আজ ছাপা হচ্ছে আইবিএ ভর্তি প্রস্তুতি তৃতীয় পর্ব । আজকের আর্টিকেলটি লিখেছেন আইবিএ এমবিএ ৫৬ ইনটেকের ছাত্র এবং জাহাঙ্গীরনগর আইবিএ থেকে গ্রাজুয়েশন করা করা মোজাফফর হোসেন শাওনের । শাওন বর্তমানে Capstone Education এর ভার্বাল ইন্সট্রাক্টর ।
পার্ট-১ পড়ুন এখান থেকে যেভাবে আইবিএর প্রস্তুতি নিবঃ পার্ট ১ । আর পার্ট-২ পড়ুন এখান থেকে যেভাবে আইবিএর প্রস্তুতি নিবঃ পার্ট ২ ।
আইবিএ তে আসলে ভর্তি প্রস্তুতি একেক জনের একেক রকম। প্রস্তুতির শুরুটা হওয়া উচিৎ নিজের স্ট্রেংথ আর উইকনেস বিবেচনা করে।
আইবিএ আগের বছরের প্রশ্নগুলো দেখে প্রথমে ধারণা নিয়ে নিয়েছিলাম কি ধরণের প্রশ্ন হতে পারে। দেখে মনে হয়েছিলো ম্যাথ অংশতে আমি ভালো করবো। ইংরেজীতে কিছু কিছু টপিক আছে যেটার জন্যে পড়াশোনা (পড়ুন অনুশীলন) দরকার ছিলো।
ইংরেজী অংশের প্রস্তুতি
ইংরেজীতে মাঝে মাঝেই আইবিএ তে ভোকাব বেসড প্রশ্ন আসে। অনেকে ভোকাবের জন্যে বিভিন্ন ভোকাবুলারি বই সাজেস্ট করেন। কিন্তু এইভাবে শব্দ মুখস্ত করলে আসলে খুব কমই মনে থাকে ।
আমি ভোকাবুলারির জন্যে আসলে বিভিন্ন নিউজসাইটে পড়তাম। এখন স্মার্টফোনের যুগ। মোবাইলে দ্য ডেইলী স্টার এর অ্যাপটা নামিয়ে নিয়েছিলাম।
আর ফেইসবুকেও The daily star, time, and mashable এর পেইজ গুলো তে লাইক দিয়ে রেখেছিলাম। সবসময় যে গম্ভীর করা বিষয়ের নিউজ পড়তে হবে এমন তো না।
নিউজ পড়তে গেলে কোন শব্দ না বুঝলে Word web নামে একটা ডিকশনারি (android) ইন্সটল করে রেখেছিলাম দেখে নিতাম। রিডিং হ্যাবিটের এর সুবিধা অনেক—
- আপনি দ্রততার সাথে কিছু পড়তে পারবেন। ভর্তি পরীক্ষায় সময় বাচানো খুব Important। দ্রুত পড়তে পারলে আপনাকে Advantage দিবে। আপনার word stock বাড়বে।
- অনেক গ্রামার এর নিয়ম আপনি মুখস্ত করে মনে রাখতে পারবেন না। বা সব গ্রামার এর নিয়ম মনে রাখাও সম্ভব না। কিন্তু রিডিং হ্যাবিট থাকলে আপনি নিজের অজান্তেই পরীক্ষার প্রশ্নের কোন অপশনে ভুল আছে ধরতে পারবেন।
প্রস্তুতির জন্যে তারপরও কিছু সহায়ক বই ছিলো। সেগুলো হচ্ছে—
- Cliff’s TOEFL বেসিক এর জন্যে।
- GMAT Official Guide এর Sentence Correction আর Critical reasoning বুঝে করা।
- Previous Questions by IBA (both BBA &MBA)
ম্যাথ প্রস্তুতি
ম্যাথের জন্য আসলে প্র্যাকটিসই সব। যত বেশী ম্যাথ করা যায়। তত বেশী ম্যাথ পারবেন পরীক্ষার হলে।
IBA এর পরীক্ষা প্রস্তুতির সময় আমি যেসব টপিকের ম্যাথ কম পারতাম ওগুলোই একটু বেশী বেশী করতাম। আমার কাছে মনে হতো আমি integer problems, inequality, mixture, fractions and roots একটু কম পারতাম।
এই টাইপের ম্যাথ বেশী বেশী করতাম। জ্যামিতির ক্ষেত্রে বেসিক জ্যামিতির কিছু ম্যাথ করি।
পরীক্ষায় ৩০টা ম্যাথের মধ্যে খুব বড়জোর ২-৩টা জ্যামিতি থাকে। ২-৩টা ম্যাথ না করলেও চান্স পাওয়া যাবে। তাই জ্যামিতি নিয়ে আমি প্রেশার নেই নি।
ম্যাথের জন্যে আমি যেই বই গুলো ফলো করেছি—
- Official GMAT
- NOVA’s GRE math bible
- Previous year questions
অ্যানালিটিকাল অ্যাবিলিটি
- GRE Big book.
প্রতিদিন .৩-৪ ঘন্টার বেশী পড়তাম না। আর আমি একই টপিক টানা কয়েকদিন পড়তাম। মানে যদি ম্যাথ করি, তাহলে টানা ২-৩ দিন ম্যাথ করতাম। এভাবে পড়লে আমার কাছে মনে হয় পড়া আগায় অনেক।
পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। এই জিনিসটা মাথায় রেখে আগের বছরের প্রশ্নগুলো সল্ভ করতাম।
সেইফ জোনে থাকার জন্যে প্রত্যেক অংশের ৭০% স্কোর করার চেষ্টা করতাম। পরীক্ষার হলে ৭০% ধরে রাখতে পারিনি। কিন্তু চান্স হয়ে গিয়েছে।
হ্যাপি প্রিপেয়ারিং 🙂
0 Comments
Leave a comment