বেশ কিছুদিন আগে ঢাকার ১টা প্রাইভেট ভার্সিটিতে ১টা ব্যাতিক্রমী সেমিনারে হয়েছিল। সেমিনারের নাম ছিল ফেইলুর কনফারেন্স ! মানে উক্ত সেমিনারে বক্তারা জাস্ট তাদের লাইফের ফেইলুর নিয়েই কথা বলবেন ।
ওই সেমিনারের অন্যতম প্রধান বক্তা ছিলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান, উদ্ভাস এবং রকমারি ডট কমের কো-ফাউন্ডার মাহমুদুল হাসান সোহাগ ভাই, যাকে আমরা অনেকেই চিনি ।সেই সোহাগ ভাইয়ের কিছু কথাই এখানে তুলে ধরতে চাইছি ।
উনি উদ্ভাসের প্রতিষ্ঠাতা, কোচিং-এর মালিক এই পরিচয়টা নাকি ১টা সময় উনাকে একটু বিব্রত করত । তাই ১টা পর্যায়ে ত্যাক্ত-বিরক্ত হয়ে উদ্ভাস বন্ধ করে দেয়ার প্ল্যানও করেছিলেন ! তো ফাইনাল ডিশিসান নেয়ার আগে উনার বুয়েটেরই এক সিনিয়ার ভাইয়ের সাথে এ ব্যাপারে আলাপ করলেন ! ঐ ভাইয়া তাকে জিজ্ঞাসা করলেন, মানুষজন কি বলছে না বলছে সেসব ভুলে যাও । তুমি কি চাও সেটা ইম্পর্ট্যান্ট ।
সোহাগ ভাইয়ের উত্তর ছিল, ভাইয়া টিচিং আমার প্যাশন । আমি ১২-১৩ ঘণ্টাও ক্লাস নিতে পারি ! আমি উদ্ভাসে আমার কাজ উপভোগই করছি !
সেই ভাইয়া উত্তর দিলেন, তাহলে সব কিছু ভুলে যাও । তুমি তোমার কাজ করতে থাকো । অন্য কোন কিছুর পরোয়া করো না। সাফল্য এমনিই আসবে ।
এরপর তো বাকিটা ইতিহাস !
এবার উনি ১টা বেশ ইন্টারেস্টিং তথ্য দিলেন । উনি প্রায় ২৫-২৬ টা প্রজেক্টে ফেইল করেছিলেন । অর্থাৎ, উনি উনি প্রায় ২৫-২৬টা নতুন উদ্দ্যেগ নিয়েও সাফল্যের মুখ দেখতে পারেননি ।
কিন্তু কেন ? কারন, উনার এই ২৬ টা প্রজেক্টের প্রায় সবগুলোই ছিল উদ্ভাসের পরিচয়টাকে চাপা দেয়ার জন্য ! অর্থাৎ, উনি ১টা প্রজেক্টও মন থেকে করেননি বা ভালোবেসে প্যাশন থেকে করেননি !
উনি যে কয়টা কাজ ভালো লাগা থেকে করেছেন সে কয়টা প্রজেক্টেই আজ অন্যরকম গ্রুপে টিকে আছে !
সো যাদের ক্যারিয়ার এক জায়গায় আটকে আছে বা যারা নিজেদের কাজকর্মে সফলতা পাচ্ছেন না তারা নিজেদেরকে কিছু প্রশ্ন করুন ।
- যা করছেন সেটা কি ভালো লাগা থেকে করছেন ?
- আপনি কি সত্যিই আপনার কাজ উপভোগ করছেন ?
- আপনার কাজে কি আপনার প্যাশন কাজ করে ?
- ফোকাসটা কি সেলফ ডেভোলাপমেন্ট নাকি অন্য কিছুতে দিয়ে দিচ্ছেন ?
- অন্যের মতামতের প্রাধান্য নিজের জীবনে বেশী দিয়ে ফেলছেন না তো ?
আশা করি এই ৫টা প্রশ্নের উত্তর জানলে স্ট্যাগন্যান্ট ক্যারিয়ার কিছুটা হলেও আলোর মুখ দেখবে !
Capstone Education টানা ছয় ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৬১ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৪১ জন।
৬০ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে কোয়ালিফাই করেছিল ২৬ জনের মত । ২০১৭-তে দুই ইনটেকে করেছিল ৫০ এর অধিক ।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
কয়েকটা ব্যাচ ইতিমধ্যে ফিল-আপ হয়ে গেছে । যারা আগ্রহী তাদের দ্রুত ভর্তি কনফার্ম করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ।
কোর্সে রেজিস্ট্রেশনের লিংক
Sweden মাস্টার্সের করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য Capstone Education একটি বিশেষ সেবা শুরু করছে ইনশা-আল্লাহ ।
ভার্সিটি ও সাবজেক্ট নির্ধারন, এপ্লিকেশন, স্কলারশীপ এপ্লিকেশন ও ভিসা প্রসেসিং সহ যাবতীয় সার্ভিসগুলো আমরাই দিব ইনশা-আল্লাহ ।
আমাদের এই সার্ভিসের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে ভিসা না হওয়া পর্যন্ত আপনাকে কোন সার্ভিস চার্জ দিতে হবে না ।
সুইডেনে আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারী । তাই দ্রুত আবেদনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে ।
পান্থপথ ব্রাঞ্চে সেবা গ্রহন করতে আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
https://goo.gl/forms/R44t5cycMRvG8sLZ2
মৌচাক ব্রাঞ্চে সেবা গ্রহন করতে আগ্রহীরা এই ডক ফাইলটি ফিল-আপ করুন
https://goo.gl/forms/JH0zwXmBIda6VVKq1
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
গ্রুপগুলোতে জয়েন করে আপনি নিজে যেমন উপকৃত হতে পারেন । তেমনি আপনার প্রিয় বন্ধুদের গ্রুপগুলোতে এড করে তাদেরও অনেক উপকার করতে পারেন ।
IBA, DU EMBA, BIBM এর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
BCS-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরীর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫। ‘
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
Recent Comments