পেট্রোবাংলার এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) এর ১১৮ পদের কম্বাইন্ড সার্কুলারের এক্সাম ডেট প্রকাশিত হয়েছে। এক্সাম ২০ সেপ্টেম্বর । এক্সাম টেকার আইবিএ । MCQ + রিটেন দুইটা এক সাথেই হবে। অনেকেই আমাদেরকে নক দিচ্ছিলেন কিভাবে এই শেষ সময়ের প্রস্তুতি নিবেন । আজকের আর্টিকেলে সে সম্পর্কেই আমরা আলাপ করেছি।
আইবিএ স্ট্যান্ডার্ডের জব এক্সামগুলোতে ভালো করতে হলে আপনাকে প্রথমেই আইবিএর মনস্তত্ব বুঝতে হবে। আইবিএতে পড়াশোনা করার অভিজ্ঞতা থেকে, আইবিএ এবং আইবিএ সংক্রান্ত জব এক্সামগুলোর জন্য টানা ১০ বছর কোচিং করানোর অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে, আইবিএ টিচাররা চায় একজন স্মার্ট ডিসিশন মেকারকে সিলেক্ট করতে । প্রশ্নগুলোকে সে অনুযায়ী তারা সেট করে থাকেন ।
ম্যাথ, ইংলিশ, সাধারণ জ্ঞান, বাংলা সবগুলোকে তাদের পার্টিকুলার কিছু পছন্দের টপিক থাকে।
যেমন ম্যাথের ব্যাপারে যদি আসি……
ম্যাথে আইবিএর প্রিয় টপিকগুলো হচ্ছেঃ
- inequality
- profit-loss
- percentage
- number properties
- average
- time & work
- Speed, time, distance
- probability
- permutation-combination
চেষ্টা করলাম গুরুত্বের ক্রম-অনুসারে দিতে। যেহেতু ১৫ থেকে ২০টার মত ম্যাথ আসবে তাই চেষ্টা করবেন যে টপিকগুলো থেকে বেশী ম্যাথ আসে সেগুলো বারবার প্র্যাকটিস করার ।
পেট্রোবাংলা এবং এর অধীনস্ত প্রতিষ্ঠানগুলোর ম্যাক্সিমাম এক্সাম আইবিএ পরিচালনা করে থাকে।
তাই আগের বছরের প্রশ্নগুলো বেশী করে দেখুন ।
এর পাশাপাশি আইবিএ এমবিএর প্রশ্নগুলো দেখতে পারেন ।
আইবিএ এমবিএর বিগত ২৩ বছরের প্রশ্ন এবং ব্যাখ্যা সম্বলিত উত্তরসহ Capstone IBA MBA ব্যাংকটি যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে এই লিংক থেকে অর্ডার করতে পারেন
ইংরেজির ক্ষেত্রে আইবিএর পছন্দের টপিকগুলো হচ্ছেঃ
- vocabulary
- fill in the balnks
- grammar
- sentence correction
- error findings
আইবিএ এরকম ৪-৫টা টপিক থেকে ২টা থেকে ৫টা করে প্রশ্ন দিবে।
তবে আইবিএর প্রশ্ন করার ধাঁচ কিন্তু একটু আলাদা ।
Vocabulary এর অনেক তারা ডিরেক্ট আপনাকে শব্দের মানেটা জানতে না চেয়ে বরং সেই শব্দটার পারফেক্ট ব্যবহার জানেন কিনা তা দেখতে চাইতে পারে।
যেমনঃ SQUANDER – আপনাকে এই শব্দটার ডিরেক্ট মিনিং হয়ত জিজ্ঞাসা করবে না।
প্রশ্নটা হয়ত এভাবে করবে যে, Which of the following word can be replaced with the word SQUANDER ?
আবার ধরেন, এরকম একটা প্রশ্ন করলোঃ
I did not do it intentionally, it was totally………….
A. inadverdent B. indeliberate C. incendiary D. inevitable
দেখেন এই প্রশ্নে আপনি জাস্ট শব্দগুলোর অর্থ জানলে হবে না । বরং আপনাকে দুইটা বাক্যের অর্থ বুঝে একটা মিনিংফুল লিংক তৈরি করতে হবে ।
এখানে সঠিক উত্তর হবে D. inevitable মানে যা অনিবার্য ছিল । কারন, বাক্যের প্রথম অংশে বলা হয়েছে কাজটি intentionally বা ইচ্ছাকৃতভাবে করা হয়নি। তাঁর মানে কি ? আসলে ব্যাপারটা অনিবার্যই ছিল !
সো এভাবে বুঝে বুঝে শলভ করতে হবে ।
সামনের কয়েকদিন রিডিং হ্যাবিট বাড়ান।
ইংরেজি পত্রিকা বেশী বেশী করে পড়ুন।
গ্রামারের জন্য
- Subject-Verb Agreement
- Parallelism
- articles
- subjuntive
- modifiers
- appropriate prepositions
- conditional sentences
- infinitives
- relative pronouns
এই টপিকগুলো বেশ গুরুত্বপুর্ণ । আগামী কয়েকদিন এই টপিকগুলো বেশী করে প্র্যাকটিস করে যান ।
বাংলার জন্য…
সমাস, বাগধারা, সমার্থক শব্দ-বিপরীত শব্দ, সন্ধি, প্রতিশব্দ, শব্দ-বাক্যের প্রকারভেদ এগুলো দেখে যান। এর পাশাপাশি সাহিত্য থেকে ৩ থেকে ৫টি প্রশ্ন আসতে পারে।
সাধারণ জ্ঞান, ICT
সাম্প্রতিক বিষয়াবলী থেকে ৬ থেকে ৮টা প্রশ্ন থাকবে
এর মধ্যে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, স্পোর্টস, দেশীয়-আন্তর্জাতিক রাজনীতি-অর্থীনীতি থেকে প্রশ্ন আসবে।
এর বাইরে ২-৩টা প্রশ্ন থাকবে বাংলাদেশ এবং বিশ্বের তেল-গ্যাস-খনিজ সম্পদ নিয়ে ।
মুক্তিযুদ্ধ, দেশীয়-আন্তর্জাতিক কিছু কমন প্রশ্নের উপর ৪-৫টা প্রশ্ন থাকবে ।
ICT থেকে মোটামুটি কমন ৩ থেকে সর্বোচ্চ ৫টা প্রশ্ন থাকবে ।
সো টপিক-ওয়াইজ যে ভাগগুলো আপনাদেরকে দেখালাম, যে অনুযায়ী আগামী কয়েকদিন গুছিয়ে প্রস্তুতি নিয়ে মোটামুটি ভালো করতে পারবেন ।
মনে রাখবেন
এই কোর্সেও থাকছে লাইফ-টাইম স্টুডেন্টশীপ । অর্থাৎ, আপনি পরবর্তীতে কোর্সটি অনলাইনে ফ্রি রিপিট করতে পারবেন ।
সো যারা পেট্রোবাংলাকে টার্গেট করে একটি সেরা প্রস্তুতি নিতে চান তাদের জন্য বেস্ট অপশন এই কোর্স।
কারন, অভিজ্ঞ-দক্ষ-সেরা শিক্ষক, সবচেয়ে আপডেটেড ম্যাটেরিয়ালস আর সেরা ফ্যাসিলিটি দেয়া হবে এই কোর্সগুলোতে ।
কোর্সে খুবই সীমিত সময়ের জন্য ৫০% ছাড় চলছে ।
সো যারা এডমিশন নিতে চান তারা এই লিংক থেকে আসন কনফার্ম করে ফেলুন।
0 Comments
Leave a comment