কিছুদিনের মধ্যেই আইবিএর রিটেনের রেসাল্ট প্রকাশ করা হবে । তাই ভাইভার প্রস্তুতি নেয়ার আদর্শ সময় এখনই ।
যারা রিটেন কোয়ালিফাই করে এই ভাইভার ধাপটি সফলতার সাথে পার করতে পারবেন, তারাই এশিয়ার অন্যতম সেরা বিজনেস স্কুলের সদস্য হবার গৌরব অর্জন করতে পারবেন ইনশা-আল্লাহ ।
রিটেনে কোয়ালাইফাই করা ক্যান্ডিডেটদের জন্য Capstone Education হুবুহু আইবিএর ভাইভার আদলে মক ভাইভার আয়োজন করবে ।
রিটেনে কোয়ালিফাই করা যে কেউ এতে অংশ নিতে পারবে । এর জন্য Capstone Education এর শিক্ষার্থী অথবা Capstone এর শিক্ষার্থী নন এমন যে কেউ এই সেশনে কোনরকম ফি ছাড়াই অংশ নিতে পারবেন। আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন ।
এবার আসা যাক ভাইভার প্রিপারেশন কিভাবে নিব ?
আইবিএতে আগে ভাইভা ওল ইন ওল ছিল । ভাইভাতে নাকি রিটেনের মার্কসই দেখা হতো না । অর্থাৎ, ভাইভাতে ফেল করলেই ফেল ।
তবে গত কয়েক বছরে ট্রেন্ড পাল্টিয়েছে । বেশ কয়েকজন স্যার ক্লাসে বলেছেন, ভাইভার ওয়েটেজ ২০% এর মত সেট করা হয়েছে । MCQ এবং Written ৭৫% আর একাডেমিক রেসাল্টের জন্য ৫% হিসেব করে ফাইনাল রেসাল্ট দেয়া হয় । সো ভাইভার গুরুত্ব উড়িয়ে দেবার মত না ।
ভাইভার বিষয়টি সব সময় টি-টুয়েন্টি ম্যাচের মত । আপনার সময় থাকবে মাত্র ১০-১৫ মিনিট । এই সময়েই আপনাকে যা করার করতে হবে ।
ভাইভাতে আসলে আপনাকে নিজেকেই সেল করতে হবে । আপনি কত ভালো মার্কেটার এই দক্ষতার উপর আপনার চান্স পাওয়া না পাওয়া নির্ভর করছে ।
এক শীর্ষ মাল্টি ন্যাশনাল কোম্পানির এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের ভাইভা সিলেকশনের ব্যাপারে বলেছিলেন যে, সাধারণত প্রথম ১-২ মিনিটেই সিদ্ধান্ত হয়ে যায় কাকে নেয়া হচ্ছে ।
ক্যান্ডিডেট কিভাবে রুমে ঢুকছে, কিভাবে হাঁটছে, কিভাবে আই-কন্ট্যাক্ট করছে, কিভাবে শুরুর প্রশ্নগুলো সামলাচ্ছে, এসবের উপর ভিত্তি করেই ডিসিশান হয়ে যায় ।
সো ভাইভার প্রথম গুরুত্বপূর্ণ ধাপগুলো হচ্ছে এটিচিউড, শরীরী ভাষা এবং আত্নবিশ্বাস ।
দ্বিতীয় ধাপ হচ্ছে, ভালোভাবে ইংরেজী বলতে পারা । এখানে উচ্চারণ কোন ফ্যাক্টর না, তবে স্পোকেনে এ ফ্লুয়েন্ট হতে হবে ।
অ্যাঁ- আ করা যাবে না । তাই সামনের কয়েকদিন অনেক বেশী বেশী ইংরেজী শুনুন এবং বলুন ।
তৃতীয় গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে মানসিক দক্ষতা । এখানে মূলত দেখা হয়, শিক্ষার্থীরা কতটুকু আত্ন-বিশ্বাসী, মানসিকভাবে কতটুকু শক্তিশালী, কতটুকু প্রেসার নিতে পারে এই ব্যাপারগুলো ।
১টা উদাহরণ দেই, আপনি অনার্সে খুব বাজে রেসাল্ট করেছেন । নিশ্চিত থাকেন, এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে । অবশ্যই আপনাকে লেজিটিমেট কারণ ব্যাখ্যা করতে হবে ।
যদি না থাকে, তাহলে সরাসরি নিজের দোষ স্বীকার করুন । বলুন, এই দায় সম্পূর্ণ আপনার ।
তবে আপনি এই ভুল থেকে শিক্ষা নয়েছেন এবং আইবিএর মত জায়গায় ভালো পড়াশোনা করেই চান্স পেয়েছেন । এভাবে আপনার দুর্বলতাগুলোকে ভালোভাবে ট্যাকল করতে হবে ।
চতুর্থত, নার্ভাস হওয়া যাবে না । আপনি হয়ত কোন প্রশ্নের উত্তর দিতে পারলেন না । এতে ভয় পাওয়া যাবে না ।
বা নার্ভাসনেস দেখানো যাবে না । অনেকে ঘামতে থাকেন, তোতলাতে থাকেন এসব করা যাবে না । হাসিমুখে বলে দিন, দুঃখিত, এই উত্তরটি আপনার জানা নেই ।
পঞ্চম, কন্ট্রাডিক্টরি উত্তর দেয়া যাবে না । আপনাকে জিজ্ঞাসা করা হল, এমবিএ কেন করতে চান। আপনি বললেন, ব্যবাসায়ী হতে চান ।
আপনাকে পাল্টা প্রশ্ন করা হল, বিল গেটস, ওয়ারেন বাফেটের তো এমবিএ করা নেই, তাহলে আপনার কেন লাগবে ?
তখন আপনি বলে ফেললেন, তাই তো ! আসলেতো এমবিএ না হলেও হয় ।
সাথে সাথে আপনাকে বলে দিবে তাহলে বাবা তোমার এমবিএ করার দরকার কি ? যাও ব্যাবসা করো গিয়ে !
সো প্রতিটি প্রশ্নের লজিক্যাল উত্তর এবং সাথে কাউন্টার প্রশ্ন রেডি করে যান ।
আজকে এই পর্যন্তই । ভাইভা রিলেটেড আরো অনেক উপকারী আর্টিকেল সামনের দিনগুলোতে ক্রমান্বয়ে প্রকাশ করা হবে ইনশা-আল্লাহ । সো আমাদের পেজে এবং গ্রুপে চোখ রাখুন ।
যারা টিকেছেন তারা বেশী বেশী করে স্পোকেন প্র্যাকটিস করতে থাকুন ।
হ্যাপি প্রিপেয়ারিং !
——————————
২০২৪ সালের সরকারী চাকরি যেমন পেট্রোবাংলা, বাংলাদেশ ব্যাংক, NSI, দুদকসহ IBA এর প্রস্তুতির জন্য আবারো স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি চলছে।
ক্লাসগুলো পরিচালনা করবেন বিসিএস, ক্যাডার, বাংলাদেশ ব্যাংক এডিসহ আইবিএ গ্রাজুয়েটরা।
যারা পরবর্তী জব প্রিমিয়াম + আইবি এমবিএ স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে সেরা প্রস্তুতি নিতে চান তারা নিচের লিংক থেকে আসন কনফার্ম করে ফেলুন ।
সীমিত সময়ের জন্য অফলাইনে ১,০০০ টাকা এবং অনলাইনে ৫০০ টাকা পর্যন্ত ছাড় থাকছে।
ডিসকাউন্ট পেতে কুপন কোড এপ্লাই করুনঃ OFF1000 (অফলাইন) এবং ON500 (অনলাইন)
কোর্সে এডমিশন নেয়ার লিংক
👨🎓আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/C6cVp0s
📱আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/x6cXnyn
👨🎓আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/I6cVuji
📱আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
এডমিশন লিঙ্ক:
https://cutt.ly/v6cZ1jp
📗IBA MBA প্রশ্নব্যাংক অর্ডারের লিংক-
https://www.capstonebd.com/services/iba-mba-q-bank-new-edition/
📗নীলক্ষেত থেকে প্রশ্নব্যাংকটি সরাসরি প্রাপ্তির ঠিকানা-
ফিউচার পাবলিকেশন
১ নং, মিরপুর রোড, ইসলামিয়া মার্কেট নীলক্ষেত, ঢাকা-১২০৫।
০১৩২৭৩৭৯৬৮৬
০১৯৫৬৪৮১৩৩০
যেকোন দরকারে কল করুন 016 3031 3031 অথবা হোয়াটসঅ্যাপ করুন- https://wa.me/message/O6VOH6XRDACTL1
0 Comments
Leave a comment