সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে সার্কুলার প্রকাশিত হয়েছে। গতবছর সার্কুলার প্রকাশের প্রায় ৪ মাস পর প্রিলি পরিক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলি পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে প্রায় ৫৫০০ জন লিখিত পরিক্ষায় অংশ নেয়ার সুযোগ পান ২২৫ টি পদের বিপরীতে।
প্রিলি পরিক্ষায় সাধারনত বাংলা, ইংরেজী, গনিত, কম্পিউটার ও সাধারন জ্ঞান এই পাঁচটি বিষয়ের উপর প্রশ্ন হয়ে থাকে। গতবছর অনুষ্ঠিত প্রিলি পরীক্ষায় মানবন্টন ছিল
বাংলা-২৫
ইংরেজী-২৫
গনিত-২০
কম্পিউটার-১০
সাধারন জ্ঞান-২০
বাংলা প্রস্তুতি –
বাংলাতে ব্যাকরন অংশ থেকেই অধিকাংশ প্রশ্ন হয়ে থাকে। সাহিত্য থেকে ৪-৫ টি প্রশ্ন হয়। প্রিলিতে ভালো করার জন্য বাংলা ব্যাকরন অংশে গুরুত্ব দেয়া অত্যাবশ্যক। ধ্বনি, শব্দ,বাক্য, সন্ধি, প্রত্যয় সমাস,কারক,এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ,বিপরীত শব্দ, সঠিক বানান, বাক্যশুদ্ধি ইত্যাদি টপিক থেকে প্রতিবছরই প্রশ্ন হয়ে থাকে।তাই এই টপিকগুলোতে গুরুত্ব দেয়া প্রয়োজন। তাছাড়া সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের জীবন, সাহিত্যকর্ম, ছদ্মনাম, উপাধি, পুরষ্কার, সাহিত্যের যুগবিভাগ ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হবে।বাংলার জন্য ৯ম – ১০ম শ্রেনীর বাংলা ব্যাকরন বই এবং অগ্রদূত এর বাংলা বইটি সহায়ক হবে।
ইংরেজী –
বাংলাদেশ ব্যাংকের প্রিলি পরীক্ষায় ইংরেজী অংশে ভালো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজী গ্রামার অংশে parts of speech, number, gender,voice,narration,right forms of verb, subject verb agreement, pin point error, sentence correction, appropriate preposition, conditionals টপিক গুলো থেকে নিয়মিত প্রশ্ন হয়। পাশাপাশি vocabulary, synonym & antonym, analogy, idioms,one word substitution ইত্যাদি টপিক থেকে প্রশ্নের একটি বড় অংশ থাকে।Vocabulary related অংশে ভালো করতে পারলে তা বাড়তি সুবিধা যোগ করবে। ইংরেজী অংশে ভালো করার জন্য নিয়মিত চর্চার কোন বিকল্প নেই। গ্রামার অংশের জন্য English for competitive exam বইটি বেশ ভালো। vocabulary অংশের জন্য magoosh এর high frequency and basic ওয়ার্ড লিস্ট পড়া যেতে পারে। তাছাড়া IBA MBA এর প্রশ্ন ব্যাংক সলভ করলে ভোকাবুলারি অংশে শক্ত প্রস্তুতির জন্য সহায়ক হবে। নিয়মিত ইংরেজী পত্রিকা পড়লে ইংরেজী vocabulary যেমন উন্নতি হবে তেমনি চলমান সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে পরিষ্কার ধারনা থাকবে।
গনিত –
গনিত অংশে ভালো করার জন্য কম সময়ের মধ্যে সমাধান করার দক্ষতা গড়ে তুলতে হবে। Number, percentage,profit-loss, simple and compound interest, unitary method, Ratio,age, distance-time-velocity, equation, average,algebric formula, general geometry, triangle, circle, area, ইত্যাদি টপিক দ্রুত সমাধান করার দক্ষতা অর্জনের জন্য টেকনিক জানা ও নিয়মিত চর্চা প্রয়োজন। গনিতের জন্য khairul’s Basic math সহায়ক বই হিসেবে ভালো।
কম্পিউটার-
বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায় কম্পিউটার অংশের প্রশ্ন তুলনামূলক কঠিন হয়ে থাকে। কম্পিঊটার সংগঠন, হার্ডওয়্যার, সফটওয়্যার, পোগ্রামিং ল্যাংগুয়েজ,নাম্বার সিস্টেম, ডেটাবেইজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর বেসিক বিষয়গুলোর পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার এর শর্টকাট, কমান্ড সম্পর্কিত প্রশ্ন হয়ে থাকে।কম্পিউটারের জন্য mp3 Easy Computer বইটি ভালো।
সাধারন জ্ঞান-
সাধারন জ্ঞান অংশে সাম্প্রতিক বিষয়াবলি থেকে বেশী প্রশ্ন হয়ে থাকে। পাশাপাশি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, বংগবন্ধু, অর্থনীতি, সংবিধান, বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং খাত সম্পর্কিত তথ্য, গুরুত্বপূর্ণ অর্জন, মেগা প্রকল্প, বাজেট, পঞ্চবার্ষিকী ও প্রেক্ষিত পরিকল্পনা, খেলাধুলা, বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক,ভৌগলিক বিভিন্ন তথ্য, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক আন্তর্জাতিক সংগঠন, পরিবেশ ইস্যু, ইত্যাদি টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে। সাধারন জ্ঞান এর জন্য mp3/basic view ইত্যাদি বই পড়তে পারেন। আর বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার আগে সাম্প্রতিক তথ্য নিয়ে সাধারনত বই বের হয়ে থাকে।
প্রিলি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এটি নিয়ে অবশ্যই পরীক্ষার আগে প্লানিং করে যাবেন। প্রিলিতে কৌশলগত প্রস্তুতি আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে।
মঈনুল হাসান
সহকারী পরিচালক (সুপারিশপ্রাপ্ত)
বাংলাদেশ ব্যাংক
মেধাক্রম- ৬
————————–
এই মুহুর্তে বাংলাদেশ ব্যাংক, NSI, বেপজা, পূবালী ব্যাংক, বাখারাবাদ গ্যাস ফিল্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ২১০০+ পদের সার্কুলার আছে।
ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রাইভেট ব্যাংকের ১,০০০+ পদের বেশী সার্কুলার এই মুহুর্তে চলমান আছে।
এছাড়া আইবিএর এডমিশন টেস্টেরও আর খুব বেশী বাকী নেই।
যারা এসকল জব এক্সামগুলোতে বসতে চান এবং সেরা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আইবিএ এডমিশন টেস্ট স্ট্যান্ডার্ডের প্রস্তুতি নেয়া শুরু করুন।
কারন, বর্তমানে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের ৯ম এবং ১০ম গ্রেডের জব এক্সামগুলো আইবিএ পরিচালনা করে থাকে। এগুলোর মধ্যে আছে পেট্রোবাংলা, গ্যাস ফিল্ডস, এনএসআই, দুদক, বেজা, বেপজা, বিসিক সহ প্রায় সকল ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো।
এছাড়া দেশের অধিকাংশ প্রাইভেট ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট ট্রেইনী, প্রবেশনারী অফিসার বা অফিসার লেভেলের এক্সামগুলো আইবিএ-ই পরিচালনা করে থাকে।
আর এই এক্সামগুলোতে ভালো করতে হলে অবশ্যই আইবিএ স্ট্যান্ডার্ডের প্রস্তুতি গ্রহণ করা উচিত।
আর এ লক্ষ্যে দেশে আমরা সম্পুর্ণ ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি জব প্রিমিয়াম + IBA MBA স্পেশাল কোর্স। এই কোর্সটির লেকচার কনটেন্ট সমসাময়িক জব এক্সামগুলোর প্রশ্নের স্ট্যান্ডার্ড অনুযায়ী নতুন করে সাজানো । ফলে এ কোর্স থেকে শিক্ষার্থীরা জব এক্সামগুলোর জন্য একটি আদর্শ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।
এই কোর্সে আপনাদের জন্য থাকছেঃ
📌লাইফ-টাইম স্টুডেন্টশীপ
📌ফ্রি কোর্স বুকস
📌স্টাডিরুম ফ্যাসিলিটি
📌ফ্রি ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস
📌সেরা ইন্সট্রাক্টর
👨🎓আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অফলাইন)
https://cutt.ly/C6cVp0s
📱আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম (অনলাইন)
https://cutt.ly/x6cXnyn
👨🎓আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অফলাইন)
https://cutt.ly/I6cVuji
📱আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ (অনলাইন)
https://cutt.ly/v6cZ1jp
📒আইবিএ এমবিএ প্রশ্ন ব্যাংক
https://cutt.ly/26cZ8TL
যেকোন দরকারে কল করুন 016 3031 3031
0 Comments
Leave a comment