আমি শেখ রেজা হায়দার. আমি গত বছর আইবিএমবি 66 ইনটেকে চান্স পেয়েছি. আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার আইবি এর ভাইভা অভিজ্ঞতা.
আইবিএর ভাইভাটা আমার জীবনের একটা অন্যতম সেরা এক্সপেরিয়েন্স। আপনি যখন ভাইবার সময় টিচারদের সাথে কথা বলবেন তখন আপনার মনেই হবে না আপনি কোন ইন্টারভিউ অথবা ভাইবা দিচ্ছেন । আপনার কাছে মনে হবে আপনি টিচারদের সাথে একটা ইউজুয়াল কনভারসেশন করতেছেন। যেহেতু ভাইভাটা ইংরেজিতে হবে সুতরাং ইংরেজিতে নরমাল ভাবে কথা বললে, শুদ্ধভাবে কথা বললে এবং প্রশ্নগুলোর লজিক্যাল অ্যানসার দিলে আপনার ভাইভাটা খুবই দারুণ হবে।
এখন বলবো কি কি করতে হবে ভাইভার দিন
- অবশ্যই ছেলেরা ফরমাল পোশাকে যাবেন ফরমাল সু পরবেন
- মেয়েরা ফরমাল পোশাক হিসাবে শাড়ি বা সালোয়ার কামিজ বা অন্য যে কোনো মানানসই পোশাক পরবেন
- ছেলেদের ক্ষেত্রে ক্লিন শেভ করে গেলে ভালো হয় কিন্তু ধর্মীয় কারণে দাড়ি রাখলে কোন সমস্যা নেই স্টাইল করে দাড়ি রাখাটা আমি প্রিফার করি না
- যখন রুমে প্রবেশ করবেন ভাইভা দেয়ার জন্য অবশ্যই সবাইকে সালাম দিবেন এবং অনুমতি চেয়ে বসবেন
- ভাইভা বোর্ডে সাধারণত তিন থেকে চারজন টিচার থাকে সুতরাং যখন আপনি প্রশ্নের উত্তর দিবেন তখন সব টিচারের দিকে ভালোভাবে আই কন্টাক্ট রাখবেন এবং বডি ল্যাঙ্গুয়েজটা পজিটিভ রাখবেন
- মুখে সবসময় একটা নরমাল হাসি রাখবেন, টিচারা যেন আপনাকে দেখে বুঝতে না পারে আপনি খুবই tensed
- কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে টিচারদের কাছে বিনয়ের সাথে আবার আস্ক করেন
- কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে আপনি স্বীকার করে নেন যে আপনি সেটা জানেন না অথবা এই মুহূর্তে আপনার মনে পড়তেছে না
- প্রশ্নের উত্তর দেয়ার সময় স্টামারিং করবেন না প্রয়োজন হলে কিছু সেকেন্ড ভাবুন তারপর উত্তর করুন
- অবশ্যই সবগুলো উত্তর যেন লজিক্যাল হয় এটা খেয়াল রাখবেন
- প্রশ্নের উত্তর টু দা পয়েন্ট দিবেন
- বের হওয়ার সময় সবাইকে সালাম দিয়ে বের হবেন
এখন আসি আমাকে কি কি প্রশ্ন করেছিল
১। আপনি কি এমবিএ Brochure পড়েছেন ?
- আমি বলেছি হ্যাঁ পড়েছি
২। তারপরে জিজ্ঞেস করল বলুন তো Mba তে আপনার কতগুলো কোর্স করতে হবে ?
- আমি উত্তর দিলাম
৩। তারপরে জিজ্ঞেস করলো আপনার অনার্সের সিজিপি অনেক ভালো তাহলে আপনি টিচার কেন হচ্ছেন না ?
- আমি এটা লজিক্যালি অ্যানসার করলাম যে আমার স্টাডি গ্যাপ আছে সুতরাং সম্ভাবনা কম
৪। তারপরে জিজ্ঞেস করলো আপনি কেন এমবিএ করতে চান ?
- আমি উত্তর দিলাম যে আমি একটা সুপার শপ চেইন এস্টাবলিশ করতে চাই এই দেশে
৫। পরের প্রশ্ন ছিল এরকম ও তাহলে আপনি একজন entrepreneur হতে চান। তাহলে বলুন তো what are the challenges of an entrepreneur??
- তারপরে আমি চ্যালেঞ্জ গুলো সম্পর্কে বললাম
৬। তারপরে জিজ্ঞেস করলো why do you prefer IBA?
- আমি বললাম আমি আইবিএ রিসোর্সগুলোকে ভালোভাবে ব্যবহার করতে চাই এবং বাংলাদেশের যত বড় বড় বিজনেস লিডার আছে তাদের বেশিরভাগই এই আইবি এর স্টুডেন্ট ছিলেন সুতরাং আমি তাদের মতো জ্ঞান অর্জন করতে চাই এবং আইবিএ এর যে স্ট্রং অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন আছে সেখানকার অ্যালুমিনাইদের সাথে ইন্টারেক্ট করে বিজনেস সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই
এরপরে আমাকে আর কোনো কোশ্চেন করে নাই এরপর আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম
প্রয়োজনীয় নির্দেশনা
- টিচাররা আপনাকে কি কি কোশ্চেন করতে পারে তার একটা ফোরকাস্ট করেন এবং কোশ্চেনের অ্যানসার গুলো রেডি করেন
- MBA Brochure টা ভালো করে পড়েন
- কোশ্চেনের অ্যানসারগুলো লজিক্যালি তৈরি করেন
- সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন যেমন বাংলাদেশের ইকোনমি, রাজনৈতিক অবস্থা,s ব্যবসার কন্ডিশন ইত্যাদি
- স্পিকিংয়ের জড়তা কাটানোর জন্য নিজের সাথে ইংরেজিতে কথা বলুন অথবা আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলেন অথবা অন্য কারো সাথে ইংরেজিতে কনভারসেশন করেন
- যেকোনো ধরনের সারপ্রাইজ কোশ্চেনের জন্য নিজেকে প্রস্তুত রাখেন এবং এই ধরনের প্রশ্নের উত্তর একটু ভেবেচিন্তে দেবেন
- একটুও tensed হবেন না নিজের উপর আত্মবিশ্বাস রাখেন রিলাক্স থাকেন
অবশ্যই আপনার ভাইভাটা ভালো হবে টেনশন নিয়েন না ।
আর Capstone- অবশ্যই অবশ্যই মক ভাইভাতে অংশ নিন । এখানে ১৫-২০ জন আইবিএর ভাইয়া/আপুরা সরাসরি উপস্থিত থেকে অনেক গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিবেন । এরপর প্রত্যেকের ওয়ান বাই ওয়ান ভাইভা নিবেন । সো ডেফিনেটলি এটি অনেক বেনিফিশিয়ারি হবে।
মক ভাইভাতে অংশ নিতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন
https://forms.gle/bSoLiMGDRuZbSH4T8
May Allah bless you.
—– ———–
জব এক্সামগুলোতে আপনার সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করতে আজই চলে আসুন Capstone এর জব প্রিমিয়াম + IBA MBA স্পেশাল কোর্সে । এই একটি কোর্সের মাধ্যমে IBA MBA, বাংলাদেশ ব্যাংক, পেট্রোবাংলা, বেজা/বেপজার প্রস্তুতি সম্পুর্ণ কভার হয়ে যাবে।
যারা একই সাথে IBA MBA, বাংলাদেশ ব্যাংক, পেট্রোবাংলা, বেজা/বেপজার সেরা প্রস্তুতি সারতে চান Capstone নিয়ে এসেছে এক চমৎকার অফার !
সীমিত সময়ের জন্য আমাদের জব প্রিমিয়াম + IBA MBA স্পেশাল ব্যাচের কোর্স ফি’র উপর থাকছে ২,০০০ টাকা ছাড় এবং সেই সাথে 0% EMI ফ্যাসিলিটি ছয় মাসের জন্য।
জব প্রিমিয়াম + IBA MBA স্পেশাল কোর্সে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় + 0% EMI-তে এনরোল করার লিংক
👨🎓জব প্রিমিয়াম + আইবিএ এমবিএ (অফলাইন)
এডমিশন লিঙ্ক: [coupon code: jobibaoff20 ]
https://cutt.ly/C6cVp0s
📱জব প্রিমিয়াম + আইবিএ এমবিএ (অনলাইন)
এডমিশন লিঙ্ক: [coupon code: jobibaon05 ]
https://cutt.ly/x6cXnyn
আর যারা শুধু আইবিএ এমবিএ ভর্তি হয়ে সেরা প্রস্তুতি নিতে চান তারা নিচের লিংক থেকে আসন কনফার্ম করে ফেলুন ।
👨🎓আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)
এডমিশন লিঙ্ক: [coupon code: ibaspeoff10 ]
https://cutt.ly/I6cVuji
📱আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
এডমিশন লিঙ্ক: [coupon code: ibaspeon05]
https://cutt.ly/v6cZ1jp
ভর্তি ও অন্য যেকোনো প্রয়োজনে – ০১৬৩০৩১৩০৩১ এই নাম্বার এ যোগাযোগ করতে পারেন।
0 Comments
Leave a comment