাইরেও ফ্রি, টিপস এবং সাজেশনের জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন ।
IBA, DU EMBA, BIBM এর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
BCS-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরীর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
https://www.facebook.com/groups/685465674956004/
বিভিন্ন লেসন ও টিপসের ফ্রি ভিডিও দেখতে আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন
যেকোন প্রয়োজনে কল করুন 01972-277866
ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করুন এখান থেকে
0 Comments
Leave a comment