IBA MBA-তে প্রথম ক্লাসে সৈয়দ মুনীর খসরূ স্যার (Professor, IBA, DU) আমাদেরকে খুব দামী একটি একটা কথা বলেছিলেন।
স্যার বলেছিলেন, প্রধাণত দুইটি কারণে তোমরা এমবিএ করতে এসেছোঃ
১। তুমি শিওর ক্যারিয়ারে কি করতে চাও
২। তুমি শিওর না ক্যারিয়ারে কি করতে চাও!
প্রথম কারণটা প্লেইন এন্ড সিম্পল, এবং অনেকটা self-explanatory – কেউ একজন অলরেডি জানে সে ক্যারিয়ারের ঠিক কোথায় আছে, কোথায় যেতে চায়…এবং বুঝতে পারছে ঠিক কি করলে তার ক্যারিয়ারে হিউজ ভ্যালু এড করবে।
এবং সেজন্য এটা মোটেই আজকের আলোচনার বিষয় না।
আমি এখানে ফোকাস করতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট টু এর দিকেঃ আপনি শিওর না আপনি ক্যারিয়ারে একচুয়ালি কি চান।
বাংলাদেশের প্রাইমারী স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম, আই রিপিট ম্যাক্সিমাম স্টুডেন্টের কোন ক্লিয়ার আইডিয়াই থাকে না ক্যারিয়ার হিসেবে কি বেছে নেব।
অনেকেই ফ্যামিলি, সোসাইটি, ইকোনমি, সিচুয়েশন ইত্যাদির ভাপে, তাপে, ভাবে পড়ে কোন একটা সাবজেক্টে ভার্সিটিতে ভর্তি হয়। এবং সেখান থেকে বের হবার পর যখন পেশাগত জীবনে পা দিতে যায় তখনি বুঝতে পারে – something is terribly wrong!
আমি অনেক কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট কে দেখেছি এমবিএ করে মার্কেটার হয়ে যেতে, অনেক ডাক্তারকে দেখেছি বিসিএস এডমিন ক্যাডারে ঢুকে যেতে, এডমিন ক্যাডারকে দেখেছি ভার্সিটির লেকচারার হয়ে যেতে, বিদেশে হায়ার স্টাডির অফার ছেড়ে অনেকে হয়ে গেছে ব্যাঙ্কার, and vice versa…etc
না জেনে না বুঝে যে কোন কিছুকে right-wrong দিয়ে বিচার করাটা আমাদের সমাজের পুরাতন ক্যান্সার। The concept of judging everything with right-wrong is so foolish!
আপনার লাইফে কোনটা right মানবেন কোনটা wrong মানবেন সেটা আপনি Define করবেন।
সবসময় লাইফের important decision গুলো নিজে নেবেন । ‘সীমিত আকারে’ সাজেশন নিয়ে অযাচিত ভাবে এগিয়ে আসা এবং কথায় কথায় stereotyping করা আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সোসাইটির কথায় ভুলেও পাত্তা দিবেন না।
প্রয়োজনে অবশ্যই হেল্প নেবেন, সাজেশন নেবেন – বাট শুধুমাত্র তাদের কাছ থেকে যারা আপনার হাঁটতে যাওয়া রাস্তায় আগে হেঁটেছে।
আমার মতে ক্যারিয়ারের প্রথম 5 বছর আসলে নিজের passion টাকে আইডেন্টিফাই করার সময়, কাউকে খুশি করতে গিয়ে অপছন্দের ব্যাকগ্রাউন্ডের ফাঁদে পড়ে না থেকে নিজেকে ভেঙ্গেচুরে গড়বার সময়, নতুন নতুন জিনিস try-out করার সময়।
It’s time to find your SWEET Spot!
একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং ক্যারিয়ারে ক্লিক করছে? এক্সিলেন্ট…আপনার প্রথম জবটা শুরু করুন।
এমূহুর্তে কড়কড়া স্যালারী, পজিশন, পাওয়ার, কর্পোরেট ঠাটবাট, শাইনি বেনিফিট প্যাকেজের প্রেমে পড়ে যাবার কোন প্রয়োজন নেই।
কাজটাকে ভাল লাগছে কিনা বোঝার চেষ্টা করুন…নিজের রেসপন্সিবিলিটি ফাইন টিউন করার চেষ্টা করুন, কোথায় কোথায় ইম্প্রুভমেন্ট স্কোপ আছে খুব গভীরভাবে আইডেন্টিফাই করুন।
একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কাজ করতে ইচ্ছে করছে না? মনে হচ্ছে It’s not for you?
কোন কাজটা আপনার ভাল লাগতে পারে এনি আইডিয়া? ক্লিয়ার আইডিয়া না থাকলে অপশনগুলো ওপেন রাখুন।
MBA করার সময় অনেককেই দেখেছি একইসাথে Bank, BCS, GRE ইত্যাদি ট্রাই করে যাচ্ছে।
That’s the right thing to do indeed. যে সাইডগুলোতে আপনি ট্রাই করতে চাচ্ছেন সেখানে ফুল ইফোর্ট দিন লার্নিং এর পিছনে…give your best.
প্রথম জবটা পেতে ধারণার থেকেও কয়েকগুন বেশি সময় লেগে যেতে পারে। এখানে কোনভাবেই হাল ছাড়া যাবে না…প্রচুর ধৈর্য্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে নিজেকে improve করার আর একটার পর একটা চেষ্টা চালিয়ে যাবার।
মোটামুটি রিজনেবল একটা অফার পেলে ট্রাই করে দেখুন। মনমতো জব পাবেন এটার কোন গ্যারান্টি নেি ।
দাঁতে দাঁত চেপে এক বছর কাজ করুন, বেসিক জিনিস গুলো আয়ত্বে নিয়ে আসুন… আর সেইসাথে বোঝার চেষ্টা করুন এই সেক্টর বা জব আপনার জন্য suitable কিনা।
না হলে switch করার চেষ্টা করতে থাকুন বর্তমান জবের পাশাপাশি। নতুন একটা না পাওয়া পর্যন্ত আগের জব না ছাড়াই বেটার।
প্রথম পাঁচ বছরে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি এবং খাটাখাটনি করার মানসিকতা থাকতে হবে।
এজন্যই বলেছিলাম পজিশনের প্রেমে না পড়তে। যে কোন বিজনেসই একটা recruitment প্রসেসে অনেক রিসোর্স ব্যয় করে, সুতরাং তারা চাইবেই আপনাকে আটকে রাখতে, যে কোন মূল্যেই হোক।
কিন্তু এথিকাল গ্রাউন্ড ঠিক রেখে আপনাকেও ওপেনলি options pursue করতে হবে।
আবারও বলছি, আমার মতে প্রথম পাঁচ বছর আসলে নিজেকে Discover করার সময়, সুইট স্পট টা খুজে বের করার সময়, লং টার্মে কোন সেক্টরে কাজ করতে চান সেটা বোঝার সময়।
লিখেছেন মার্ক অনুপম মল্লিক, আইবিএ এমবিএর ৪৯ ব্যাচের ছাত্র । বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বিজনেস ডেভোলাপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত আছেন ।
—————————
আলহামদুলিল্লাহ্, আমাদের আইবিএ এমবিএর স্পেশাল রেগুলার অনলাইন ব্যাচের ক্লাস ইতিমধ্যে শুরু হয়েছে ইনশাআল্লাহ্ । নতুন আরো কিছু কোর্স শুরু হবে ইনশাআল্লাহ্ । কোর্সগুলো হলঃ
#আইবিএ এমবিএ স্পেশাল রেগুলার অনলাইন ব্যাচ
#আইবিএ বিবিএ স্পেশাল রেগুলার অনলাইন ব্যাচ
#আইবিএ এক্সেকিউটিভ এমবিএ স্পেশাল ব্যাচ
#ইংলিশ স্পোকেন
অনলাইন এই কোর্সগুলোতে ৫০% পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে । সকল ধরনের কোর্স ম্যাটেরিয়ালের অনলাইন কপি ফ্রি দেয়া হবে ইনশাআল্লাহ্ । সো আপনাকে এই মুহুর্তে বই বা অন্যান্য কিছু না কিনলেও হবে ।
এই অনালাইনে আমরা দিচ্ছি লাইফটাইম স্টুডেন্টশীপ অর্থাৎ, একবার ভর্তি হয়ে পরবর্তীতে আবারো ফ্রি কোর্স রিপিট করার সুযোগ পাচ্ছেন ।
Capstone শুরু থেকে কোয়ালিটির দিকে সর্বোচ্চ ফোকাস দিয়েছে । আলহামদুলিল্লাহ্, Capstone গত ৭ ইনটেক ধরে আইবিএর এমবিএসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যের শীর্ষে । আপনি যদি স্মার্ট ও যোগ্য টিমের সাথে আপনার সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চান তাহলে নিঃসন্দেহে Capstone আপনার জন্য অন্যতম সেরা অপশন ইনশাআল্লাহ্ । আমরা চেস্টা করি সর্বোচ্চটুকু দেয়ার ।
আমাদের কোর্সে এনরোল হতে এই ফর্মটি ফিল-আপ করুন এবং কল করুন 01972-277866
0 Comments
Leave a comment